নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগে আমি ভাল, সৎ ও দূর্নীতিমুক্ত হই তারপর ........

অন্যায়, দূর্নীতি এবং অসত্যের বিরুদ্ধে কথা বলে যাব, ফলাফল শূন্যই হোক।

বদলে যাই

অনিয়ম আর দূর্নীতি দেখলে খুব খারাপ লাগে

বদলে যাই › বিস্তারিত পোস্টঃ

ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর নিয়ে আমি ভাল সমস্যায় পড়েছি। হেল্প চাই।

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৪

ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর নিয়ে আমি ভাল সমস্যায় পড়েছি। হেল্প চাই।



১, ল্যাপটপ এছার, কোর আই ৫ এ সিটিসেল জুম ব্যবহার করা হতো গতদিন ধরে ল্যাপটপটি মডেম পাচ্ছে না। জুমটি আনইনস্টোল করে আবার সেটাপ করলাম। কিন্তু কিচ্চু হয়নি। অন্যান্য মডেম লাগিয়েও ট্রাই করেছি কিন্তু একই অবস্থা।



২. এইচপি ল্যাপটপ সবই ঠিক আছে কিন্তু প্রজেক্টর এর স্ক্রিনে আসেনা। প্রজেক্টর সংযোগ দেয়ার পরে শুধু সার্সিং দেখায়। এই ল্যাপটপ এবং প্রজেক্টর সমস্যায় প্রায়ই আমাকে পড়তে হয়।



দয়া করে হেল্প করুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১

আমিনুর রহমান বলেছেন:


দেখুন তো এখান থেকে USB 3.0 Driver ডাউনলোড করে ইন্সটল করলে আপনার ১ নং এর সমাধান হয় কিনা !

২ নং টা না দেখলে সমাধান করা মুশকিল তবে মনে হয় উন্ডোজ নতুন করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.