![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা ১: পহেলা বৈশাখ, সকল বাঙালীর আনন্দ উদযাপনের একমাত্র দিন। অন্যান্ন বছরের ন্যায় এই বছরও আনন্দ উদযাপনের মাধ্যমে শুরু হয়েছিল দিনটি। কিন্তু এই আনন্দ দির্ঘায়িত হতে দেয়নি দূর্ভাগ্য। দুপুর গড়িয়ে বিকেল আসলেই বাঙালির আনন্দ রুপ নেই বিষাদে! সেন্টমার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয় ৬ জন ছাত্র, যার মধ্যে গতকাল পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা গেলেও ২ জন এখনো নিখোঁজ।
ঘটনা ২: এটিএন বাংলায় গতকাল রাতে চলছিল ম্যাগাজিন অনুষ্ঠান 'কমেডি আওয়ার'। এখানে বিভিন্ন বিষয় নিয়ে কৌতুক করা হচ্ছিল, যার মধ্যে অত্যান্ত অবিবেচকের মত ছাত্রদের মর্মান্তিক এই মৃত্যুর বিষয়টি নিয়ে কৌতুক করা হয়েছে। কৌতুকটি এতই নগ্ন পর্যায়ে গিয়েছিল যে, নিখোঁজ লাশ হাঙরে খেয়েছে, নাকি কুমিরে খেয়েছে তা নিয়েও বিতর্ক করা হয়!
আচ্ছা, আমাদের মানসিকতা কতটুকু বিকৃত রুপ ধারণ করলে; যখন মৃতের পরিবার লাশ এর অপেক্ষায় শোকের মাতম করে, তখন সেই লাশ নিয়ে কার পেটে গিয়েছে তা নিয়ে কৌতুক করতে পারি!!!!?
১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩
অতঃপর বাউন্ডুলে বলেছেন: ভাই খুব খারাপ লেগেছিল আমার..... একবার ভেবে দেখুন মৃতদের পরিবার কিংবা আত্মীয়রা যদি এই অনুষ্ঠানটি দেখে থাকে তাহলে তাদের মনের অবস্থা কি হবে! কিন্তু আমরা আম-জনতা, এদেরকে কিছু বলার মত ক্ষমতা তো আমাদের নেই!!!
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৩
বাংলার নেতা বলেছেন: তারা সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছে!
১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৫
অতঃপর বাউন্ডুলে বলেছেন: তাদের কিছু বলার ভাষাও তো আমরা ভূলে গেছি!!
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬
আদম_ বলেছেন: মুন্নী টিভির গালে জুতা
১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭
অতঃপর বাউন্ডুলে বলেছেন: শুধু মুন্নি না.. আমার তো মনে হয় ঐ চ্যানেলে যে কয়টা আছে সবগুলোই এক জা্তের!!! যেন সব ইভা রহমান
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০০
পাইলট ভয়েচ বলেছেন: ভাই দেখার কেও নাই! মালিক ছাড়া আম বাগানের যা হয়