নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুপ টাপ টিপ

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

অনন্ত দিগন্ত

এখানে এক সময় অনেক কিছু লেখা ছিলো , কেউ একজন সুযোগ পেয়ে সব মুছে দিয়েছে :( -------------------------------------- ononto.digonto@ জিমেইল[ডট]কম ------------------------------------- পথহারা পথিকের মতো খুজে ফিরি নিজের ঠিকানা... নিজের ছায়াকে ধরার অদম্য চেষ্টায় বিপন্ন নিজের অস্তিত্ব ..এখ -------------------------------------- ononto.digonto@ জিমেইল[ডট]কম ------------------------------------- পথহারা পথিকের মতো খুজে ফিরি নিজের ঠিকানা... নিজের ছায়াকে ধরার অদম্য চেষ্টায় বিপন্ন নিজের অস্তিত্ব ..

অনন্ত দিগন্ত › বিস্তারিত পোস্টঃ

X(( X(( এই ভাঙ্গা গাড়ির দুঃখ কৈ রাখি ? :( :(

১৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৬







গতপরশু আমার মামার বাসায় এক বাঙালী ফ্যামিলি এসেছিলেন দাওয়াতে উনার ২ মেয়ে এক ছেলে ... এর মাঝে সবচেয়ে ছোট টা হল মেয়ে ... পিচ্চিটা যেমন সুন্দর তেমনই পাকনা ... তার সাথে আমার গতকালের কিছু আলাপ ছিল এই রকম ---



>> এ্যাই তুমি সোফার ঐদিকে সরে বসো তো ....

> ক্যান সরবো ক্যান ?



>> আমি গাড়ি চালাবো ...

> তুমি গাড়ি চালাতে পারো ?



>> হু পারি তো ....

> ক্যামনে চালায় ?



>> (একটু আগে ভাইয়ের কাছ থেকে কান্নাকাটি করে কেড়ে নেয়া গাড়িটি আমার পাশে চালিয়ে বলে ) এই যে এইভাবে ..... ব্রুমমমমমমমমমম ব্রুমমমমমমমম ....

> বাহ সুন্দর চালাতে পারো তো তুমি ... কিন্তু এই গাড়িটা তো ছোট, তুমি বড় গাড়ি কিনবা না ?



>> হু, কিনবো ....

> কেমন রং এর গাড়ি কিনবা ?



>> আমার গাড়ির রং হবে লাল, আর চাকাগুলো গোলাপী

> কিন্তু দোকানে লাল গাড়ির গোলাপী চাকা যদি না পাওয়া যায় ?



>> তাহলে আমি লাল গাড়ির চাকায় আমার রং পেন্সিল দিয়ে গোলাপী বানায় নিবো ... তার পরে সেইটা চালাবো ...

> আচ্ছা ...



>> আমি বড় হলে তুমি কি আমাকে একটা লাল গাড়ি কিনে দিবা ?

> অবশ্যই কিনে দিবো ... তুমি দেখায়ে দিও কোন লাল গাড়ি তোমার পছন্দ, ঠিকাছে ?





এর একটু পরে টিভিতে একটা লাল ছাদ খোলা গাড়ি দেখিয়ে ওকে বললাম --





> এই রকম ছাদ খোলা গাড়ি কিনবে তুমি ? :)



পুচকি আমার দিকে ভয়ংকর রেগে আমাকে বলে ... :|



>> তোমার সাথে কোন কথাই বলবো না, তুমি আমাকে ভাংগা গাড়ি কিনে দিতে চাও ? X(( X((

মন্তব্য ৩২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৯

ঈশিতা বলেছেন:

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০১

অনন্ত দিগন্ত বলেছেন: :|

২| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০২

কক বলেছেন: ছোডো মানুষ ....মাফ কইরা দেন।

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

অনন্ত দিগন্ত বলেছেন: হে হে হে ... আরে মাফ করার মত কিছু হয়নাই ভাই .... তবে সত্যি সত্যি তার শেষ কথাটা শুনে তো আমি থ হয়ে গিয়েছিলাম :|

৩| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

~স্বপ্নজয়~ বলেছেন: :D:D

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

অনন্ত দিগন্ত বলেছেন: :) :)

৪| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

তায়েফ আহমাদ বলেছেন: সেই রকম!

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১২

অনন্ত দিগন্ত বলেছেন: ঠিক তাই ... :)

৫| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১০

জেরী বলেছেন: পিচ্চি-পুচ্চি অলটাইম জিন্দাবাদ:)

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১২

অনন্ত দিগন্ত বলেছেন: জ্বি জেলিপু ... পিচ্চি পুচ্চি অলটাইম জিন্দাবাদ :)

৬| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

বড় বিলাই বলেছেন: আপনি কেন ওকে ভাঙা গাড়ি দিতে চাইলেন। খুব খারাপ মানুষ আপনি।

আমার ভাগ্নে এমন গাড়ি চেয়েছিল। আমি বলেছিলাম, কাক যদি পেখানা করে দেয়? সে তখন চিন্তায় পড়ে গিয়েছিল। তারপর এই গাড়ি কেনার প্ল্যান ক্যানসেল করে দিয়েছে।

