নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

Youtuber যখন ব্লগিঙের ছলে বাংলাদেশের তথ্য মোদীকে দিয়েছিল ২০২১-২০২২ এ

২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৪



ভারতের সাথে বাংলাদেশের পদ্মা, তিস্তা, ব্রক্ষ্মপুত্র নদীগুলো পানি হিস্যা নিয়ে সমস্যা বহু পুরনো ঘটনা। এর পরেও নতুন ঝামেলা ছিলা হালদা নদীর পানি নিয়ে। যে নদীর একক উৎস বাংলাদেশ, হাসিনা বুবু সেটাও দিতে রাজি ছিল। বেচারা সময় পায়নি।

এদিকে ভারত বসে থাকেনি। সাটেলাইট ইমেজ তো ছিলই, তারপরেও সে প্রকাশ্যে বর্তমান সময়ের পারিপার্শিক অবস্থা, জনবসতির ঘনত্ব এবং স্থানীয় বানিজ্যের খোজ খবর নিতে পাঠিয়েছিল সনামধন্য ভিডিও ব্লগার Deepanshu Sangwan (দ্বীপাঙশু শাঙ্গান) কে। টানা ২ বছর সে দেশের সবকটি বড় নদীতে ব্লগিয়ের নামে চড়ে বেরিয়েছে এবং স্থানীয়দের সাথে কথা বলে বলে অনেক খোজ খবর নিয়েছে।

তার একটি ব্লগে নিজেই বলেছে, আমি অনেক তথ্য ও ভিডিও ইউটিউবে শেয়ার করতে পারছিনা রাষ্ট্রীয় নিষেধাঙ্গা ও ইউটিউবের নীতিমালার জন্য। কিন্তু আমার কাছে সব সংগ্রহ থাকছে।

দ্বীপাঙশু এটাও বলেছে, বাংলাদেশ বর্ডারের কাছে একটি যৌথ নদীর উপর ভারত ১৬কিমি লম্বা ব্রীজ বানাচ্ছে, বাংলাদেশকে চাপে রাখতে। অন্য একটি ব্লগে বলেছে, চিকেনস নেক নিয়ে ভারতের একটা ভয় আছে বাংলাদেশকে নিয়ে। যতদূর জানি বাংলাদেশের চিন্তাভাবনা ভাল না। অপর একটি ব্লগে বলেছে, আমি বাংলাদেশের যে গ্রামটাতে আছি, তারা ভাবছে আমি ভারতের 'র' এর এজেন্ট। কারন আমি অনেক প্রশ্ন জিজ্ঞেস করছি।

এর বাইরেও ভিডিও গুলোতে দেখা যায়, সে প্রচুর ড্রোন ফুটেজ ক্যাপচার করেছে। নদী ছাড়াও আশপাশের এলাকা সহ, নগরের স্থাপনা দেখা যায়, যা বাংলাদেশের জন্য একটি নিরাপত্তা ইস্যু। আমার স্পষ্ট মনে আছে ২০২৩ সালের আগেও যেখানে সেখানে ড্রোন আমরাই উড়াতে পারতাম না ব্লগিঙের জন্য। থানা বা জেলা প্রশাসকের অনুমতি লাগত। সেখানে সেই ইউটুবার ড্রোন উড়িয়েছে এবং রেকর্ডেট ভিডিও সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। অন্যান্য দেশের ড্রোন ভিডিওতে বলতে শোনা যায়, তার অনুমতি নিতে হয়েছে ড্রোন উড়াতে। কিন্তু বাংলাদেশ সংশ্লিষ্ট ভিডিওতে সে তা বলছে না। মানে অনুমতি নেয়নি।

বাংলাদেশ সরকার কি এসব জানতো? নাকি জেনে বুঝেই সুযোগ দিয়েছে এই Nomadic Indian ইউটিউবার কে? কিছু লিঙ্ক যুক্ত করলাম নোট রাখতে।

Biggest Security THREAT for INDIA - Chicken's Neck Corridor

BANGLADESHI thought I'M a RAW AGENT

SCARY BOAT RIDES IN BANGALDESH -Crossed 25 Km wide River

MISTAKENLY ENTRED INDIA from BANGLADESH

INDIAN crossing BRAHMAPUTRA in BANGLADESH

The SMELLIEST Village in India? Dry Fish Village of West Bangal

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময়ের কথা অসময়ে বল্লে কি তা কাজে লাগে ?
...........................................................................
তাছাড়া তার অনুপস্হিতি এই বক্তব্য কতটা গ্রহনযোগ্য ?
ঐ নামে সার্চ দিয়ে সামুতে কিছুই পাই নাই ।

২৬ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৭

অপলক বলেছেন: ২০২২ এর ঘটনা '২২ এ বললে এত দিনে হয়ত এখানে পোস্ট নাও দিতে পারতাম। কারন তখন বুবু ক্ষমতায় ছিল।

ইউটিউবে কেউ যখন ভিডিও ছাড়ে তখন আর অনুমতি নেবার দরকার থাকে না। কেননা সেটা তখন গ্লোবাল। ক্রিয়েটর জেনে বুঝেই স্বজ্ঞানে রিলিজ করে।

আমি কি কোথাও বলেছি যে, উনি একজন সামু ব্লগার? লেখাটা মন দিয়ে পড়েন না, লিঙ্ক গুলোও দেখেন না। আজব !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.