নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
গতকাল দুপুরের পর থেকে কেন যেন মনে হচ্ছে youtube বাংলাদেশের আন্দোলন সম্বলিত ডাটা ফিল্টার করে হোম স্ক্রিনে দেখাচ্ছে। আজ সকাল থেকে দু'একটি ছাড়া আর কোন চলমান আন্দোলন সম্পর্কিত কোন ভিডিও নাই।
উপরন্তুু নেট কানেকশান ঘন ঘন ড্রপ হচ্ছে। নেট স্পিডও কম। বাফারিং হচ্ছে। জানিনা আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৮
অপলক বলেছেন: হতে পারে। পুলক সাহেব তো বলছেন, ফেবু আর ইবু কোন রিপ্লাই দেয়নি এখনও।
২| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪১
ইএম সেলিম আহমেদ বলেছেন: আমার YouTube হোম এ তো ঠিকিই আছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় না YouTube এমনটা করবে। কারন তারা কোনো তৃতীয় পক্ষ দেশের কথায় তাদের এলগরিদিম চেঞ্জ করবে বলে তো আমার মনে হয় না।
৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৩
অপলক বলেছেন: আমার ধারনাই সত্য প্রমানিত হল। youtube ২০ % ভিডিও সরিয়ে ফেলেছে এবং আরও ফিল্টার করছে।
বিকেলেই চালু হচ্ছে ফেসবুক টিকটক , থাকছে যেসব শর্ত
৩| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪৪
করুণাধারা বলেছেন: আমি ইউটিউবে সবই দেখতে পাচ্ছি।
৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৪
অপলক বলেছেন: আমার ধারনাই সত্য প্রমানিত হল। youtube ২০ % ভিডিও সরিয়ে ফেলেছে এবং আরও ফিল্টার করছে।
বিকেলেই চালু হচ্ছে ফেসবুক টিকটক , থাকছে যেসব শর্ত
৪| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৯
হাসিব শান্ত বলেছেন: ইউটিউব, ফেসবুক এগুলোর কোনো আগ্রহ দেখলাম না বাংলাদেশের অডিয়েন্স নিয়ে।
৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:০৫
অপলক বলেছেন: ও আচ্ছা ...
৫| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৭
কামাল১৮ বলেছেন: যার যা খুশি প্রচার করবে এটা ঠিক না।আমাদের সমাজ ফ্রান্সের মতো অত উন্নত না।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫৭
অরণি বলেছেন: ফেবু ও ইউটিবকে প্রচন্ড চাপ দিচ্ছে হয় ফিল্টার কর না হয় ব্যবসা বন্ধ কর।