নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

বিয়ে পাগল বাংলার হুজুররা কই?

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩



ইসরাইল এবার পবিত্র কোরআনের বেশ কয়টি কপি পুড়িয়ে দিয়েছে। আর মাত্র ১১০৯ টা মসজিদ মাটিতে গুড়িয়ে দিয়েছে। আপনাদের বিবেগ কই গেল হুজুর? নাকি নতুন নতুন বিয়ে/পরক্রিয়ায় ব্যস্ত?

দেশে কেউ ফেসবুকে কমেন্ট করলে রক্ত গরম হয়ে যায়, কোরআন বা মোহাম্মদ (সা.) কে অবমাননা করলে জ্বালাময়ী ভাসনে মাইকের আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়। রাস্তায় রাস্তায় দেখা যায় মিছিলের অসীম লম্বা টুপি বাহিনী। বাংলার মাটিতে নরমের ওপর গরম হয়ে লাভ আছে ধর্ম ব্যবসায়ী ভাইগন, বলেন?

সামনে অবশ্য শীতকাল। ওয়াজ মাহফিলের মৌসুম। সামনের রোজা পর্যন্ত দিনে ২-৩টা করে ওয়াজের সিডিউল। এর ভেতরে আবার প্রেম পিরিতি, ইউটিউবিং, আবার সামনে ভোট। ইসরাইলের দিকে মানে কোরআন-ইসলাম এসবের দিকে তাকাবার টাইম কোথায়। আহা... !ভাবতেই ভাল লাগে।


সুবিধাবাদী ধর্ম ব্যাবসায়ী হুজুর ভাইগন, ইনশাল্লাহ আপনাদের ভেতরে অনেককেই জাহান্নামের আগুনের লাকড়ী হিসেবে দেখব...


পশ্চিম তীরে মসজিদে আগুন, পবিত্র কুরআন পুড়িয়ে দিল ইসরাইল

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০

আমি নই বলেছেন: অন্যকে খোচা না দিয়ে প্রতিবাদটা না হয় আপনিই করতেন। বেশিরভাগ প্রাক্টিসিং মুসলিমরাতো জানেই আলেমদের বড় অংশ জাহান্নামি হবে।

১৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

অপলক বলেছেন: প্রতিবাদ করলাম না তো কি করলাম ?

২| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


হুজুর মানেই ধান্ধাবাজ আর নারী লোভী উন্মাদ।

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৩৬

অপলক বলেছেন: এরা তো ছোট ছোট এতিম বালকদেরও ছাড়ে না। সাধারন নেশাখোররা বাবা খেয়ে ঘোড়া হয়, হুজুররা কি খেয়ে যে ঘোড়া হয়, আল্লাহ মালুম।

৩| ১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে কথা বলে সাধ্য কার?

১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৫

অপলক বলেছেন: কথা তো সবাই বলতে পারে... বলুন মর্দাঙ্গি দেখাতে পারে কে?

Politics and War, both of them are fraud/cheating business but topmost profitable business. ইসরায়েল আর আমেরিকার কাছে রাজনীতি আর যুদ্ধ দুটোই ব্যবসা। মুসলিম দেশগুলো বর্তমানে তাদের শেয়ার হোলডার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.