নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া, মুক্ত ও বাস্তববাদী একজন মানুষ...

অতঃপর বাউন্ডুলে

অতঃপর বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

এশিয়া কাপ ও বিডিআর বিদ্রোহ দিবস এবং খালেদা জিয়ার রসিকতাঃ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

খবরঃ মঙ্গলবার বিকালে গুলশানের ওয়েস্টিন হোটেলে বলরুমে বিএনপি’র সংবাদ সম্মেলনের এক পর্যায়ে খালেদা বলেন “ফেব্রুয়ারি মাস চলছে। ২০০৯ সালের এই মাসের ২৫ তারিখে পিলখানায় ৫৭ জন চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তা নিহত হন। সেই শোকবহ দিনে ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটে উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ নাচ-গানের অনুষ্ঠানের আয়োজনের কথা আমরা শুনেছি। বেদনা বিধূর এই দিনটিতে কোনো অনাড়ম্বর অনুষ্ঠান না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”



তার বক্তব্যের পর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, আগের এশিয়া কাপগুলোতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। আয়োজক হিসেবে এই এশিয়া কাপেও উদ্বোধনী অনুষ্ঠানের কোনো পরিকল্পনা বিসিবির কখনই ছিল না।



আমার কথাঃ যদিও তিনি না জেনে আহবান জানিয়েছেন তবুও তার এই আহবানের প্রতি পূর্ণ সমর্থন জানায়।

কিন্তু যিনি এই শোকাবহ দিনটির মর্ম বুঝেন বলে দাবী করেছেন, সেই তিনিই আবার কি করে মহান স্বাধীনতার স্থপতির হত্যার দিনে জাকজমকপূর্ণভাবে নিজের জন্মদিন পালন করতে পারেন!!!

এটা কি জাতির সহানুভূতি ও আবেগকে পুজি করে শহীদদের আত্মার সাথে রসিকতা করা নয়!!!?

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

পথহারা নাবিক বলেছেন: বিয়া হওয়ার আগেই কয় সহবাস করবা না!! এইটা কেমন কথা!! =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

অতঃপর বাউন্ডুলে বলেছেন: এটা হয়ত ঐ প্রজাতির পুরোনো অভ্যাস

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

পেইচিং বলেছেন: আপনেরে কইস্যা মাইনাস। আপনি জাতির বেগম সাহেবার ইমোশন লইয়া টিটকারি করতাছেন।

তিনার সাথে সবকিছুর 'হট'লাইন আছে। তিনি সেই হটলাইনে খবর পা্ইছেন এশিয়া কাপে নাচা গানা হবে। যদিও বিসিবির' বেরসিক কর্মকর্তারা উনার একপ্রকার বাড়া ভাতে ঘি'এর বদলে ছাই ঢালিয়া দিয়াছেন....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

অতঃপর বাউন্ডুলে বলেছেন: ভাই, টিটকারি মারা হইলে আমি দুঃখ প্রকাশ করছি

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

হোদল রাজা বলেছেন: আমি আসলেই বুঝিনা- উনি মানুষটা কি এতোই খারাপ নাকি বেশী সাদাসিদা?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

অতঃপর বাউন্ডুলে বলেছেন: আমার কাছে তো আপনার দুই অপশন এর প্রথমটিই মনে হয়, সাদা-সিধা হইলে তো ৭১ এ তার ভূল এর পর যার কারনে তিনি স্বামীর সংসারে যেতে পেরেছিলেন তার প্রতি নূন্যতম হলেও শ্রদ্ধাবোধ রাখতেন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

মিতক্ষরা বলেছেন: আপনি দেখছি ঘোর খালেদা বিরোধী! যাই হোক, নাচ গান না হলেই ভাল। খেলার মাঠে খেলা দেখতে চায় মানুষ। বিপিএল যেভাবে আইপিএলের অনুকরনে নর্তন কুর্দন দেখিয়েছে তা কারোর কাছেই ভাল লাগে নি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

অতঃপর বাউন্ডুলে বলেছেন: আমিও বিনোদনের নামে এই অশ্লীলতার ঘোর বিরোধী। আরে টি২০ মানেই তো বিনোদন, এখানে আবার নতুন করে চিয়ারলিডার দিয়ে অপসংস্কৃতির প্রচারনা চালানোর দরকার কি??

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০১

লোপা এসহক বলেছেন:
যিনি এই শোকাবহ দিনটির মর্ম বুঝেন বলে দাবী করেছেন, সেই তিনিই আবার কি করে মহান স্বাধীনতার স্থপতির হত্যার দিনে জাকজমকপূর্ণভাবে নিজের (ভুয়া) জন্মদিন পালন করতে পারেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

অতঃপর বাউন্ডুলে বলেছেন: (ভুয়া) এইটা আমি নাই বা বললাম; এটা বলার জন্য তো আপনারাই আছেন।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
ঘটনার আগের রাতে তিনি ক্যেন্টনমেন্টের বাসা থেকে বের হয়ে ২ দিন অন্যত্র গা ঢাকা দিয়েছিলেন কেন?

- কি ঘটেছিল সেদিন দরবার হলে?
পড়ুন তিন পর্বে।
Part 1
Click This Link
part2
Click This Link
Part 3
Click This Link

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

অতঃপর বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ, সেটা আমরা ও জানি।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

এম আর ইকবাল বলেছেন:
সব কিছু রাজনীতির লাভালাভের জন্য ।
সহানুভূতি, সহর্ম্মিতা এ সব লোক দেখানো ।
এটা সব রাজনীতিক দের ব্যাপার ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

অতঃপর বাউন্ডুলে বলেছেন: আমরা জানি এটাই রাজনীতিক দের চরিত্র, কিন্তু তারপরও আমরা নির্বিকার!!!

