![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি দেখি করে বয়স,
যাচ্ছে হয়ে পার।
বিয়ের দাবী করলে সবার,
মুখ হয়ে যায় ভার।
পাশের বাড়ির বন্ধু মতিন,
যখন ছেলের বাপ;
তখন আমার এক ভরসা-
শুধুই ফোনালাপ।
বয়স এবং ভুড়ি
বাড়ছে পাল্লা দিয়ে
খাচ্ছি কত বিয়ে
এই হতাশা নিয়ে।
হারাচ্ছি সব চুল
হচ্ছে ফাঁকা মাথা
যাচ্ছে গেড়ে টাক
ধুর. . ওদের কথা থাক!
ধরব নিজের হাল
বিয়ে করব একাই
আজ অথবা কাল।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
ৈতয়ব খান বলেছেন: আন্নেরে হাঙ্গস মাছে হাগল কইচ্ছে। নইলে এই অভাবের দিনে কিল্লাই আন্নে বিবাহের কতা কন, আই তো বুঝি ন। চারদিকে চাই দেহেন, হরতাল অবরোধ ভাঙচুর। এইর মদ্যে বিবাহ করার খায়েস আন্নের কিল্লাই অইল ভাবি কুল হাই ন।