নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগে আমি ভাল, সৎ ও দূর্নীতিমুক্ত হই তারপর ........

অন্যায়, দূর্নীতি এবং অসত্যের বিরুদ্ধে কথা বলে যাব, ফলাফল শূন্যই হোক।

বদলে যাই

অনিয়ম আর দূর্নীতি দেখলে খুব খারাপ লাগে

বদলে যাই › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘু হামলার পেছনে আওয়ামী লীগ জড়িত, বিবিসি বাংলাকে বললেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের নেতা সুব্রত চৌধুরী

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের একজন নেতা সুব্রত চৌধুরী বলেন সংখ্যলঘুদের উপর আক্রমনের ঘটনা ঘটলে সেটা এখন রাজনৈতিক দলগুলো পরষ্পরের উপর দোষ চাপানোর বিষয় হয়ে দাঁড়িয়েছে। হামলাকারীদের বিচারের আওতায় না আনার একটি সংস্কৃতি চালু হয়ে গেছে।

সুব্রত চৌধুরী বলেন, “ এখন যেমন বলা হচ্ছে জামাত-শিবির এটা করেছে। এটা একটা শ্লোগান হয়ে গেছে। বাস্তবে দেখা যাচ্ছে সব জায়গায় জামাত-শিবির করেছে বিষয়টি এ রকম না। অনেক জায়গায় আওয়ামীলীগের লোকজনও জড়িত হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি।”

তিনি প্রশ্ন তোলেন, যদি জামায়াত-শিবিরই হামলা করে থাকে বা আর যেই করুক না কেন, সরকার কেন তাদের বিচার করছে না? মি: চৌধুরী বলেন হামলার ঘটনা বন্ধ করেতে প্রশাসনের যেসব কর্মকর্তা ব্যর্থ হচ্ছে তাদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।





Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

মদন বলেছেন: না না না না না এটা হতেই পারে না। আওয়ামীলীগ এ কাজ করতেই পারে না.................................. :P

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:

জামাত-শিবিরের নেতারা তো এসব নিজেরা সরাসরি করে না। গোপনে টাকার বিনিময়ে স্থানীয় গুন্ডাদের ভাড়া করে।
আওয়ামীলিগের হয়ে আগে কাজ করা এইসব বখাটে গুন্ডারা গোপনে ৫০০-১০০০ টাকায় বিক্রি হয়ে এসবে জরিত হয়। এই বখাটেরা ধরা পড়লে এদের ছড়িয়ে আনতে আওয়ামীলিগের নেতারাই থানায় তদ্বির করে। (যেহেতু তারা জ়ামাত করে না, লিগের সমর্থক) তখন হিন্দু নেতারা বলে .. সাংবাদিকরা লেখে - "লিগের ছেলেরাই হামলাকারি"

তার মানে এই না যে - আওয়ামীলীগই এসব করেছে।
ছবিতুলে না রাখতে পারলে এইসব বখাটেদের বিরুদ্ধে কিছুই করা যায় না।

এদের কে ধরে লাভ নেই, মুল নির্দেশদাতা জামাতিদের ধরতে হবে।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

মধু নদীর জোলা বলেছেন: সত্যিকারের অপরাধিদের শাস্তি হোক

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

পদ্মা_েমঘনা বলেছেন: কিছু মনে করবেন না, জনৈক বাল-কে বলতে চাই-”ভাই দালালীরও একটা সীমা আছে”!!! X(

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

তাজুল_ইসলাম বলেছেন: কালবৈশাখীর ঝড় এর মতো অনেকের জামাত রোগে আক্রান্ত। ওরা বলে জামাত আমেরিকাকে কিনে, একে কিনে ওরে কিনে। ওরে বাবা জামাতের কি এতই ক্ষমতা।
আসলে তদন্ত না করেই আন্দাজে জামাতকে দোষ দিয়ে সরকারকে রাজনীতিক পায়দা লুটার সুযোগ করে দিচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.