নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগে আমি ভাল, সৎ ও দূর্নীতিমুক্ত হই তারপর ........

অন্যায়, দূর্নীতি এবং অসত্যের বিরুদ্ধে কথা বলে যাব, ফলাফল শূন্যই হোক।

বদলে যাই

অনিয়ম আর দূর্নীতি দেখলে খুব খারাপ লাগে

বদলে যাই › বিস্তারিত পোস্টঃ

“ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয় না” এজন্যই ইন্টারনেট বিশেষজ্ঞদের কাছে বিনীতভাবে জানতে চাই

২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

অনেক বন্ধুদের কাছে শুনতেছি এবং অনেক বন্ধুরা আমাকে অনুরোধ করছেন মিলিয়নার বিজনেস ক্লাব নামে একটি প্রতিষ্ঠানে টাকা ইনভেস্ট করতে। জীবনে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি তাই রিক্স নিতে চাচ্ছি না। জানি এখানে অনেক ইন্টারনেট বিশেষজ্ঞ আছেন য়াঁরা আমাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারবেন। প্লিজ আমাকে বলে দিন এই মিলিয়নার বিজনেস ক্লাব https://mbc-world.com/ আসল না নকল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



আগে এই ক্লবের বড় পোস্ট দখল করেন, তারপর ইনভেস্ট

২| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

গেম চেঞ্জার বলেছেন: না করাই ভাল হবে। এইগুলা কিছুদিন ডলার ডিল করে পরে হাওয়ায় মিলিয়ে যায়।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

নতুন বলেছেন: টাকা সহজে আসেনা। যে বলে সে ধান্ধাবাজী করতেই বলে।

ঐ ক্লাবের বড় পোস্ট দখল করেন তারপরে টাকা কামাতে পারবেন। যারা আপনার আমার মতন অল্পটাকা দিয়ে তাদের কাস্টোমার হবে তাদের ধরা খাবার সম্ভবনা বেশি।

আর সহী পথে বিনিয়োগ করুন... দ্রুত কখনোই টাকা আসেনা।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

আমি নই বলেছেন: যে সাইট নিজের পরিচয় লুকিয়ে রাখে তাকে বিশ্বাস করার প্রশ্নই আসেনা। https://who.is/whois/mbc-world.com
অনলাইনে সহজে ইনকাম এর কোনোও উপায় নাই চিটারি ছারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.