![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধন্যবাদ
ডিজিটাল সরকার,
আপনারাই ডিজিটাল বাংলাদেশ গঠনের স্লোগান দেন
অথচ ধর্ম অবমাননার দোহাই দিয়ে ইউটিউব আর মুক্তিযুদ্ধের সপক্ষের ব্লগ " আমার ব্লগ"বন্ধ করে দেন।
ধন্যবাদ
প্রগতিশীল সরকার,
আপনারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অংগিকারের কথা বলে সভা সেমিনারে মুখে ফেনা তুলেন অথচ সাম্প্রদায়িক অপশক্তিদের শাড়ির
আচলে আশ্রয় দিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতির
বাংলাস্থান এর দিকে পা বাড়ান।
ধন্যবাদ
ধর্মানুভুতি রক্ষাকারী সরকার,
আপনারা ধর্মানুভুতিতে আঘাতদানকারীদের খুঁজে বের করে শাস্তি প্রদানের জন্য কমিটি করেন (কমিটিতে অন্য ধর্মের প্রতিনিধি নেই) অথচ চোখের সামনেই অন্য ধর্ম অবমাননাকারীরা ঘুরে বেড়ালেও
তাদের ধরেন না,আইনানুগ ব্যাবস্থাও নেন না।
ধন্যবাদ
আওয়ামী ইসলামী হেফাজতে সরকার,
আপনাদের কাছে অন্য ধর্মালম্বীদের উপাসনালয়ে হামলা ভাংচুর ,অগ্নিসংযোগ হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা।
ও আচ্ছা অন্য ধর্মালম্বীদের হেফাজতে হিন্দু,বোদ্ধ,খ্রিস্টান এসব সংগঠন নেই বলে তাদের
ধর্মানুভুতি কি আজ বাষ্পীভুত?
তাইতো বিধর্মীদের ধর্মানুভুতি থাকতে নেই।তাদের
ধর্মানুভুতি আজ নিভু নিভু প্রদীপ।এ প্রদীপ নিভে যাওয়াই ভাল,তাই না মহামান্য সরকার?
ধন্যবাদ
প্রাণপ্রিয় সরকার,
মনে রাখবেন,এ দেশের তরুণ প্রজন্ম (যারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে ) আর বিধর্মীরাই
আপনাদের কিন্তু ক্ষমতার মসনদে বসিয়েছে।
নির্বাচন কিন্তু সামনেই,ডরাইয়েন না,নৌকায়ই ভোট দিমু - এরশাদ মার্কা ঘোষনা আগাম দিয়া রাখলাম।
জয় হোক ধর্মানুভুতির,জয় হোক বাংলাস্থানের।
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৪
অসমাপ্ত স্বপ্ন বলেছেন: আপনি তো ইসলামিক রিপাব্লিক অব বাংলাদেশ
চান তাই তৌহিদি ভাইদের এই
তথ্যটা জানানোর দায়িত্বটা আপনারেই
দিলাম.…
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৬
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এনশাল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করবো না।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১
অেসন বলেছেন: ধর্মানুভূতি শব্দটি আপাতত ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫
অসমাপ্ত স্বপ্ন বলেছেন: সহমত , ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫২
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: দুঃখের কথা হইলো বাংলাস্থানের "স্তান/স্থান" শব্দটা সংস্কৃত শব্দ, আরবী/ফার্সি শব্দ না। তৌহিদী ভাইয়েরা এটা জানলে বাংলাস্থান বলতো না।