নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া, মুক্ত ও বাস্তববাদী একজন মানুষ...

অতঃপর বাউন্ডুলে

অতঃপর বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

থার্ডম্যান থেকেঃ প্রসঙ্গ; যুবরাজ

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

ঘটনাঃ (১)

স্কোর; ৬৪/২ (১০ ওভার ৩ বল), ব্যাটে নামলেন যুবরাজ...

স্কোর; ১১৯/৩ (১৮ ওভার ১ বল), আউট হলেন যুবরাজ,

৪৬ বল খেলে মিডল অর্ডার এই জূটির সংগ্রহ ৫৪ রান!



ঘটনাঃ (২)

স্কোর; ১১৯/৩ (১৮ ওভার ১ বল) ব্যাটে নামলেন ধোনী...

স্কোর; ১৩০/৪ (২০ ওভার) ম্যাচ শেষ।

১১ বল খেলে স্লগ ওভারের এই জুটির সংগ্রহ ১১ রান!



সাধারণ হিসাবঃ যুবরাজ আউট হওয়ার পর আরও ২ ওভার এবং ৭ উইকেট হাতে ছিল। কুড়ি-বিশ এর খেলায় ৭ উইকেট হাতে থাকলে শেষ দুই ওভারে ৩৫-৪০ রান কাম্য! ধোনী-কোহলী যদি তা করতে পারত, তাহলে ইন্ডিয়ার স্কোর হত ১৫৫-১৬০. যা ঐ ম্যাচের নিরাপদ স্কোর বলা যায়।



ক্রিকেট বোদ্ধাদের বিশ্লেষণঃ মিডল অর্ডারে নেমে ওভার প্রতি ৭ করে রান তুলেও ২১ বল খেলে ১১ রান করাই চলছে যুবরাজ এর মুন্ডপাত!

আর স্লগ ওভারে নেমে ৭ বল খেলে ৪ রান করা এবং ওভারপ্রতি ৬ করে রান তুলা ধোনীর ব্যাটিং-ই ছিল দায়িত্বশীলতার প্রতীক!?



......আচ্ছা, বিশ বছর থেকে খেলা দেখে আমরা কি খেলার কিছুই বুঝলাম না!!!? সব বুঝল ক্রিকেটবোদ্ধা নামক ঐ চাটুকাররা!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২

নুর মোহাম বলেছেন: সহমত

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪

অতঃপর বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ।
বাস্তবতাকে পুজি করে বিশ্লেষণ করলে আশা করি সবাই সহমত পোষণ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.