| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আগেই বলেছিলাম, হাসিনার অসমাপ্ত কাজ সম্পূর্ন করতে তারেক রহমান দেশে ফিরেছেন। এটাও বলেছিলাম, BNPর ৩০% ভোটার লীগ থেকে যোগ দেয়া লীগের নেতাকর্মী। এবার প্রকাশে মীর্জা ফখরুল লীগের নেতাকর্মীদের রক্ষা করার ঘোষনা দিলেন। ভাবতেই ভাল লাগে... আহা... ইয়ামি...
প্রথম আলোর রেফারেন্স দিলাম লিঙ্কে: আওয়ামীগের নেতাকর্মীদের শাস্তি হতে দেব না: মীর্জা ফকরুল
খবরটা হবুহু এ রকম ছিল:
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে। তিনি ভারতে গেছেন ভালো করেছেন। এলাকার সমর্থক–কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা লীগের কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না। আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।’
আমার কথা হল, মদ বাংলা হোক আর বিদেশী, ভোদকা হোক আর হুইসকি... সবার গ্রুপ তো এলকোহল। যদি রাষ্ট্রীয় ভাবে এহকোহল নিষিদ্ধ হয়, তার আবার ব্রান্ডের কারবার কি? নিষিদ্ধ যখন নিষিদ্ধই, অপরাধী মানে অপরাধীই... আইন সবার জন্য সমান।
তারেক রহমান, হাসিনার আদলে সিলেট থেকে শাহজালাল মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করলেন। সিলেট থেকে প্রচারনা শুরু করলে নাকি, জয় নিশ্চিত। সিলেটী দোয়া আর কি...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী হলফনামা অনুযায়ী ২০২৫-২৬ করবর্ষে আয় মাত্র ৬ লাখ ৭৬ হাজার টাকা। বাস্তবে কাওরান বাজারের মূলা বিক্রেতার আয়ও তারেকের চেয়ে বেশি। অথচ থাকেন ১০ লক্ষ টাকার ভাড়া বাসায়, চলেন ১০ কোটি টাকার গাড়িতে।
তারেক রহমানের বিরুদ্ধে থাকা ৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে, বর্তমান তত্বাবধায়ক সরকার আমলে ৪২টিতে খালাস পান। এরকম একটা রাষ্ট্রীয় সন্ত্রাসী থুক্কু ভদ্রলোক নির্বাচনে জয়ী হলে অবশ্যই জয়জয়কার বাংলা থেকে ভারত বর্ষেও ছড়িয়ে পড়বে সেটাই স্বাভাবিক।
কিছু গা ঢাকা দেয়া দেশ প্রেমিক, যাদের দুই বা ততোধিক কোর্টে ইয়ে আছে, তারা বলছিল যে, ভাল লোক নির্বাচনে জয়ী হলে তাদের সমস্যা। কারন ভাল লোক তো মামলা মোকাদ্দমায় অদৃশ্য হাতের ছোয়া দেবে না, চাঁদাবাজি করতে দেবে না, গরীবের উপরে জুলুম করতে দেবে না, দেশের টাকা পাচার করতে দেবে না, সিস্টেম লস দেখিয়ে ১০০ টাকার উন্নয়নের কাজ ১ হাজার টাকায় নিয়ে যেতে দেবে না। তা্ই যেমনেই হোক, বদ লোক ওঠা দরকার। চোখ বন্ধ করে সবচেয়ে বিখাউজ নেতা কে ভোট দেব, এটাই নিয়াত।
কাজেই জয় বাংলা- জয় BNP (বুবুর নাঙ পার্টি)।
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৫
অপলক বলেছেন: হুম..
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা অন্যায় করেনি,
তাদের কোনো শাস্তি হতে দেব না।’
...........................................................................................
ভালো কথা, এইটুকু সাহসই বা কয়জনা দিতে পারে
ভোটের মাঠে এটাতো হবেই ।
আ,লীগের ৪০% ভোট সবাই চায়
এ যেন মালিক নাই হালুয়া রুটি ভাগ করে খাও ....!