নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ আ ক খ...

ওঙ্কার

আরিফুর রহমান

ওঙ্কার › বিস্তারিত পোস্টঃ

মর শালারা, নিজের পাপেই ডুবে মর।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১০

বাংলাদেশের এই অবস্থার জন্য বাংলাদেশীরাই দায়ী।

একটা ইসলামিস্ট বিশ্বাসঘাতকের জন্য যেভাবে মায়াকান্না দেখলাম, তাতে বোঝা যায়, বাংলাদেশে ইসলামিস্ট সংক্রমন কতদুর ভেতর অব্দি চলে গিয়েছে।

অবশ্য এটা তো সত্যই, সেই বঙ্গ ভঙ্গের আমল থেকেই শুদ্র শ্রেণীর হিন্দুরা মুসলিম ধর্মান্তর হয়ে যে থক্থকে কুৎসিত একটা ভু-খন্ড চেয়েছিলো, সেটাই হয়ে গেছে আজ বাংলাদেশ।

কিছু চিন্তাশীল ব্যাক্তি এই ভু-খন্ডটাকে পাকিস্তান থেকে হয়তো ভৌগলিক শাসনমুক্ত করেছে, কিন্তু মননে এই নমশুদ্রের গোষ্ঠী এখনো পাকি-সউদি সেই মোহাম্মদীই রয়ে গেছে।

মোহাম্মদ যেমন পাঁড় যুদ্ধবাজ ছিলো, তলোয়ার দিয়েই রাজ্য প্রসারন করেছিলো, তেমনই তার বংশধরেরা 'মানবিকতা'কে লাথি মেরে, জান্তব ও কুৎসিত ধর্মভিত্তিক পুরুষতন্ত্রকেই জীবনের মূলমন্ত্র বানিয়ে একটা আধাসেদ্ধ জনপদ তৈরি করেছে।

সেই জনপদে সুদুর সোভিয়েতের দানে কিছু মননশীল পয়দা হয়েছিলো বটে, তারা মরে যাবার পরে, পরবর্তী প্রজন্মের একটা বড়ো অংশ সউদি আশকারায় একটা হাসজারু ধর্মীয় বাম প্রজন্মে রূপ নিয়েছে।

এরা যখন দেখতে বাম, মননে ইসলামী, তখন এরা বামাতী।

এরা যখন দেখতে ইসলামী, কিন্তু প্যাঁক প্যাঁক করে কিছু সাম্যবাদী বুলি, তখন এরা হিজবুত।

এই হিজবুতের পীর ফ্রড মাজহার তার সউদি গুরুদের খুশি করতে কি যা তা বলেছে প্রায়ই, আমাদের গায়ে তো চামড়া নয়, স্টীল।

তাই আমাদের সবই সহ্য হয়ে যায়। মানুষের দেশে সহ্য হবার কথা ছিলো না। রাস্তার মাঝখানে এই হিজবুতী ফ্রড গুলি কে বাঁশ দিয়ে পেটোয়া হবার কথা ছিলো।

কিন্তু ওই যে বামাতীরা, এরা ঠিকই তাদের প্রাক্তন গুরুকে রক্ষায় এগিয়ে আসবে। এসেছেও।

এই জন্যেই বলি, বাংলাদেশের এই কুৎসিত ধ্বংস হবার জন্য বাংলাদেশীরাই দায়ী।

যাদের কথা ছিলো প্রগতির গন্তব্যে দেশের জনগনকে পথ দেখাবার, তারা আজ হিজবুতী বাম-মোল্লাকে নিয়ে কাঁদ কাঁদ অবস্থা!

মর শালারা, নিজের পাপেই ডুবে মর। মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে তোরা দেশটাকে ওই হিজবুতের হাতেই তুলে দে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

স্বতু সাঁই বলেছেন: হা হা হা... শুধু হিজবুত কেন? আরও কতো নাপাকি প্রেতাত্মা বিচরণ এই দেশে তার কি কোন হদিস আছে? বুঝতে পারবে বাংলাদেশীরা, বাঙালী না হয়ে কতো বড় পাপ করেছে।

২| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

আশিক আশরাফ রহমান বলেছেন: দেশে 'একটা ইসলামিস্ট বিশ্বাসঘাতক' গুম অথবা খুন হয়ে গেলে আপনি খুশি হতেন?

