নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু মুসলিম

শুধু মুসলিম › বিস্তারিত পোস্টঃ

ফাজায়েলে সাদাকাতের এই অংশটা শিরকী অংশ নয় কী?

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে শিরক বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার তৌফিক দান করেচেন।



হযরত গাঙ্গুহী (রহঃ) এর একটি চিঠি শায়খুল মাশায়েখ হজরত গাঙ্গুহী (রহঃ) স্বীয় মোর্শেদ শায়খুল আরব অল্ আজম হজরত হাজী এমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহঃ) এর খেদমতে লিখিতেছেন ''""" হে আমার দুই জাহানের আশ্রয়স্থল """"



ফাজায়েলে সাদাকাত, ২য় খন্ড, পৃষ্ঠা নং ১৭৫, প্রকাশকাল-১৪৩২।

প্রকাশক: মাওলানা মুহাম্মদ মাহবুব এ ইলাহী।

নিউ দারুল কিতাব

৫০, বাংলাবাজার, ঢাকা।

মোবাইলঃ ০১১৯৯-১০৭৬৫৭

তাবলীগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদ, ঢাকা, বাংলাদেশ এর মুরুব্বিয়ানে কেরামের অনুমতি নিয়া এই কিতাব প্রকাশ করা হইল।

মূল্য: সাদা লেমি: ২২৫.০০ টাকা



নিচে দেখুন।









খ্রিষ্টানরা মুশরিক ঈসা আঃ কে আশ্রয়স্থল বা রক্ষকারী বানানো জন্য। হিন্দুরা মুশরিক মুর্তিগুলোকে রক্ষাকারী তথা আশ্রয়স্থল বানানোর জন্য। ঠিক একই ভাবে কেউ যদি বলে দুনিয়াতে অমুক পীর আমার দুনিয়া আখিরাতে আশ্রয়স্থল। তবে এটি কি শিরক না। এরা কি মুশরিক হবে না।



মোট কথা, দুনিয়া ও আখিরাতে আমাদের মুসলিমদের আশ্রয়স্থল হলেন একমাত্র আল্লাহ। কিন্তু গাঙ্গুহী সাহেবের নিকট আশ্রয়স্থল হলেন মুহাজেরে মাক্কী সাহেব।



এই শিরকী কাহিনীও হলো তাবলীগ জামাতের শিক্ষা। হোক না শিরক মাত্র ১ টা। ১টা শিরক ই কি যথেস্ট না আমল ও জান্নাত বরবাদ হয়ে যাওয়ার জন্য।



আল্লাহ আমাদের শিরক মুক্ত জীবন যাপন করার ও দলিল ভিত্তিক কুরআন ও সুন্নাহ গ্রহণ করার তৌফিক দান করুন। আমীন।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

রিয়াদ হাকিম বলেছেন: আপনাদের (শুধু মুসলিম, আলতামাশ) এই ডিবেট করা দেখে খুবই ভালো লাগলো। বুজতেই পারছি, দীন সম্পর্কে আমার চেয়ে অনেক ভাল জানেন। আমি একটি সাহায্য চাইব, আপনাদের কাছে। আমি গত অনেকদিন যাবত একটি বিষয়ে জানতে চাইছি, ক্রীতদাসী এবং যুদ্ধবন্দী মেয়েদের সাথে যৌন সম্পর্ক স্থাপনের ব্যাপারে শরীয়তের ফায়সালা কি, এটা কি জায়েজ নাকি নাজায়েজ? জায়েজ হোক বা নাজায়েজ হোক উত্তরগুলো অবশ্যই কুরআন (আয়াত এবং তাফসির সহ), হাদিস এবং সাহাবাদের জীবনী থেকে দিতে হবে। এই বিষয়ে কি আমি আপনাদের কোন সাহায্য পেতে পারি?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

শুধু মুসলিম বলেছেন: ভাই, আলতামাস এর সাথে আলোচনা শেষ হোক। তারপর ইনশা আল্লাহ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

রিয়াদ হাকিম বলেছেন: আমার একই কমেন্ট তিনবার এসেছে, প্লিস অতিরিক্ত গুলো ডিলিট করে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.