নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু মুসলিম

শুধু মুসলিম › বিস্তারিত পোস্টঃ

মনটা ভীষন খারাপ। কোন কারণ ছাড়াই খারাপ। ভাল করার কি কি উপায়/তরিকা আছে?

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

আজ দুইদিন ধরে খুবই মনটা খুবই খারাপ। মন ভাল করার তরিকাগুলো জানা প্রযোজন। কারো কোন পরামর্শ জানা থাকলে শেয়ার করতে পারেন।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

বোকামন বলেছেন: ভাবেন আপনার কোন মন নাই ;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

শুধু মুসলিম বলেছেন: hm.................. B:-) B:-) B:-)

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

বোকামন বলেছেন: B-)) B-)) B-))

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

দ্য গডফাদার বলেছেন: আসেন....চা+বিড়ি খাই...আড্ডা দেই...দেখি কি করা যায়

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

মাক্স বলেছেন: B:-) B:-) B:-)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

আশিক মাসুম বলেছেন: দ্য গডফাদার বলেছেন: আসেন....চা+বিড়ি খাই...আড্ডা দেই...দেখি কি করা যায়


সহজ হিসাব , মনকে জিজ্ঞেস করেন সে কি চায় । আর সে যা চায় তাই করুন মন ভাল হয়ে যাবে। কাজিন , কিংবা খুব কাছের কোন ভাল বন্ধু নিয়ে কোথাও থেকে বেরিয়ে আসুন । মা-বাবর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিতে পারেন ইনশাল্লাহ মন ভাল হবে।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

বিপদেআছি বলেছেন: এর কোন ঔষধ নাই।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

আমি পিচ্চি পোলা বলেছেন: নাস্তিক সমাজের ধর্মগুরু আসিফ মহিউদ্দীনের কুরুচীপূর্ণ মন মানসিকতা জানুন এই লিংকে ক্লিক করে

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

ফারিহা রহমান বলেছেন: সূরা ইনশিরাহ পড়ুন, ইনশাআল্লাহ মন ভালো হয়ে যাবে।

আরেকটা কথা বলি, ""যা গোপন ছিল তা গোপনই থাকবে, 'আনন্দিত' সব গোপন রাখবে, আমের চিন্তার কোন কারণ নেই ইনশাআল্লাহ, কখনই প্রকাশ করবে না কি ছিল সেই বার্তা। তারা প্রত্যেকেই থাকবে গোপন, এটা আনন্দিতের ওয়াদা।""

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

শুধু মুসলিম বলেছেন: জাজাকাল্লাহ। //প্রকাশ হলেও নাই যে ভয়, সত্যের সেতো হবেই জয়। করিনি এহেন কোন কাজ, বয়ে আনবে সমাজে লাজ। গোপন থাকুক সেই সব বাণী, যা হয়েছে প্রকাশ, করিলে প্রকাশ হবে নাতো ক্ষয়, বক্ষে রয়েছে আল্লাহর ভয়..সত্য জানিবে তারা...আগে জানিত না যারা। শেষমেষ আছে করি দুআ হে দয়াময়, আনন্দিত করো আনন্দিতের জীবন.... করো আনন্দময়।///

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

ফারিহা রহমান বলেছেন: সদ্য প্রসূত বাচ্চা, বিড়াল কোলে ডাক্তার, নতুন কর্ম, এগুলো আছে কে কি অবস্থায়? সাময়িক মুখের কিতাব আমিটি হারিয়ে গেলো কোন ঠিকানায়? এদিকে আনন্দিত সামলায় এক কাজির কাহিনী, আরও এক আফফান, সাথে বিরক্তিকর এক কবি। সূরা ইনশিরাহ বেশী বেশী পড়ুন।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

শুধু মুসলিম বলেছেন: শূন্যস্থানপূরণ হয়ে গেছে নতুনের আগমনে, কোলে নিতে লাগে ভয়, যদি ক্ষতি হয়, ডাক্তার চালাচ্ছে ট্রেন, যাত্রী পুরোন সেই একজন, এ ট্রেনে সীট একটাই তবে সেটাই উত্তম। সীসাগালা দেয়াল, গভীর জলের মাছ। এজন্যই বলেছি হবে হয়ত ৩৬ প্লাস। ঘরের মানুষ ঘরে ফিরবে শীঘ্রই। আকাশে অনেক মেঘ। রাত পোহাবার হবে নাক আর দেরী।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

ফারিহা রহমান বলেছেন: ডাক্তার ট্রেন চালাচ্ছে? শুমু নিজেও ৩৬ প্লাস, তাই না? এখন শীতকাল তাই মাছের আনাগনা কম। আকাশ তো পরিস্কার।
বার বার ঘুরে যান কেন আনন্দের বাড়ি? একবার শুধু, একবার আম, শুধু বাকি শুভ, নাকি আরও আরও কিছু? আশা করি মন হয়ে গেছে ভালো, রাত চলে গেছে ঐ দেখুন আলো। আসলেই কি গভীর জলের মাছ? নিরীহ মাছ, করবেন না কোন বার্তা ফাঁস।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

শুধু মুসলিম বলেছেন: এডিটেড: ডাক্তারের ট্রেনে সীট একটাই। ঠাই নাই সেথা নব যাত্রীর। জন্ম থেকেই সুপ্ত কবি, উঠেছে নূতন রবি। বৈশাখী ঝড়ে, মেঘ গেছে সরে। বাড়ীওলা আজ মুসাফির, খুজে ফিরে নূতন নীড়। ত্রিরত্নের সমাহার, আর কি দরকার। চোখ দিগন্তপানে যদি যায় দেখা বা আবছায়া। কখনো শুভ কখনো আম কখনো শুমু। তবু সহস্র চোখের ভিড়ে মাছ পড়েছে ধরা মাছরাঙ্গার চোখে। এতো কারেন্ট জালের চেয়েও ঢেড় বেশী। তারপরে কি বলা যায় নিরীহ মাছ, আবারো হলো গোল ৩৬ প্লাস।

১১| ৩১ শে মে, ২০১৭ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: জীবনের সবচাইতে খারাপ সময় থেকে এখন কতটুকু ভাল আছেন তা চিন্তা করলেই মন ভালো হয়ে যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.