নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া, মুক্ত ও বাস্তববাদী একজন মানুষ...

অতঃপর বাউন্ডুলে

অতঃপর বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

""আমি যদি নীতিনির্ধারক হতাম""

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪

*আর ৩ টি সিটি কর্পোরেশনের মত আমাদের রাজশাহীতেও চলছে ব্যপক নির্বাচনী প্রচারণা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দেখে মনে হচ্ছে নগরবাসীর মাসব্যাপী ঈদ উৎসব চলছে। সাথে সাথে চলছে প্রচারণার তুমুল প্রতিযোগিতা। একপক্ষ ৫ মিনিট পরপর শহরে মাইক নিয়ে চক্কর দিলে আরেকপক্ষ কিভাবে ৪ মিনিট পরপর দেয়া যায় তার কৌশল বের করা নিয়ে ব্যস্ত। আর অসহায় জনগণ ব্যস্ত নিজেদের শ্রবণশক্তি রক্ষায়। ব্যাটারী চালিত অটোগুলোতে মাইক সেট করে নিজেদের পক্ষে ঢোল পিটাতে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্র্থীরা, যদিও মাইকে তাদের সম্পর্কে যে বিশেষণগুলো ব্যবহার করা হচ্ছে তার বিন্দুমাত্রও তাদের মধ্যে নেই। তারপরও তারা আমাদের সৎ ও যোগ্য অমুক ভাই, তমুক ভাই।

কাল সন্ধায় মণিচত্ত্বরে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি একের পর এক অটো তাদের নিজেদের সৎ ও যোগ্য ভাইয়ের পক্ষে সাফাই গাইতে গাইতে যেতেই আছে, সাথে সাথে তারা আকাশ-বাতাসকে করে তুলছে ভারী আর আপামর জনতাকে করছে অস্থির। আমি লক্ষ্য করলাম সাধারণ মানুষ শব্দের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কোনমতে প্রয়োজনীয় কাজটা সেরেই বাধ্য হয়েই বাসায় টান দিচ্ছে। এসময় অধিকাংশ মানুষ-ই নিজেদের দুই কান শীতকালের মত যত ভালো করে সম্ভব ঢেকে রাখছে। পরিবেশ-বাদীরা শব্দ নিরোধক অফিসে বসে এই ধরনের প্রচারণাকে শব্দদূষণ বলেই নিজেদের দায়িত্বের ইতি টানছেন, আর আমরা আঙ্গুল গুজে কোনমতে রক্ষা করছি নিজের দুই কানকে। কিন্তু বলার কিছুই নেই...... কারণ যারা এইগুলো করছে তারা যে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার মাথা, তারা যে আমাদের সৎ ও যোগ্য অমুক/তমুক ভাই।

.....আমি যদি নির্বাচনের নীতিনির্ধারক হতাম তাহলে তাদেরকেই নির্বাচিত করতাম যারা নিজেদের ঢোল না পিটিয়ে মানুষকে এই অত্যাচার থেকে বাচিয়ে রাখত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.