নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

opolok-polok

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যৎবানী: আসিফ নজরুল আগামীর জাফর ইকবাল

৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৩



দীর্ঘদিনের পর্যবেক্ষণ দেখে কেন যেন মনে হচ্ছে, নজরুল ইসলাম (আসিফ নজরুল) ড. জাফর ইকবালের ধাচেই এগুচ্ছেন। সরল মনা ছাত্রছাত্রীদের মন ভোলানো কথা শোনাচ্ছেন। সাহসী বক্তব্য দিচ্ছেন। নিজের চাচা শ্বশুরকেও ছাড় দিচ্ছেন না, এমন ভাব।

দিন শেষে মনে হচ্ছে একটা গোপন টার্গেট নিয়ে এগুচ্ছেন। বিএনপির অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিচ্ছেন কিন্তু পুরোপুরি বিএনপির না। আবার আওয়ামীলীগও না। আইনের শিক্ষক কিন্তু ছাত্রদের দের জন্য ঘুমাতে পাচ্ছেন না। আবার অন্যদিকে বাটপার নুরুল হককে নিয়ে গলা ফাটাচ্ছেন।

এই গিরগিটির মত রং বদলানো আসিফ নজরুলের ঘটনাগুলো দিয়ে ঠিক হিসেব মিলছেনা। সরকারের বিরুদ্ধে কথা বলছেন, সরকার দেখেও না দেখার ভাল করছে তার ব্যাপারে।

কথায় কথায় বলছেন, "আমার ছেলের মত, আমার মেয়ের মত। মনে হচ্ছে আমার সন্তান গুলি খেয়েছে। ইত্যাদি ইত্যাদি"। এক সময় জাফর ইকবালও এসব সেন্টিমেন্টাল কথা বলত। আবেগে মূর্ছা যাওয়ার মত কথা বলত। কথার ঝুড়ি নিয়ে বসত। লেখক বলে কথা।

যাই হোক, সবাই সাবধান। দুষ্ট লোকের কথা মিষ্টি হয়। আমি ওনার গোঁফে তেল দেখতে পাচ্ছি। ছাত্রদের কাঁধে কাঁঠাল ইতোমধ্যে ভাঙ্গা শুরু করেছেন। তবে যা করছেন, তাও তো অনেকেই করছে না। অন্তত: সেজন্যে তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩২

আহলান বলেছেন: সবাই যদি ষ্যাঢ় এর মতো হয় তবে এতো গাভি কোথায় মিলিবে? ;)

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৭

অপলক বলেছেন: ষাড়ের ৩ নং টা রানিং। ৪নং টা পাইপ লাইনে আছে। জাতি খুব শীঘ্রই জানতে পারবে...

২| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৪

আমি নই বলেছেন: আপনার দৃষ্টিতে কি করা উচিৎ ছিল ওনার? চুপ করে বসে থাকবে, তখনোতো সমালোচনা করবেন। আর কাঠালভাংগার বিষয়টা একটু বলবেন, উনি কি ছাত্রদের মাথায় কাঠাল ভেংগে ভবিস্যত প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন? নাকি অন্য কিছু?

আমার হিসেবে শিক্ষকদের আরো ভোকাল হওয়া উচিৎ, ছাত্র হত্যার বিরোদ্ধে, গনগ্রেফতারের বিরোদ্ধে।

৩| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপাত দৃষ্টিতে সত্য কথাই তো বলছেন সাহসের সংগে।

৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৩

অপলক বলেছেন: ইসলামের প্রথম যুগে, কিছু ইয়াহুদি নব্য মুসলিম সেজে প্রকৃত মুসলিম ভাইদের সাথে মিশে গিয়েছিল ভেতরের খবর জানতে। আপনি হয়ত জানেন, নদীতে বাধ দিতে হলে, নদীর গতি প্রবাহ আগে বুঝতে হয়।

৪| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫২

দক্ষিণ মেরু বলেছেন: আমি নই বলেছেন: আপনার দৃষ্টিতে কি করা উচিৎ ছিল ওনার? চুপ করে বসে থাকবে, তখনোতো সমালোচনা করবেন। আর কাঠালভাংগার বিষয়টা একটু বলবেন, উনি কি ছাত্রদের মাথায় কাঠাল ভেংগে ভবিস্যত প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন? নাকি অন্য কিছু?

৩১ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪০

অপলক বলেছেন: পারিবারিক এক নায়ক তন্ত্র যে দেশের মানুষের গায়ে সয়ে গেছে, সেখানে উনি চাইলেও প্রধানমন্ত্রী হতে পারবেন না। বড় জোর কোন ভার্সিটির ভিসি হতে চাইবেন, বা জাতীয় শিক্ষা বোর্ডের বিশেষ পদ চাইবেন, বা সন্তানদের উ্জ্জ্বল নিশ্চিত ভবিষ্যৎ চাইবেন, হয়ত অনেক অনেক এওয়ার্ড পকেটে তুলবেন। হতে পারে জাতীয় মানবাধিকার কমিশনের সর্বোচ্চ পদ দাবি করবেন।

বর্তমানে উনি সকলকে পাশ কাটিয়ে ফ্রন্টে আসতে চাইছেন। এ ধরনের সুযোগ বছর বছর আসে না।

সবশেষে আবারও বলছি, মনের ভেতর ওনার যাই থাকুক, উনি ছাত্রদের জন্যে যে আওয়াজ তুলেছেন, তার জন্যে অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.