![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৬২ সাল। টানা ২য় বারের মত ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লীগ) জিতলো বেনফিকা। সেসময় বেনফিকার দায়িত্বে ছিলেন হাঙ্গেরির খ্যাতিমান কোচ বেলা গুটম্যান। টানা ২য় বার এমন সাফল্যে ক্লাব ম্যানেজমেন্ট থেকে বোনাসের প্রতিশ্রুতি দেয়া হলেও বেনফিকা কর্তৃপক্ষ তা রক্ষা করেনি। চটে গেলেন গুটম্যান! ছাড়লেন ক্লাব এবং ঘোষণা করলেন “আগামী একশো বছরেও আর বেনফিকা ইউরোপিয়ান কাপ জিততে পারবেনা!” এই উক্তির মাধ্যমে গুটম্যান নিজেই ইতিহাস হয়ে গেলেন! এরপর কেটে গেলো ৫৩টি বছর! বেনফিকা এরপর আর কখনো ইউরোপিয়ান কাপ তথা চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারেনি ।
সংগৃহীত
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ রাত ১২:২৪
নাবিক সিনবাদ বলেছেন: এ ব্যাটার কাছেতো দেখি নস্টাড্রামাসও ফেইল!