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

HHH বলেছেন: ছাম্মাক ছাল্লো গান করতে নিষেদ করেছেন বলে কি দাদার মন খারাপ? বাসায় মা-বোন থাকলে তাদের নিয়া নাচা-গানা করান আর সেটাই দেখেন।

এক কাজ করেন, সংবিধান সংশোধন করে দেন যে, আর কেউ কখনো ১৫ই অগাষ্টে জন্ম নিতে পারবে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

অতঃপর বাউন্ডুলে বলেছেন: আপনার বক্তব্যই বলে দিচ্ছে, আপনি কোন শ্রেণীর! যিনি মা-বোনদের নিয়ে এই রকম অশ্লীল-অরুচিকর চিন্তা করতে পারেন, তার সাথে বিতর্ক করা কোন রুচিশীল ও সভ্য মানুষের শোভা পায় না।

আর আমি ১৫ই আগষ্ট জন্ম নেয়ায় বিরোধিতা করে কোন মতামত দেয় নি, আমি শুধু তার দ্বিমুখী আচরন ও নোংরা মানসিকতার সমালোচনা করেছি।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

HHH বলেছেন: বেশি ভালগিরি দেখানোর কোন প্রয়োজন নাই।

সারাদেশে যখন মানুষ ধরে ধরে নিয়ে গুলি করে মারছে তখন তুমি আছ ১৫ই অগাষ্ট নিয়া।
একজনের মরার দিনে জন্ম নিলেও অপরাধ আর বাকি সবাই কুত্তা বিলাইয়ের মত মরে পরে থাকবে যেখানে সেখানে। কারো চেয়ে কারো জীবনের দাম কম নয়।

এরকম নোংড়া মানষিকতা নিয়ে তোমরা নিজের মা-বোনের ছাম্মাক ছাল্লো দেখতেও পারো। তাতে অবাক হওয়ার কিছু নাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

অতঃপর বাউন্ডুলে বলেছেন: ৭১ এর পুরো নয় মাস পাক সেনাদের যেমন দেখিয়েছিল আপনার নেত্রী!!!

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

বেঈমান আমি. বলেছেন: ম্যাডামের জন্মদিন কয়টা? ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭

অতঃপর বাউন্ডুলে বলেছেন: আমার জানা মতে চারটা... তবে তিনি সর্বশেষ সংস্করণটাই ব্যবহার করেন!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

HHH বলেছেন: ্ম্যাডামের জন্মদিন কি হাম্বারা ঠিক করে দিবে? হাম্বাদের জন্মদিন আছে তো?? নাকি জন্মের পরে ডাস্টবিনে পতিত হওয়ার জন্য জন্মদিন মনে নাই?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

অতঃপর বাউন্ডুলে বলেছেন: আমাদের জন্মদিন তো একটাই, তাই মনে থাকাটাই স্বাভাবিক।
যদি আপনার নেত্রীর মত ৪/৫ টা হত তাইলে না হয়.........

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

বেঈমান আমি. বলেছেন: একজন মানুষের জন্মদিন ৪ টা হয় কি করে?

আচ্ছা উনি নাকি ২ ক্লাসের লাইগা মেট্রিক ফেল? ;) :#>

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

HHH বলেছেন: @অতঃপর বাউন্ডুলে
আর তোমার নেত্রী কোথায় নাচ দেখাচ্ছিল? কলকাতায়?

@বেঈমান
উনি যাই হোন, উনি তোমার ১৪ গুষ্টিকে নিজের বাসার কাজের লোকের চাকরি দিয়া পালতে পারেন। ;) ;) ;) B-)) =p~ =p~

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

বেঈমান আমি. বলেছেন: এইট পাসের চামচা কয় কি রে?মাথায় গোবর না থাকলে কেউ এইট পাসের চামচামি করে নাকি?দুর হও আবুল।আমার নামে মেনশন করবিনা ।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

HHH বলেছেন: @বেঈমান আমি.
তোমার ১৪ গুষ্টি কে আমি নিজেও আমার বাসার চাকর হিসেবে পালতে পারি। কাজেই, তুমার মত কুত্তালীগ রাস্তার পাশের চা-বিড়ির দোকান থেকে চান্দাবাজি করে পেট চালাও সেটাই কর। :P :-P ব্লগে কি? ফুট

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

বেঈমান আমি. বলেছেন: হাহাহাহা মজা পেলুম।মুর্খ এইট পাস লোকজনের কাছে এরকম কথাই তো আশা করা যায়।এর চেয়ে ভালো কিছু জানলে তো বলবি?

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

সাজিদ কবির বলেছেন: এইটা আপনি কি বললেন ? এতো টাকা খরচ করে , এতো সেজে , ইয়া ঢাউস সান গ্লাস লাগিয়ে নিজেকে খুকি ভাবার চেস্টা করেন জিনি সেই ম্যাডাম গোলাপী ( মতবিরোধে চুপ থাকো বেয়াদপ কোথাকার !! ) যদি জন্মদিনে উল্লাস না করে তাহলে খারাপ দেখায়ন না ?? বলেন । আর যেখানে কথা ১৫ আগস্ট এর মতো দিনে ভুয়া জন্মদিন পালনের সেখানে খুনি জিয়ার মূর্খ বউ এর কাছ হতে আপনি কিভাবে এর চেয়ে ভালো কিছু আশা করেন ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

অতঃপর বাউন্ডুলে বলেছেন: উনার নিকট থেকে তো আমি ভাল কিছু আশা করিনি,
আমি শুধু দ্বিমুখী আচরন নিয়ে আপনাদের নিকট তুলে ধরেছি মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.