![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আফগানিস্তান নিয়ে বহু দেশের কুনজর ছিল বহু আগে থেকে। সোভিয়েত-আফগান যুদ্ধ হয়। তারপর ১৯৮৮ সালে আল কায়েদা প্রতিষ্ঠিত হয়। যারা এদের তৈরী করেছিল, কাজ ফুরানোর পর এদেরকে নির্মূল করতে নতুন যুদ্ধ শুরু হয়। অনেক নাটকীয়তা শেষে আমেরিকা ১৯৯৯ সালে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করে।
পালে হাওয়া পাচ্ছিল না। আফগানিস্তানে ঢোকা সহজ ছিল না। সন্ত্রাসী আক্রমন দেখাতে ২০০১ সালে নাইন ইলেভেন ঘটানো হল, মানে ১১ সেপ্টেম্বর২০০১ এ টুইন টাওয়ার ধ্বংস। অক্টোবর ২০০১ সালে প্রথম ফেজের ইউএস আর্মি যায় আফগানিস্তানে লাদেন কে ধরতে। এর ভিতরে আমেরিকা টুকটাক যুদ্ধ শুরু করে দেয়, সারা দুনিয়াকে বোঝাতে সম্মত হয় যুদ্ধের প্রয়োজনীয়তা কেন। ২০০২ সালের শেষের দিকে আরও বহু মিলিটারী ঢোকানো হয়। তখন থেকে ভয়াবহ যুদ্ধ এবং নির্যাতন শুরু। শেষ হল মোটামুটি ২০২১ সালে গিয়ে। বস্তুত: লেজ গুটিয়ে পালাল আমেরিকান রা।
উপরের সালের সংখ্যাগুলো একটু মাথায় রাখুন। এবার আসুন একটা সারসংক্ষেপ দেখি বার্তাসংস্থা রয়টার্স এবং যুগান্তর পত্রিকার সম্বন্বয়ে ভূমিকম্পের একটা প্রতিবেদন থেকে যেটা আফগানিস্তানের সাথে সংশ্লিষ্ট।
২০২৫ আগস্ট মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =৬২২, আহত =১৫০০
২০২৩ অক্টোবর মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৩, নিহত =২০০০, আহত =৩৫০০
২০২৩ মার্চ মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৫, নিহত =২১, আহত =৫০০
২০২২ জুন মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =১১৬৩, আহত =৩০০০
২০১৫: আফগানিস্তানের উত্তর-পূর্বে আঘাত হানা একটি ভূমিকম্পে কাবুল এবং উত্তর পাকিস্তানে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। (দৃশ্যত্ব প্রাকৃতিক )
...
২০০২ মার্চ মাসে ভূমিকম্পের মাত্রা =৬.১, নিহত =২০০০, আহত =৩০০০
১৯৯৯ ফেব্রুয়ারী মাসে ভূমিকম্পের মাত্রা =৬.০, নিহত =৭০, আহত =৫০০
১৯৯৮ মে মাসে ভূমিকম্পের মাত্রা =৬.৫, নিহত =৪৫০০, আহত =১০০০১
১৯৯৮ ফেব্রুয়ারী মাসে ভূমিকম্পের মাত্রা =৫.৯, নিহত =২৩২৩, আহত =৮০০০
উপরের তালিকা অনূযায়ী যতদিন আমেরিকান আর্মি বা গোয়েন্দবাহিনীর মানুষজন বেশি ছিল ততদিন আফগানিস্তানে বড় ভূমিকম্পের রেকর্ড চোখে পড়ার মত নয়। মানে ২০০২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কালে। এতে কি এটা সন্দেহ হয় না যে, হার্প বা অন্য কোন আধুনিক অস্ত্র দিয়ে আফগানিস্তানে কৃত্রিম ভূমিকম্প ঘটানো হয়েছে বা হচ্ছে। নিকোলা টেসলা কিন্তু একটা ভূমিকম্প তৈরীর যন্ত্রের কথা বলে গিয়েছিল। তার বহু নথিপত্র গায়েব করে দিয়েছিল সে সময়।
হয়ত বিদেশী শক্তির রোষানল এখনও শেষ হয়নি। আফগান মুদ্রা ডলারের বিপরীতে ২১ ভাগ বেশি শক্তিশালী হয়েছে। কাবুলে নদী বানিয়ে পানি আনার উদ্দ্যোগ নেয়া হয়েছে নিজ অর্থায়নে। আফিম উৎপাদন ১০% এ নামিয়ে এনেছে, জাফরান উৎপাদন ৮০% বেড়েছে। রপ্তানি হচ্ছে আনার ড্রিংক্স/ পামির কোলা। অর্থনীতি ঘুরে দাড়াচ্ছে বিদেশী সাহায্য ছাড়াই। জ্বলার তো কথাই। তাই আবার হয়ত লাগাম টেনে ধরতে কৃত্রিম ভূমিকম্প ঘটিয়ে কিছুটা পিছিয়ে দেয়া হল ... আমার শুধুই ধারনা আর আক্ষেপ, প্রমান নেই। ।
নোট হিসেবে লিখে রাখলাম। ভবিষ্যতে হয়ত প্রমানিত হবে।
আফগানিস্তানে যত ভয়াবহ ভূমিকম্প
List of earthquakes in Afghanistan
The U.S. War in Afghanistan
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৫
অপলক বলেছেন: দারুন বলেছেন...
