নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
ইদানিং প্রত্রিকায় খুব দেখা যাচ্ছে, অস্ত্রহাতে আইন শ্রীঙ্খলা বাহিনী ছবিতে পোজ দিচ্ছে। কিন্তু এই অস্ত্র প্রর্দশন কেন?
জনমনে ভীতি তৈরী করা? যদি তাই হয়, তবে শিক্ষকদের হাত থেকে বেত কেড়ে নেয়া হল কেন? মানুষ গড়ার কারিগড় আজ নখ বিহীন বাঘ। ভীতিই যদি দেখাতে হবে, তবে শুরুতে নয় কেন?
কচি বাঁশ বাকানো যায়, পাকা বাঁশ নয়।
প্রত্রিকা আলা ভাইদের বলছি, ছবিতে অস্ত্রের অংশ ঝাপসা করে দিন। বাচ্চারাও তো পত্রিকা দেখে, ফেসবুক দেখে। ওদের কাছে সামরিক নাকি বেসামরিক লোকের হাতে অস্ত্র দেখছে সেটা ব্যাপার না, একটা মানুষের হাতে অস্ত্র দেখছে, যেটা দিয়ে মানুষ মেরে ফেলা যায়, সেটাই বড়কথা, ওটাই মনে দাগ কাটার জন্যে যথেষ্ট।
তাছাড়া বেসামরিক লোক যখন রাস্তায় অস্ত্র প্রর্দশন করে, তাকে আইনের আশ্রয়ে নেয়া হয়, কারন সে ত্রাস বা আতঙ্ক ছড়িয়েছে। সামরিক বাহিনী অপ্রয়োজনীয় অস্ত্র প্রর্দশন কি একই আতঙ্ক ছড়ায় না? অবশ্যই ছড়ায়।
তাই শিক্ষিত সচেতন মহলকে একটু টোকা দিলাম...
২| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
শিশুরা দেখুক, বয়স বাড়লে ঐসব হাতে নিতে হবে তো।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:১১
অপলক বলেছেন: আমেরিকার মত হলে আরও ভাল। প্রতি ১০০জনে ১২১টা আগ্নেয়াস্ত্র। স্কুল ছাত্র ৩৬ টা ক্লাসমেটের খুনের আসামী...
৩| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:১৮
রিফাত হোসেন বলেছেন: কোরবানির সময় বাচ্চারা পশু জবেহ করা দেখে থাকে বা অংশ গ্রহণ করে অনেকে। মাঝে এলাকা জুড়ে রক্তের বন্যা হয়ে যায়। এ বিষয়েও তাহলে টোকা দেন, বাদ দিবেন কেন!
এটি অনেক কোমলমতি বাচ্চার ভিতর বিরূপ প্রবাহ ফেলে যা দীর্ঘকাল থেকে যায়।
০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:০৪
অপলক বলেছেন: জটিল বলছেন। রিফাত ভাই ১ মিনিট দাঁড়ান, ২ মিনিটের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসতেছি। আপনার সাথে হ্যান্ডসেক করব...
৪| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: আমার কিছু বলার নাই।
৫| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৯
মোহাম্মদ গোফরান বলেছেন: অস্ত্র দেখে এখনকার বাচ্চারা ভয় পায়না। প্যারা নাই চীল ...
০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:০০
অপলক বলেছেন: মানুষের পেটে মানুষ যেমন জন্মায়, গাঁধা, জানোয়ার - অমানুষও জন্মায়। চীল...
৬| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: হুম আপনার মন্তব্যের জবাব দেখে বুঝা যাচ্ছে আপনি কি হিসেবে জন্মাইছেন। এখনকার বাচ্চারা ছোট থেকেই এগুলো দেখে দেখে অভ্যস্ত তাই ভয় পায়না ভয় পেলে সব বাচ্চা মানসিক ভাবে অসুস্থ হয়ে যেত।
৭| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্টে মন্তব্য করা ভুল হইছে। আপনি একজন নোংরা লোক। সহব্লগারদের সাথে নোংরা ভাষায় কথা বলেন।
০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:১৪
অপলক বলেছেন: যার মনে যা ফাল দিয়ে ওঠে তা... আপনার কমেন্টে আপনার বিব্রত হওয়া উচিত। কিন্তু আমি নিজেই বিব্রত বোধ করছি।
ও ভালকথা, আপনাকে আমি সহব্লগার হবার যোগ্য মনে করি না। দু:খিত।
৮| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্য নিতে না পারলে পোস্ট দেন কেন ? আপনি কি মনে করছেন কি করছেন না তা পাত্তা দেয়ার সময় কোথায় !!
১২ বছর ব্লগিং করে একই ব্লগে যারা ব্লগিং করে তাদের সহব্লগার বলা হয় এই জ্ঞান টুকু অর্জন করতে পারেন নি আবার লম্বা কথা বলেন ! আপনি আগে বাজে প্রতিউত্তর করেছেন । সুতরাং আপনি অন্যায় করেসেন । আমি আপনার সাথে আগে বিব্রতকর আচরণ করিনি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ক্ষমতাবানদের সবাই জ্বী হুজুর জ্বী হুজুর করে।