![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে চলে গেল জীবনের ২৭ তম বসন্ত; আর যাবার বেলায় সাথে নিয়ে গেল ছাত্রজীবনের শেষ বসন্তকে! আমার সমবয়সী কিংবা সমসাময়িক ছেলে-মেয়েদের মত আমিও উপলব্ধি করেছি এই ২৭ টি বসন্তের বিশেষত্বকে; তবে তাদের আর আমার উপলব্ধি হয়ত সবসময় এক ছিল না!
শিশুকাল থেকে শৈশব কিংবা কৈশর পর্যন্ত হয়ত আমাদের সকলের নিকট বসন্তের আমেজ ছিল একই; যা কখনো খাতা-কলম কিংবা ক্যালেন্ডারের গন্ডীতে যায়নি! এই সময়ের ১৪/১৫ টি বসন্ত শীত শেষের আমেজ, ফুল কুড়ানো, কোকিলের সাথে পাল্লা দিয়ে গান গাওয়া, ঘাস ফড়িং কিংবা প্রজাপতি ধরার আনন্দের মধ্যেই অতিবাহিত হয়েছে।
তারপরের বসন্তগুলোর চিত্র ভিন্ন। একি সাথে বেড়ে ওঠা আমার সমবয়সীদের পথ, আর আমার পথ বিপরীত দিকে চলে গেছে...! এরপর তারা যখন বসন্তের বিকৃত রং-এ নিজেদের জীবন রাঙাতে ব্যস্ত, তখন আমার মত সংখ্যালঘুরা প্রকৃতির হাত ধরে ক্রমশই নিজেকে বাউন্ডুলের পথে নিয়ে গেছে।
এক্ষেত্রে তারা যখন জীবন-সঙ্গী খুজে নিয়ে পর্যায়ক্রমে নদীর ধার, নদীর ধার থেকে পার্ক এর কোনা, পার্ক কোনা থেকে চূড়ান্ত লক্ষ্য লিটনের ফ্লাট পর্যন্ত পৌছে গেছে... তখন আমরা নিজেকে পরিপূর্ণ বাউন্ডুলে হিসেবে চিহ্নিত করেছি।
আজ এই মূহুর্তে আমি যখন বসন্তের বিদায় নিয়ে আমার অনুভূতি লিখছি, তখন তারা হয়ত প্রেয়সীকে নিয়ে গত দুই মাস থেকে চলমান নাটকের শেষ দৃশ্য মঞ্চায়নের পর তার মূল্যায়ন পর্যালোচনায় ব্যস্ত! যে নাটকের শুরু হয়েছিল বসন্তের প্রথম দিন; আর শেষ হল হয়ত কিছুক্ষণ আগে বিদায় নেয়া বসন্তের শেষ দিন! এই ছকের শেষাংশে হয়ত তারা আজ লিটনের ফ্ল্যাট এর দৃশ্যটা মঞ্চায়ন করল...!!!
এরপর বছরের শুরুর দিন থেকে হয়ত তারা নিজেদেরকে সফল ভাববে... হয়ত তারা অপকর্মের বৈশিষ্ঠ সম্পন্ন এই বসন্তগুলোকে জীবনের প্রকৃত বসন্তের স্বীকৃতি দিয়ে নিজেদের জীবনের প্রথম সেই ১৪/১৫ টি বসন্তকে অকার্যকার বলে অভিহিত করে নর্দমায় ছুড়ে ফেলবে...!!!
কিন্তু আমাদের মত গুটিকয়েক ছন্নছাড়ার কাছে প্রকৃতির সাথে হাত মিলিয়ে পার করা জীবনের প্রথম ১৪/১৫ টি বসন্তই ছিল প্রকৃ্ত বসন্ত; যার স্মৃতি আজন্মই আমাদের জীবনকে রাঙিয়ে রাখবে!
''সবার জন্য রইল অশ্লীলতা-বিহীন নববর্ষের শুভেচ্ছা''
©somewhere in net ltd.