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১১
নতুন বলেছেন: জাপানে প্রতিবছর ৬ মাত্রার উপর গড়ে ১৮ টা ভুমিকম্প হয়।
ভুমিকম্পের মাধ্যমে এমন ধংষযঙ্গ করার সামর্থ থাকলে রাশিয়া, চায়না, ইরানের উপরে প্রতিদিনই আক্রমন করতো আমেরিকা।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৫
অপলক বলেছেন: জাপান হল এক্সেপশনাল কেস। ওদের টেকনোজলির কারনে ভূমিকম্পে তেমন কিছু হয় না। ওদের তুলনায় সোনার বাংলাদেশ ১০০ বছর পিছিয়ে আছে। ওরা ১৮ ঘন্টায় ১০কিমি ভেঙ্গে যাওয়া রোড তৈরী করে ফেলে। ৬ ঘন্টায় একটা ব্রীজ বা কালভার্ট। এদেশে কোন দিন সম্ভব? জাপানের বাচ্চাদের ঘাড়ের ব্যাগে ভূমিকম্পের সারভাইভাল টুল কিট থাকে। বাংলাদেশের ফায়ার সার্ভিসেরও ও রকম ব্যাগ নেই।
আমেরিকা জানে জাপান, রাশিয়া, চীন বা ইরানের কাছে পারমানবিক অস্ত্র আছে, তেল বা টেকনোলজি আছে। অযথা খুচায়া ঘা বানাবে না। ফার্মাসিটিক্যাল সাইডে / ড্রাগ ইন্ডাট্রিতে জাপান বাকি দুনিয়ার সাথে টেক্কা দিতে পারে।
জাপানীরা দুনিয়ার সব দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারে, আমেরিকানরা ১৫৬ দেশে। ওয়েসটার্ন কানট্রি জানে কাকে কাকে ঘাটানো যায়, কাকে দমিয়ে রাখা যাবে আর কোথায় অস্ত্র ব্যবসা করা যাবে।
আশাকরি আপনার চিন্তার পরিবর্তন আসবে। ধন্যবাদ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৯
মুশফিকুর রহমান পাভেল বলেছেন: আজগুবি সব লেখা
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৮
অপলক বলেছেন: সময় বলে দেবে... কোন টা আজগুবি কথা...
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
নতুন বলেছেন: আশাকরি আপনার চিন্তার পরিবর্তন আসবে। ধন্যবাদ।
আমি গুজবে বিশ্বাস করিনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩০
অপলক বলেছেন: বাঙালী জন্মগত ভাবেই হুযুগে আর গুজবে বিশ্বাসী। জন্মরোগ শোধরানো যায় না....
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯
বিজন রয় বলেছেন: কি বলেন? কিভাবে সম্ভব?
১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩১
অপলক বলেছেন: হয়ত আরও ১ যুগ বেঁচে থাকলে বলতে পারব। অথবা আপনি পুরোটাই তখন জানতে পারবেন।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪
বিজন রয় বলেছেন: কৃত্রিম ভূমিকম্পের পর আর কোন পোস্ট নেই।
নতুন পোস্ট দিন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৫
অপলক বলেছেন: সময় করতে পাচ্ছি না ভাই।
ধন্যবাদ।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৬
আলামিন১০৪ বলেছেন: ভাই, সাইন্স ফিকশন হওয়ার সম্ভাবনাও দেখিনা। যদি আফগান মাটির গভীরে আমেরিকা পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন পারমানবিক বোমার বিস্ফোরনও ঘটায় তবুও সেই কম্পনে কারো ঘুমের ব্যাঘাত ঘটবে বলে মনে হয় না।
এ বিষয়ে এ আই কে জিজ্ঞাসা করে দেখতে পারেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
অপলক বলেছেন: এআই সেটাই বলে যেটা তার বিশাল ডাটা ব্যাঙ্কে থাকে। মানে তারও লিমিটেশন আছে। ধের্য্য ধরুন, আপনিই হয়ত ভবিষ্যতে এই টপিকস নিয়ে পোস্ট দিবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৭
সৈয়দ কুতুব বলেছেন: আমাদের বিএনপি নেতা আমির খসরু বলেছেন আফগান থেকে আমার মেডিকেল সেবার মান খারাপ। আপনার ভাবধারাও দেখি উনার মতো ।
।