৩| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ফরহাদ মজহার ইসলামিস্ট !!!

ওহে আরিফুলের প্রেতাত্মা, ব্লগে আবার ক্যাচাল ছড়াচ্ছো কেন?

৪| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

আবদুল মমিন বলেছেন: নাই কাজ ত খই ভাজ , ঘরে বউয়ের চামুচের বাড়ি খাইয়া ই ব্লগে আইসা ঘেউ ঘেউ করে এরা ।

৫| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

টারজান০০০০৭ বলেছেন: বিচি কি কান্ধে চড়িয়া মগজে সেধছে , নাকি মগজই নিচে নাইম্মা বিচিতে ঝুলতেছে !
তুমি যে বিরাট বিচিওয়ালা পাঁঠা অথবা পাঁঠার বংশজাত অথবা গোবৎস তাহা বোঝা যাইতেছে ! না হইলে তোমার নোংরা মগজ নবীজি (স) রে নিয়া কুৎসা বাহির করিত না !

৬| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

চেংকু প্যাঁক বলেছেন: নাস্তিক মুরতাদদের মনের হতাশা এই লেখার মাধ্যমে সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে।

৭| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

কানিজ রিনা বলেছেন: আব্দুল মমিনের সাথে একমত হা হা হা
বৌয়ের চামচের বারি হিহিহি।

৮| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

রাজসিংহ বলেছেন: মুক্তিযোদ্ধারা কি আপনার মত মন মানসিকতার অধিকারী ?
বাংলাদেশের অবস্থা বদলানোর জন্য আপনি কী করেছেন?
বঙ্গভঙ্গ আর এই ভূ-খন্ডের লাভ ক্ষতি নিয়ে আপনার চিন্তাভাবনা এত দূর্বল কেন?

৯| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০০

টারজান০০০০৭ বলেছেন: এইসব কমজাত বরাহশাবকদের পোস্ট সামুতে আসে কিভাবে ? রিপোর্ট করার চেষ্টা করিলাম , হয় না ! সামুর মর্যাদা সামু কি নিজেই হানি করিতে চায় ?

১০| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: নিজের অস্থিরতা ব্লগে ছড়িয়ে দেয়া ঠিক নয়।

১১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৬

বাংলা-জাতীয়তাবাদি বলেছেন: ২০১৩-এর শাহবাগের গণজাগরণ সৃষ্টি পর থেকে অনেক ধর্মনিরোপক্ষ লোক মৌলবাদি হতে বাধ্য হয়েছে

১২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০১

নীল আকাশ ২০১৬ বলেছেন: সামু ইদানিং আবার ২০১৩ পূর্ব যুগে ফেরত যাবার চেষ্টা করছে। তখন নাস্তিক বিরোধী হেফাজতি অভ্যুত্থানে আমার ব্লগ, নাগরিক ব্লগ, মুক্তমনা নিশ্চিহ্ন হয়ে গেলেও সরকারের হাতে পায়ে ধরে সামু রক্ষা পেয়ে গিয়েছিল। কিন্তু মনের মধ্যে যদি পরিষ্কার না থাকে, তবে পুরনো রোগ ফিরে আসতে বাধ্য। অদ্বিত, ওঙ্কার - এরকম কিছু ব্লগার চেষ্টা করছে সামুতে ইসলাম বিদ্বেষ ফেরত আনতে। আর সামু কর্তৃপক্ষও দেখে না দেখার ভান করে যাচ্ছে। চান্সে আছে আবার যদি এদেরকে প্রমোট করা যায়।

১৩| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬

এম এ মুক্তাদির বলেছেন: এরা যখন দেখতে বাম, মননে ইসলামী, তখন এরা বামাতী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.