নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
যে সন্ত্রাষীরা এখন মাঠে নামতে পারছে না, তারা এক ভয়ঙ্কর খেলা খেলছে। তারা সাধারণ শিক্ষার্থীদের ভেতরে কে কোন এলাকার, কোন বাসায় থাকে, কোন মেসে থাকে, সে তথ্য দিয়ে লোকাল থানায় সহোযগিতা করছে। পুলিশের সুবিধা হচ্ছে কম সময়ে নীরিহ ছাত্র ছাত্রীদের বাসা থেকে ধরে নিয়ে আসতে। ৭০ হাজার বেনামী কেস করেছে সারা দেশ জুরে। এখন ধরে ধরে শুধু নাম ঠিকানা বসানো।
'৭১ এ রাজাকাররাও তথ্য পাচার করছিল পাকিস্তানী হানাদার বাহিনীদের কাছে। ডিজিটাল রাজাকাররা ডিজিটালি খেলা খেলছে। তথ্য পাচার করছে। কোথাও কোথাও আন্দোলনে যোগ দিয়ে সাধারনের সাথে মিশে যাচ্ছে। ছবি তুলছে, ভিডিও করছে আর সবার মত। তারপর ভেতরের মোটিভ জায়গা মত পৌছিয়ে দিচ্ছে। ঠিকানা পাঠিয়ে দিচ্ছে। সাধারন জনগনের এবং ছাত্র ছাত্রীদের সাবধান হওয়া দরকার।
২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: বর্তমানের রাজাকারদের একটা তালিকা করা দরকার। পরে কাজে লাগবে। শেখ হাসিনার উপরে গজব আসছে অতি শীঘ্রই। উনি বুঝতে পাড়ছেন না। ফেরাউনও বুঝতে পারেনি ঐ যুগে।
৩| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: রাজাকার দের চিনে রাখুন সময় মতো তাদের জন্য উপহার পৌঁছে যাবে। ওরা হবে ধিকৃত বাংলার মাটিতে নেই কোন সন্দেহ।
৪| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে অনেক মুক্তিযোদ্ধা এখন রাজাকারের মত আচরন করছে। ওনারা বুড়ো হয়ে গেছেন ফলে তরুণদের বুঝতে পাড়ছেন না হয়ত। অথবা বুঝে শুনেই জালেমদের সমর্থন করছেন।
৫| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৫৪
কাঁউটাল বলেছেন:
৬| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বৈরাচারের দালাল আর জুলাই-রাজাকারদের চিনে রাখুন। এরা একাত্তরের রাজাকারদের চাইতেও ভয়ঙ্কর এবং ঘৃণ্য। এসব বিবেকবর্জিত তেলবাজ আর ধান্দাবাজরা জাতির কলঙ্ক হিসাবে চিহ্নিত থাকবে।
০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৭
অপলক বলেছেন: চিহ্নিত করে যাদুঘরে রাখবেন? জানেন তো রাসেলস ভাইপাররা সরাসরি বাচ্চা প্রসব করে। এরা যাকে ইচ্চা তাকেই ছোবল মারে।
মানে যেখানে সম্ভব সেখানেই অপরাধ করে। এক রাজাকার মাস্টার মাইন্ড হয়ে, আরও ১০টাকে রাজাকার বানায়।
৭| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:০৪
সোনাগাজী বলেছেন:
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে অনেক মুক্তিযোদ্ধা এখন রাজাকারের মত আচরন করছে।
-ব্লগের মুক্তিযোদ্ধাদের আচরণ আপনার নিজের মতো ও আপনার নেতা গোলাম আজমের আচরণের সাথে মিলে যাচ্ছে?
৮| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:২১
সাহাদাত উদরাজী বলেছেন: মুলত ছাত্রছাত্রীদের এই আন্দোলন এখন অপশাসনের বিরুদ্ধেই, অথচ ওরা বুঝতে পারছে না।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি চিন্তা করবেন না। আসছে সপ্তাহে সরকার দাবী মেনে নিতে সবাইকে ছেড়ে দিতে বাধ্য হবে। দাবী মানা ছাড়া সরকারের গদি বাঁচানোর আর কোন অপশন নেই।