![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনে ''লাল গোলাপের'' চাহিদা সুনীল গঙ্গোপাধ্যায়ের ''নীলপদ্ম'' এর চাইতেও নাকি বেশী!!!
যেখান থেকেই হোক, যেভাবেই হোক, আর যত টাকা দিয়েই হোক না কেন আজকের দিনে প্রেয়সীর গোলাপ চাই-ই চাই! বছরে নাকি এই একটি দিনেই ভালবাসার পরিমাপ করা যায়! আর এই ভালবাসা পরিমাপের একমাত্র একক ও নাকি ''লাল-গোলাপ"! এক্ষেত্রে বিকল্প হিসেবে সাদা কিংবা হলুদ গোলাপকে ব্যবহার করা যাবেনা। কারণ; সাদা হলো শুদ্ধতার প্রতীক, আর হলুদ হলো বন্ধুত্বের প্রতীক।
যেহেতু এখনকার ভালবাসা শুধুমাত্রই ''লিটনের ফ্লাট'' কেন্দ্রীক। সেহেতু এর মধ্যে এই দুটোর কোন ছোঁয়ায় নেই! এই ভালবাসা শুরু হয় পার্কের গাছতলায়, আর শেষ হয় লিটনের ফ্লাটে। তাই এই ভালবাসায় সাদা আর হলুদ গোলাপের কোন স্থানও নেই। এই ভালবাসার একমাত্র প্রতীক লাল-গোলাপ।
আমরা বেরসিকরা (তাদের দৃষ্টিতে) এই লাল গোলাপকে আমরা ''লিটনের ফ্লাট'' এর প্রতীক ও বলতে পারি!!!
প্রেমিক তার প্রেমিকাকে যত দ্রুত লাল-গোলাপ এনে দিতে পারবে, তত দ্রুত-ই নাকি তার জন্য ''লিটনের ফ্লাট'' এর লক খুলবে!!! আর ফ্লাটে সময় বরাদ্দটা নাকি গোলাপের সংখ্যার উপর নির্ভরশীল !!!
মনে বড় কৌতুহল জাগে; বরুণা'র মত কেউ যদি আজ প্রেমিকের কাছে ১০১ টা গোলাপ চেয়ে বসে,,,
আর যদি প্রেমিক তা এনেই দেয়, তাহলে তার জন্য কত সময় বরাদ্দ করবে তার প্রেয়সী!!!
এই যদি হয় আজকের দিনে গোলাপের ব্যবহার, তাহলে একজন বেরসিক হিসেবে আমি আজন্মই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করব; আর কোন বসন্তেই যেন না ফুটে এই লাল-গোলাপ......
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২
অতঃপর বাউন্ডুলে বলেছেন: ভাল বলেছেন.....
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
sisirbindu বলেছেন: সত্যি , আজ যেন লাল গোলাপ নিজে বলতে চাইছে, আমি লিটনের ফ্লাটের প্রতিক হতে জন্মাইনি