![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আ.লীগের শাসনামলে ঈদের মাঠের ইমামরা ঠিক মত বয়ান দিতে পারত না। অন্তত বগুড়ায়, আমি নিজে সাক্ষী। অমুক তুমুক সভাপতি, চেয়ারম্যান, আতারি পাতারি নেতা... ২ মিনিট করে বক্তব্য দেবেন, সে সব করতে করতে নামাজের সময় চলে আসে। কি একটা বিরক্তিকর অনাকাঙ্খিত যন্ত্রনা।
রমাজানের আনুসঙ্গিক হাদিস বা মাশালা নিয়ে কথা বার্তা বলতে ইমাম সাহেব ফ্লোর ই পেতেন না। ঈদুল আযহাতে কুরবানি নিয়েও কথা বলতে পারতেন না। রাজনীতিবিদরা ঈদগা মাঠকেও দলের প্রচরনা চালাত।
ভাই ঈদগা মাঠে মাইক শুধুই ইমাম সাহেবের জন্যে বরাদ্দ রাখো। সারা বছর দলের বা মাঠ কমিটির লোকেরা বক বক কইরো। তোমাদের খেদমতের দাম আল্লা্য় দিবো। আল্লাহর ওয়াস্তে ইমামের সময় খেয়ে ফেলো না, তার সন্মান এবং কর্তৃত্ব তারই থা্ক ঈদগা মাঠে।
ঈদ মোবারক।
৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১২
অপলক বলেছেন: ইমামদের কাছে থেকে শোনার কিছু নেই, ওরা অজ্ঞ; দরকার ঢাকা ইউনিভার্সিটির বা বুয়েটের প্রফেসরদের বক্তব্য।
দু:খিত। আপনার সাথে একমত হতে পারলাম না। জনাব চেঙ্গিস খান, আপনি বাংলাদেশ ছেড়ে বরং মঙ্গোলিয়াতে যান। ওরা ঘোড়ার লেজের চুল দিয়ে গিটার বানিয়ে সুন্দর সুর তোলে, শোনার মত কিছু একটা পাবেন। অন্তত ইমামদের ধর্মকথা শুনতে হবে না।
২| ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১৮
আমিই সাইফুল বলেছেন: এই দেশে ব্লগার চেংগিস খান ব্যাতিত সবাই অজ্ঞ।
৩| ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
চেংগিস খান বলেছেন:
আমি মংগোলিয়ায় যাবো না, আরবেও যাবো না; আমি বাংলাদেশে থাকি, সেখানেই থাকবো।
ইমামরা মাদ্রাসায় পড়ালেখা করে, ওখানে বেদুইন ও সামন্তবাদী জীবনের কাহিনী শুনে ও সংস্কৃতি শিখে; ওরা কি জানে, আর কি বলবে?
৪| ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
চেংগিস খান বলেছেন:
আপনি মাদ্রাসায় পড়বেন, আপনার ছেলেমেয়েকে পড়াবেন সেখানে? মওলানা মওদুদীর ছেলেরা মাদ্রায় পড়েনি।
৫| ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
চেংগিস খান বলেছেন:
আমাদের গত ২০ বছরের গ্রেজুয়েটরা হচ্ছে প্রশ্নফাঁস জেনারেশন, ওরা মাদ্রাসার কাছাকাছি।
৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৩
অপলক বলেছেন: এই কথা অন্তত ভাল বলেছেন।
৬| ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২০
নজসু বলেছেন:
ভাই, প্রত্যেক ঈদে ঈদগাহের যে কমিটি থাকে তারা দুই চার লাইন বক্তব্য দিয়ে থাকেন। এটা স্বাভাবিক। কিন্তু সেটা লস্বা করে ঈমাম সাহেবের কথা বলার বিঘ্ন ঘটাবেন তা ঠিক নয়।
৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৭
অপলক বলেছেন: সৌদিতে ঈদগা কমিটির কেউ ২-৪লাইন বক্তব্য দেয় নাকি? ইসলামের কোথায় ওনাদের বক্তিতা দেবার কথা বলা হয়েছে? ঈদের নামায হল একটা ওয়াজিব ইবাদত। সেই ইবাদতে বিরক্তি ঘটানোর অধিকার কারও নেই।
৭| ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
কামাল১৮ বলেছেন: হুজুররা আখেরাতের কথা বলে অন্যরা বলে দুনিয়া দারির কথা।আখেরাতের কথা শুনে বাস্তব জীবনে কোন লাভ নাই।
৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩২
অপলক বলেছেন: সঠিক বলেছেন অশ্বডিম্ব কামাল সাহেব।
৮| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১১:০৮
অপ্সরা বলেছেন: ঈদ মুবারাক!
৩১ শে মার্চ, ২০২৫ রাত ২:২৩
অপলক বলেছেন: ***ঈদ মোবারাক***
৯| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১:০২
নতুন নকিব বলেছেন:
ঈদ মুবারক!
৩১ শে মার্চ, ২০২৫ রাত ২:২৩
অপলক বলেছেন: ###ঈদ মোবারাক###
১০| ৩১ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৩০
অপলক বলেছেন: এবার লীগের ব্যক্তব্য ছিল না, ছিল বিএনপির, ডিসির। কি একটা যন্ত্রনা। আজকে যত দূর বুঝলাম, সূত্রাপুর বড় ঈদগা মাঠের ইমামের ক্যারেকটার আসলে ভাল না। সে আসলে লোভী, চাটুকার। আখের গোছানো টাইপের ... হতাশ হলাম।
আল্লাহ মাফ কইরো, এই টাইপের ইমামদের হাত থেকে রক্ষা কইরো।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ২:৫৪
এইচ এন নার্গিস বলেছেন: ঈদ মুবারক ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
চেংগিস খান বলেছেন:
আওয়ামী লীগ ইডিয়ট ছিলো, সন্দেহ নেই; তবে, ইমামদের কাছে থেকে শোনার কিছু নেই, ওরা অজ্ঞ; দরকার ঢাকা ইউনিভার্সিটির বা বুয়েটের প্রফেসরদের বক্তব্য।