![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাংকের এর তত্বাবধানে আমার ব্যাক্তিগত স্বর্ণ- অলংকার গচ্ছিত রাখলে যদি ব্যাংক থেকে সেটা খোয়া যায় তাহলে এর দায় কার? আমি যতদুর জানি যদি ব্যাংকের ভোল্ট থেকে গচ্ছিত স্বর্ন ডাকাতি বা চুরি হয় তাহলে মালিক তা ফেরত পায়না।
এ ব্যাপারে যদি কারো সঠিক তথ্য জানা থাকে তাহলে জানাবেন প্লিজ।
২| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৯
সুজাহায়দার বলেছেন: আমি যতটুকু জানি, ভল্টে রাখার সময় মূল্যমান /পরিমান জানাতে হয় এবং সে অনুযায়ী ভল্টের ভাড়া নির্ধারন হয় ও ইন্সুরেন্স কভারেজ হয়। বিস্তারিত ব্যাংকে জেনে নিন।
৩| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:০০
টেকনিসিয়ান বলেছেন: @ঢাকাবাসী এর মতে "ভল্টে রাখেন তাহলে চুরি গেলে ফেরৎ পাবার বা ক্ষতিপুরন পাবার কোন চান্স নেই।"
তাহলে বছর বছর ফি দিয়ে নিজের আমানত তাদের কাছে গচ্ছিত রাখার মানে হয় না।
ব্র্যাক ব্যাংকের এক শাখায় ডাকাতি হয়েছিল তাদের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজসে পরে গ্রাহকদের মূল্যবাণ ধন-রত্ন ফেরত পেয়েছিল কিনা জানা যায়নি
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮
ঢাকাবাসী বলেছেন: গচ্ছিত রাখতে বলতে কি বোঝাচ্ছেন জানিনা, তবে যদি ভল্টে রাখেন তাহলে চুরি গেলে ফেরৎ পাবার বা ক্ষতিপুরন পাবার কোন চান্স নেই।