![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা কলেজ বাংলাদেশের প্রথম কলেজ । ১৭৫তম বছর পার করছে এই ঐতিহ্যবাহী কলেজ ।
বাংলাদেশের প্রথম কলেজ , ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৪১ সালে ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার আগে ঢাকা কলেজই ছিল দেশের বিজ্ঞান শিক্ষা এবং আধুনিক শিক্ষার ধারক ও বাহক ।
বরাবরের মতোন এইবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজ বিজ্ঞান বিভাগ অসাধারণ ফলাফল করেছে ।
ঢাকা কলেজ HSC রেজাল্ট ২০১৬
বিজ্ঞান বিভাগ থেকে :
পরীক্ষায় অংশগ্রহনকারী : ৫৮৫ জন
পরীক্ষায় উত্তীর্ন : ৫৮৫ জন
জিপিএ ৫.০০ : ৫৭০ জন
এইবারের এইচএসসি ফলাফলে বিজ্ঞান বিভাগ হতে একশত পারসেন্ট পাশ সহ , প্রায় ৯৮ শতাংশ এ+ ।
প্রথমবার যখন জিপিএ সিস্টেম চালু হয় ২০০৩ সালে , সারাদেশে মাত্র ২০ জন এ+ পায় এবং ঢাকা কলেজ এ দুই জন এ+ পেয়ে তখনও কলেজটি প্রথম হয় , রাঙ্কিং সিস্টেম এ । এরপর কলেজটি আর প্রথম হতে পারে নি বাণিজ্য এবং মানবিক বিভাগের সাধারণ ফলাফল এর কারনে , যদিও বিজ্ঞান বিভাগের ফলাফল সব সময় দুর্ধর্ষ । যদিও আর আগে কলেজটি প্রথম হয় অগনতি বার কিন্তু সেই বারই ছিল শেষ ।
প্রথমে শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেওয়া হলেও , এখন বাণিজ্য এবং মানবিক বিভাগেও শিক্ষা দেওয়া হয় ।
সম্ভবত বাংলাদেশের একমাত্র কলেজ যেই কলেজ কিনা দেশের প্রত্যেক এইচএসসি ফলাফলে সেরা বিশ কলেজের মধ্যে প্রতিবার স্থান করে নিয়েছে । যদিও দুই বছর ধরের রাঙ্কিং আর করেনা সরকার ।
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬
অর্বাচীন শহর বলেছেন: যে পচিশ পারসেন্ট মাস্তানি করে তাদের ৯৮ শতাংশ অনার্সের অথবা মাস্টার্সের পোলাপাইন । আর আপনার কথা মত এইচএসসি লেভেলের মাস্তানরাই কিন্তু দেশের সেরা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কাপিয়ে দিচ্ছে । আর যারা বেসরকারিতে পড়ে তারাও কিন্তু নিজেদের স্বাক্ষর রাখছে ।
২| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
অনেকে মেয়েদের সাথে 'রিলেশনশীপের' জন্যও হয়তো জিপিএ-৫ পেয়েছে।
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৭
অর্বাচীন শহর বলেছেন: এইটা একটা ভালো কথা বলছেন । ভিকারুন্নিসা এবং হলি ক্রসের সাথে কিন্তু তাদের ভালোই খাতির ।
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৮
অর্বাচীন শহর বলেছেন:
৪| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
"আর আপনার কথা মত এইচএসসি লেভেলের মাস্তানরাই কিন্তু দেশের সেরা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কাপিয়ে দিচ্ছে । "
-সবকিছু কাঁপছে, ভালুকের জ্বরে ধরেছে
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৯
অর্বাচীন শহর বলেছেন: আপনার মনে হয় ভালোই চুলকানি আছে !
৫| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০
এ কে এম রেজাউল করিম বলেছেন:
এই জঞ্জাল চাঁদগাজী কবে সরবে সামু ব্লগ থেকে!
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
মনে হয় না এত পড়ালখা হয়, জিপিএ-৫ দিচ্ছে রাজনৈতিক কারণে; ঢাকা কলেজ ভালো কলেজ, সন্দেহ নেই; তবে পরিবেশ দেখেছি, ২৫% মাস্তানী করে, ৩০% প্রেমিক মজনু; মাত্র ১৫ জন জিপিএ-৫ পায়নি, অর্থ হলো মাস্তানেরা না পড়েও জিপি-৫ পেয়েছে।