![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আফগানিস্তান নিয়ে বহু দেশের কুনজর ছিল বহু আগে থেকে। সোভিয়েত-আফগান যুদ্ধ হয়। তারপর ১৯৮৮ সালে আল কায়েদা প্রতিষ্ঠিত হয়। যারা এদের তৈরী করেছিল, কাজ ফুরানোর পর এদেরকে নির্মূল করতে নতুন যুদ্ধ শুরু হয়। অনেক নাটকীয়তা শেষে আমেরিকা ১৯৯৯ সালে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে।
পালে হাওয়া পাচ্ছিল না। আফগানিস্তানে ঢোকা সহজ ছিল না। সন্ত্রাসী আক্রমন দেখাতে ২০০১ সালে নাইন ইলেভেন ঘটানো হল, মানে ১১ সেপ্টেম্বর২০০১ এ টুইন টাওয়ার ধ্বংস। অক্টোবর ২০০১ সালে প্রথম ফেজের ইউএস আর্মি যায় আফগানিস্তানে লাদেন কে ধরতে। এর ভিতরে আমেরিকা টুকটাক যুদ্ধ শুরু করে দেয়, সারা দুনিয়াকে বোঝাতে সম্মত হয় যুদ্ধের প্রয়োজনীয়তা কেন। ২০০২ সালের শেষের দিকে আরও বহু মিলিটারী ঢোকানো হয়। তখন থেকে ভয়াবহ যুদ্ধ এবং নির্যাতন শুরু। শেষ হল মোটামুটি ২০২১ সালে গিয়ে। বস্তুত: লেজ গুটিয়ে পালাল আমেরিকান রা।
উপরের সালের সংখ্যাগুলো একটু মাথায় রাখুন। এবার আসুন একটা সারসংক্ষেপ দেখি বার্তাসংস্থা রয়টার্স এবং যুগান্তর পত্রিকার সম্বন্বয়ে ভূমিকম্পের একটা প্রতিবেদন থেকে যেটা আফগানিস্তানের সাথে সংশ্লিষ্ট।
২০২৫ আগস্ট মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =৬২২, আহত =১৫০০
২০২৩ অক্টোবর মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৩, নিহত =২০০০, আহত =৩৫০০
২০২৩ মার্চ মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৫, নিহত =২১, আহত =৫০০
২০২২ জুন মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =১১৬৩, আহত =৩০০০
২০১৫: আফগানিস্তানের উত্তর-পূর্বে আঘাত হানা একটি ভূমিকম্পে কাবুল এবং উত্তর পাকিস্তানে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। (দৃশ্যত্ব প্রাকৃতিক )
...
২০০২ মার্চ মাসে ভূমিকম্পের মাত্রা =৬.১, নিহত =২০০০, আহত =৩০০০
১৯৯৯ ফেব্রুয়ারী মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =৭০, আহত =৫০০
১৯৯৮ মে মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৫, নিহত =৪৫০০, আহত =১০০০১
১৯৯৮ ফেব্রুয়ারী মাসে ভূমিকম্পের মাত্রা =৫.৯, নিহত =২৩২৩, আহত =৮০০০
উপরের তালিকা অনূযায়ী যতদিন আমেরিকান আর্মি বা গোয়েন্দবাহিনীর মানুষজন বেশি ছিল ততদিন আফগানিস্তানে বড় ভূমিকম্পের রেকর্ড চোখে পড়ার মত নয়। মানে ২০০২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কালে। এতে কি এটা সন্দেহ হয় না যে, হার্প বা অন্য কোন আধুনিক অস্ত্র দিয়ে আফগানিস্তানে কৃত্রিম ভূমিকম্প ঘটানো হয়েছে বা হচ্ছে। নিকোলা টেসলা কিন্তু একটা ভূমিকম্প তৈরীর যন্ত্রের কথা বলে গিয়েছিল। তার বহু নথিপত্র গায়েব করে দিয়েছিল সে সময়।
হয়ত বিদেশী শক্তির রোষানল এখনও শেষ হয়নি। আফগান মুদ্রা ডলারের বিপরীতে ২১ ভাগ বেশি শক্তিশালী হয়েছে। কাবুলে নদী বানিয়ে পানি আনার উদ্দ্যোগ নেয়া হয়েছে নিজ অর্থায়নে। আফিম উৎপাদন ১০% এ নামিয়ে এনেছে, জাফরান উৎপাদন ৮০% বেড়েছে। রপ্তানি হচ্ছে আনার ড্রিংক্স/ পামির কোলা। অর্থনীতি ঘুরে দাড়াচ্ছে বিদেশী সাহায্য ছাড়াই। জ্বলার তো কথাই। তাই আবার হয়ত লাগাম টেনে ধরতে কৃত্রিম ভূমিকম্প ঘটিয়ে কিছুটা পিছিয়ে দেয়া হল ... আমার শুধুই ধারনা আর আক্ষেপ, প্রমান নেই। ।
নোট হিসেবে লিখে রাখলাম। ভবিষ্যতে হয়ত প্রমানিত হবে।
আফগানিস্তানে যত ভয়াবহ ভূমিকম্প
List of earthquakes in Afghanistan
The U.S. War in Afghanistan
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৭
সৈয়দ কুতুব বলেছেন: আমাদের বিএনপি নেতা আমির খসরু বলেছেন আফগান থেকে আমার মেডিকেল সেবার মান খারাপ। আপনার ভাবধারাও দেখি উনার মতো ।
।