![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শাহবাগী-ই বলব। গজাম-টজাম (গণ জাগরণ মঞ্চ) বলার অবস্থা আর নাই। এই শাহবাগ কত নামেই তুমি অলংকৃত-কলংকৃত হলে। প্রজন্ম চত্বর (যদিও কেউ আর এখন এটা বলে না), প্রথম দিকে অনেক আবেগে তাহরীর স্কয়ারের ন্যায় শাহবাগ স্কয়ার বলত। সন্দেহ নেই, বলতে লজ্জা নেই শাহবাগ আন্দোলনের শুরুর দিকে আমি নিজেও গা ভাসিয়ে দিয়েছিলাম। অনেক আশাবাদীও হয়েছিলাম যে আমাদের তরুণরা প্রতিটা ক্ষেত্রেই এমন জাগরণ, এমন শক্তি দেখাবে। কিন্তু বাঙালীর কপালে বুঝি সুখ নেই। সময় যত গড়াল বির্তকিত হয়ে গজাম, ধীরে ধীরে তা সরকারে হাতের পুতুর হয়ে গেল।
কার সাধ্যি গজামের বিপক্ষে কথা বলে? বললেই তুই রাজাকার। কিন্তু চিত্রপটে আসলে হেফাজত, হাজার হাজার লোক জমায়েত করে তারা বলল- শাহবাগীরা তোমরা নাস্তিক। ঢালাও ভাবে ব্লগার রা তুমরা নাস্তিক।
আর আমাদের মিডিয়া? হেফাজতের আন্দোলনকে বলল "কথিত নাস্তিকদের" বিরুদ্ধে আন্দোলন। আমার প্রশ্ন সেই জায়গায় "কথিত নাস্তিক " শব্দ যুগল কতটুকু ঠিক? মিডিয়াগুলোএমন ভাবে বলছে যেন হেফাজত ব্লগারদের নাস্তিকতার মিথ্যা অপবাদ দিচ্ছে। আসলেই কি তাই? আমরা যারা ব্লগ পড়ি তারাতো অন্তত জানি যে নাস্তিক ব্লগে আছে। নাস্তিককে আমি এখানে সম্মান ও দেখাব না, অসম্মান ও করব না। কিন্তু ব্লগে যে নাস্তিক আছে, ধর্মহীন আছে এটাতো আমরা অন্তত ব্লগার রা জানি। অথচ প্রিন্ট মিডিয়া (সবার আগে প্রথম আলো), ইলেকট্রনিক মিডিয়া এটাকে বলছে কথিত নাস্তিক। কি নিলর্জ্জ মিথ্যাচারিতা।
দ্বিতীয়ত, ব্লগের ইসলাম-রাসুল সর্ম্পকে আজেবাজে কথা বলা হয়েছে এটাও সত্য- আমরা ব্লগার রা জানি। অনেকে তো এখনো আছেই ইসলামকে অসম্মান গালাগাল করে কথা লেখা লেখি করছে।
পোষ্ট শেষ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
কাজী দিদার বলেছেন: ভাই... নাস্তিক বল্গে বা ব্লগের বাইরে থাক সে নাস্তিক এটি শেষ কথা
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২
মুক্তমনা তানভীর বলেছেন: আপনি কি আওয়ামি নেতৃত্ব ফলো করেন? ঠিক আছে আপনি আওয়ামীলীগ।
আপনি কি বিএনপি নেতৃত্ব ফলো করেন? ঠিক আছে আপনি বিএনপি।
আপনি কি জামাত নেতৃত্ব ফলো করেন? ঠিক আছে আপনি জামাত-শিবির।
আপনি কি নাস্তিক নেতৃত্ব ফলো করেন??? তাইলে আপনেই সাচ্চা মুসলিম(বা কথিত নাস্তিক)
ছোট মুখে বড় কথা হয়ে গেল। মাইন্ড খাইয়েন না ভাই...
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
সাফায়াত কাদির বলেছেন: মাইন্ড খাওনের কিচ্চু নাইকা
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
জাতির চাচা বলেছেন: শাহবাগীরা নিজেদের ভাবে তারা আসমানের উপর উঠে গেছে।ইনু সাহেবতো বলেছেনই ব্লগে কোন নাস্তিক নাই। প্র আলো কথিত নাস্তিক কথাটা বেশি ইউস করে। আমরা সবাই মূর্খ।তেনারা চালাক।জয় বাংলা।পুতুল বাংলা।(সম অধিকারের যুগতো তাই জয় এর নাম নিলে পুতুলের নামও নিতে হবে।)
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯
সাফায়াত কাদির বলেছেন: হাহাহা, চরম পিনিকের কথা কইছে ভাইজান
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
আহসান২২ বলেছেন: Tension nien na sotter joy obosomvabi.
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সাফায়াত কাদির বলেছেন: সত্যের জয় হবে, এটা ভুয়া কথা। আপনে কই দেখলেন বর্তমান দুনিয়া সত্যের জয়?
ইরাকে মিথ্যা অজুহাতে ১০ লাখ মানুষ, হা ভাই মানব সন্তান, পশু না মেরে ফেলল। তবুও সত্যে সত্যে করে চিল্লায়ে লাভ নাই। ভুয়া এই পৃথিবী।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
দন্ডিত বলেছেন: আরিফ জেবতিক কবে ইসলাম বিরোধী লেখালেখি করছে?
উনি তো নাস্তিকই না, ইসলাম বিদ্বেষী দুরে থাক।
এককালে ব্লগের নাস্তিকদের সাথে তার বেশ ঝামেলাও ছিল।