নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগে আমি ভাল, সৎ ও দূর্নীতিমুক্ত হই তারপর ........

অন্যায়, দূর্নীতি এবং অসত্যের বিরুদ্ধে কথা বলে যাব, ফলাফল শূন্যই হোক।

বদলে যাই

অনিয়ম আর দূর্নীতি দেখলে খুব খারাপ লাগে

বদলে যাই › বিস্তারিত পোস্টঃ

আসুন ঈদ উপলক্ষে একটু হাসি (কৌতুক গুলো কিন্তু আমার নয়, সংগৃহীত)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

(১)



আবুল অফিস থেকে ফিরে বেশ খুশি-খুশি মনেবাসায়

ফিরেছে। সে ঘরে ঢুকেই তার বউকে বললঃ আজ

আর

বলতে পারবে না আমি ভুলো-মনা।

আজ আমি সবকাজ

ঠিকভাবে করেছি। বাড়িতে মায়ের কাছে ঠিক-ঠাক

মতো মানি অর্ডার করেছি।

তোমার চিঠিটা ঠিক-ঠাক মতো পোস্ট করেছি।

সময়

মতো অফিসে গেছি। আর, আজ প্রতিদিনের

মতো ভুল

করে ছাতা ফেলে আসিনি, নিয়ে এসেছি।

আবুলের বউ বিছানায় শূয়ে ছিল। আবুলের

কথা শূনেই সে উঠে বসল

আর চিৎকার করে উঠলঃ তুমি কিআর কোনদিন

আমাকে একটু

শান্তি দেবেনা ??

আবুলঃ কেন জান পাখি, কি হয়েছে ??

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

আবুলের বউঃ আজকে তো তুমি ছাতা রাইখাই

চইলা গেছো।

তাইলে ছাতা ফেরত আনলা কেমনে??

কোন ব্যাটার

ছাতা নিজের মনে কইরানিয়া আইছো ??

তুমি কার কাছে মানি অর্ডার

কইরা আসছো কইলা ??

তোমার

মা যে ২মাস আগে মারা গেছে, ভুইলা গেছো??

আজকে তো শূক্রবার, অফিস ছুটি !!

তুমি বাজার করার জন্য

বাসা থেকে বের হইলা!!

আমার বাজারের লিস্ট নিয়া পোস্ট অফিসে পোস্ট

কইরা আইছো !





(২)



এক কিপটে গেছে চিরুনি কিনতে।

কিপটে: ভাই সাহেব, আমার একটা নতুন

চিরুনি দরকার। পুরোনোটার

একটা কাঁটা ভেঙে গেছে কিনা…।

দোকানদার: একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার

নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল

আঁচড়ে নেওয়া যায়।

কিপটে: না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ

কাঁটা ছিল যে!...............



(৩)

গিল্টু: লোকে বলে দুধ

খেলে নাকি শক্তি বাড়ে !!

গিল্টুর বন্ধু :হ্যাঁ, সত্যিই তো বাড়ে,কোন

সন্দেহ আছে ??

গিল্টু : ধুর ! পাঁচ গ্লাস দুধ

খেয়ে এইদেয়ালটা আধাঘণ্টাধইরা ধাক্কাইলাম,

এক ইঞ্চিও নড়ে নাই ! সব ভূয়া !

.

.

.

.

এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম!

দেখি দেয়ালটা আমারে দেইখা

নিজেই কেমন ভয়ে কাঁপতাছে ।।





(৪)

বল্টু একদিন রেষ্টুরেন্ট

একটি পেপসি বোতল সামনে রেখে উদাস

হয়ে বসেছিল ।

একটু পর তার এক বন্ধু তার

কাছে এলো এবং পেপসি টা খেয়ে ফেললো ।

তারপর সে বল্টু কে বললো,

কিরে সালা এতো উদাস কেন তুই ???

......আজ ভাগ্যটাই খারাপ রে দোস্ত

..GF এর সাথে সকালে Break up

হলো ।

..এরপর রাস্তায় গাড়ি টা নষ্ট

হয়ে যাওয়াতে অফিসে যেতে let হয়

তাই boss আমাকে চাকরি থেকে আউট

করে দেয় ।

এরপর মনের দুঃখে আত্তহত্যা করার

জন্য পেপসিতে বিষ মিশালাম, তাও

আবার তুই এসে খেয়ে ফেললি !!





কপি পেস্ট এখান থেকে https://www.facebook.com/PratidineraKhabara

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০০

এনিগমা বলেছেন: Fine

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.