নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে জীবনে অর্বাচীন আমি । ব্লগে এটাই আমার পরিচয় ।

অর্বাচীন শহর

অর্বাচীন শহর › বিস্তারিত পোস্টঃ

৭১ টিভির সাংবাদিক ফারজানা রূপা আমাদের উপর দয়া করেন

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৫:১৩

হাছান ইমাম নামের একজন বাথরুমে আটকে আছেন তার ভাই কে ফোন দিয়ে জানিয়েছেন
-ফারজানা রূপা,সাংবাদিক,৭১ টিভি

ফারজানা রূপা আপনি আমাদের উপর দয়া করেন । থুতু ফেলতে বাধ্য করলেন ।
বাংলাদেশের সাংবাদিকদের এখন দুর্দিন । গোটা দেশেরই এখন দুর্দিন । সাংবাদিকদের দুর্দিন কিন্তু এখন অন্য কথা ! তাদের মোরালিটি এবং এথিকস এর দুর্দিন । ফারজানা রূপা , ৭১ টিভি আপনাদের মে বি কোন দুর্দিন নাই । কারণ আপনাদের কোন এথিকস নাই ।
প্লিজ , চুপ থাকেন । আমাদের বাঁচান ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৪৩

মানবী বলেছেন: ‌আমাদের জাতির নেতা নেত্রীদের বোধ বুদ্ধি তৃতীয় শ্রেনীর বললেও বেশি বলা হয় সেখানে একজন ফারজানা রূপাযে খুব স্মার্ট বা বুদ্ধিমতি হবেন এমন আশা না করাই ভালো।

সমস্যা হলো এদের নির্বুদ্ধিতা কিছু মানুষের জীবন ঝুঁকির কারন হয়ে যায়। এই সাংবাদিক যে চ্যানেলের হোক তাদের উচিৎ অবিলম্বে বরখাস্ত করা।

পোস্টের জন্য ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০০

অর্বাচীন শহর বলেছেন: প্রধানমন্ত্রী বলেছেন , যথাযথ ব্যাবস্থা নিবেন । এখন দেখা যাক কতটুকু মুখের বুলি এবং কতটুকু এফেকটিভ ।
আপনার মন্তব্যের জন্য , ধন্যবাদ ।

২| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৯:১৪

সম্রাট৯০ বলেছেন: ৭১ সংখ্যাটার উপরে কিছু মানুষের খুব তিক্ত বিরক্ততা আছে, এই সংখ্যাটা যেসবের উপর লেখা হয় সেসবই অবাঞ্চিত হয়ে যায়।এমন আচরণ মেধার পরিচয় দেয়না গোড়ামি ছাড়া।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭

অর্বাচীন শহর বলেছেন: ৭১ আমাদের গৌরবের সংখ্যা । কিন্তু এই গৌরবের জায়গাটিকে তারা ক্ষত-বিক্ষত করছে ।

৩| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৭:১০

সুবল চন্দ্র বর্মন বলেছেন: চুব থাকবো কেন??? ওরা তো বাতাসের আগে, আলোর বেগে। ওরাই পারে, কোটিপতিকে ভিকারী, আর ভিকারীকে কোটিপতি বানাতে। সত্যকে মিথ্যা, আর মিথ্যাকে সত্য বানাতে। একে মনেহয়, পাওয়ার অব মিডিয়া বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.