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

অনন্ত দিগন্ত বলেছেন: আসলেই আমি পচা মানুষ নাইলে কি ভাঙ্গা গাড়ি দিতে চাই ? ;)

আর , ভাগ্নেকে না হয় ঐ কাকের দোহাই দিয়ে মানানো গিয়েছিল, কিন্তু এখানে তো কাক ই নাই ... তার পরেও আমারে ঝাড়ি মারসে :(

৭| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

শাওন৩৫০৪ বলেছেন: জেরী বলেছেন: পিচ্চি-পুচ্চি অলটাইম জিন্দাবাদ --- প্রাত: স্বরণীয় বাণী।


গাড়িটা নাহয় আমারেই কিন্না দিয়েন.....:(

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

অনন্ত দিগন্ত বলেছেন: হ দিতারি .... যদি গ্যারান্টি দেন যে কাক মাথায় উপর থেকে সেইটারে নিজের টয়লেট ভাববে না ... ঠিকাছে ? ;)

৮| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

নাহিন বলেছেন: খিক খিক
ঐ গাড়িটা আমার পছন্দ হইসে।আমারে দিয়া দে।

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

অনন্ত দিগন্ত বলেছেন: ঠিকাছে, তোর জন্য ভাঙ্গা গাড়ি বরাদ্দ হলো ... ;)

৯| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

ক-খ-গ বলেছেন: ছুটু মানুষ পাইয়া ভাঙ্গা গাড়ি দেখাইলেন?? :(:( আহারে.......

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

অনন্ত দিগন্ত বলেছেন: তখন কি আর বুঝতার্ছিলাম যে এমুন ডলা খামু ? :(

১০| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

কাক ভুষুন্ডি বলেছেন: তাইতো!!! হেয় ছুটু বৈলা কি ভাবছেন্জে কিচ্ছু বুজে না??? আপ্নে ভাঙ্গাগাড়ি কিনা দিবেন আর হেয় মাইন্যা নিবো????

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০০

অনন্ত দিগন্ত বলেছেন: সেইটাই তো বুঝার আগেই ঝাড়ি খাইসি :(

১১| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

মোনালিসা আক্তার বলেছেন: পিচ্চিদের আমার খুব ভালো লাগে

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০১

অনন্ত দিগন্ত বলেছেন: আমারো খুব ভাল্লাগে ....

১২| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

সৌম্য বলেছেন: বড় বিলাই বলেছেন:কাক যদি পেখানা করে দেয়? সে তখন চিন্তায় পড়ে গিয়েছিল। তারপর এই গাড়ি কেনার প্ল্যান ক্যানসেল করে দিয়েছে।

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০২

অনন্ত দিগন্ত বলেছেন: কি কাহিনী সৌম্য ভাই ... এমন ঘটনা কি আপনার সাথেও হয়েছিল নাকি ? ;)

১৩| ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

আজুরা রাহমান বলেছেন: হা হা পিচ্চি আপনাকে নাকানী চুবানী খাইয়ে ছাড়লো

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১২

অনন্ত দিগন্ত বলেছেন: ঠিক বলেছেন, ও যা করেছে তা হলো সরাসরি বোল্ড আউট :(

১৪| ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৪২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তোমার সাহস দেখে তো আমি পুরা টাশকি খাচ্ছি! তুমি ঐটারে পিচ্চি পেয়ে ভাঙা গাড়ি দিয়েছো!!!!
গাড়ির মত তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দেয়া উচিত। X(




লাল রঙ কিন্তুক আমার বেশি পছন্দের আর এই রকম ভাঙা গাড়িও। :D
পিচ্চিকে একটা ভালো গাড়ি দিয়ে আমাকে ছবিটার মত একটা ভাঙা গাড়ি দিলেই আমি ব্যাপক খুশি হবো। B-)

১৯ শে মে, ২০০৯ রাত ১২:৪৬

অনন্ত দিগন্ত বলেছেন: :( এইটা কেমন কথা , সবতে মিলে আমার এমনে ঝাড়ি দেয় ক্যান ? :(


তোমার জন্য আমি ভাঙ্গা গাড়িই দিবো ... সত্যিকারের ভাঙ্গা গাড়ি :)

১৫| ১৮ ই মে, ২০০৯ রাত ১১:৪৯

এন এইচ আর বলেছেন: মাইর হবে কিন্তু আওয়াজ হবে না। কত বড় সাহশ ভাঙ্গা গাড়ি দিবেন..........

১৯ শে মে, ২০০৯ রাত ১২:৪৫

অনন্ত দিগন্ত বলেছেন: খেক খেক ;) ;)

১৬| ২১ শে মে, ২০০৯ রাত ১০:১৬

চরণ দাস বলেছেন: aha! what about a convertible?

২১ শে মে, ২০০৯ রাত ১০:২১

অনন্ত দিগন্ত বলেছেন: মনে হয় লাভ নাই ... :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.