| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
শ্রীমঙ্গল যাবার পথে আমার সখের ক্যামেরা প্যানাসনিক লুমিক্স F3 হারিয়ে ফেলেছি। ভীষন ভীষ--ন ভাল একটা ক্যামেরা ছিল। আমার চাকরির ফাস্ট স্যালারীর ফাস্ট ক্যামেরা ছিল ওটা।
যে চাইত তাকেই ক্যামেরা দিতাম। শুধু আমার তোলা ছবি প্রায় ২১ হাজারের মত। সব রাইড করা আছে ডিভিডি তে। অন্যরা কত যে তুলেছে, আমার জানা নেই।
যাই হোক, এরকম আর একটা ক্যামেরা কিনতে চাই রাফ ইউজের জন্যে। বাজেট ১৫০০০ টাকার নিচে। সকল পাঠকের পরামর্শ আশা করছি।
সামনে আমার সংসারে নতুন অতিথি আসছে, অন্তত তার স্মৃতি ধরে রাখার জন্যে একটা ক্যামেরা সত্যিই দরকার।
Have a good day ![]()
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:২১
অপলক বলেছেন: কেউ তো কোন সাজেশনই দিল না রে ভাই। দেখি সামনে কিনব, তখন জানাব। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
চাঁদগাজী বলেছেন:
কিনতে পেরেছেন?
আমার কোন ছবি নেই।