![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ পর ২১ শে ফেব্রুয়ারীর সূর্য অস্ত যাবে… সাথে সাথে অস্ত যেতে থাকবে ১৬ কোটি বাঙালির মধ্যে জাগ্রত হওয়া ১ দিন মেয়াদী ভাষা’র চেতনা… যে চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গতকাল রাত থেকে আজ বিকাল পর্যন্ত ভাষা’র জন্য দরদ উতলিয়ে পড়ছিল প্রতিটি বাঙালির হৃদয় থেকে!
সেই ১ দিন মেয়াদী চেতনার অংশ হিসেবে আমরা আবার আজ সন্ধ্যা থেকেই বিসর্জন দিতে শুরু করব আমাদের বাঙালিত্বকে, বিসর্জন দিব আমাদের ভাষাকে, বিসর্জন দিব ৫২ এর চেতনাকে, বিসর্জন দিব ভাষা-শহীদদের আত্মত্যাগকে……
২১শে ফেব্রুয়ারী উপলক্ষে বাঙালির মুখোশ পড়া আমরা ২৪ ঘন্টার ব্যবধানে আবার ফিরে যাব আমাদের চিরাচরিত রুপে; সালাম/বরকত/রফিকদের আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে বাকি ৩৬৪ দিনের জন্য আবার আমরা বুকে ধারণ করে নিব খন্দকার মোশতাকদের আদর্শকে…
সত্যিই আমরা বাঙালিরা যুগে যুগেই বেইমান… আমাদের চেয়ে তো জামাত-শিবির অনেক ভাল… কারন তারা তো আর এক দিনের জন্য নিজের চেহারা বদলায় না! তারা বাকি ৩৬৪ দিন যেমন থাকে মনে-প্রানে পাকিস্তানি, ঠিক তেমনি ২১শে ফেব্রুয়ারীতেও থাকে মনে-প্রাণে পাকিস্তানি;!!!
©somewhere in net ltd.