নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া, মুক্ত ও বাস্তববাদী একজন মানুষ...

অতঃপর বাউন্ডুলে

অতঃপর বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ নিয়োগ নিয়ে দু'টি কথাঃ

২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:২০

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ দলের নতুন বোলিং কোচ হিসেবে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক এর নাম ঘোষণা করেছে! আর এই ঘোষণার সাথে সাথেই এদেশের ক্রিকেট পাগলেরা নিজের অনুভুতি জানাতে ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঝাঁপিয়ে পড়েছে। একজন ক্রিকেট পাগল হিসেবে আমিও এর ব্যতিক্রম নয়!



আমার দৃষ্টিতে এটি একটি সঠিক সিদ্ধান্ত এবং আমি মনে করি আমাদের বোলাররা তার কাছ থেকে অনেক কিছু শিখবে।



আমি একটা ক্রিকেট পেজে প্রথম ঘণ্টার মতামতগুলো পড়ছিলাম। অবশ্যই সবাইকে সবার পছন্দ হবেনা, তাই মিশ্র প্রতিক্রিয়া থাকবেই। কিন্তু এখানে এই সিদ্ধান্তের বিপক্ষে যে প্রতিক্রিয়াগুলো পড়ছিল তা অত্যান্ত হতাশজনক ছিল! বিরোধিতাকারী সকলেই কারণ হিসেবে হিথ স্ট্রিককে জিম্বাবুয়ান বলে উল্লেখ করছিল! এক্ষেত্রে তারা সামর্থ্যের কথা বিবেচনা না করে ক্রিকেটে তার দেশের দূর্বলতাকে পুজি করে করাক্ষ করছিল। অনেকেই তো কেনিয়া থেকে কোচ আনার পরামর্শ দিচ্ছিল, আবার কেউ কেউ নিজেকেই তার থেকে ভাল কোচ বলে দাবী করেছেন!



আমি এই গর্দভদের জানিয়ে রাখি; বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত এর কোচ ডানকান ফ্লেচার, পাকিস্তানের নতুন কোচ গ্রান্ট ফ্লাওয়ার এবং ইংল্যান্ড এর কোচ এ্যান্ডি ফ্লাওয়ারও জিম্বাবুয়ান! আর এ্যান্ডি এবং গ্রান্ট ছিল স্ট্রিক এর সতীর্থ।



তাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে; এ্যান্ডি ফ্লাওয়ার এবং গ্রান্ট ফ্লাওয়ার যখন জিম্বাবুয়ের খেলোয়ার ছিল, তখন হিথ স্ট্রিক তাদের অধিনায়ক ছিল! শুধু তাই নয়, হিথ স্ট্রিক এর অধীনেই জিম্বাবুয়ে সকল দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট উপহার দিয়েছিল। তাছাড়া তার সমসাময়িক বিশ্বসেরা বোলার হিসেবে মাকগ্রা, ওয়াসিম, পোলকদের সাথে হিথ এর নামও উচ্চারিত হতো!



তাই আসুন আইপিএল এর নিলামের দাম দেখে খেলোয়ারদের মানের বিবেচনা না করে তাদের সামর্থ্যের দ্বারা তাদের বিবেচনা করি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ আপনাকে।আপনার সাথে সহমত সম্পূর্ণভাবে। আমরা আসলে অনেকেই না জেনেই মন্তব্য করি। হয়তো ফেসবুকে যারা মন্তব্য করেছেন তাদের অনেকেরই বয়স কম তাই তারা জিম্বাবুয়ের সোনালী সময়কার খেলোয়াড়দের মেধা বা ক্ষমতা সম্বন্ধে অনেকেই কিছুই জানে না। তারা এখনকার জিম্বাবুয়ের পারফরমেন্সের সাথে সব কথা গুলিয়ে ফেলছে।

হ্যা এটা মানি যে ভাল খেলোয়াড় হলেই যে ভাল কোচ হবে এমন কোন কথা নাই। যেমন হাতুরাসিংহকে বাংলাদেশের কোচ বানানোর সময় অনেকেই সমালোচনা করেছিল যে সে ভাল মানের খেলোয়াড় নয়।তাই যদি সেটাই বিবেচ্য বিষয় হয় তাহলে হিথ স্ট্রিক খুবই উঁচু মানের একজন ভাল খেলোয়ার এবং খুব ভাল পারফরমেন্স। এবং সত্যি কথা বলতে কি তার যোগ্যতার সাথে যদি তুলনা করেন তাহলে বাংলাদেশে এখনো তার মতন কিংবা তার ধারে কাছে কোন বোলার তৈরি হয়নি।

আশা করি আমাদের বোলাররা তার কাছ থেকে অনেক কিছু শিখবে।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:০৩

অতঃপর বাউন্ডুলে বলেছেন: সহমত পোষণ করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ, যারা বিরুপ মন্তব্য করেছে তাদের সিংহভাগ-ই হিথ স্ট্রিক এর খেলে দেখেনি। যেহেতু তারা তার খেলা দেখেনি সেহেতু তার যোগ্যতা নিয়ে কটাক্ষ করা তো কোনভাবেই উচিত নয়!
আশা করি হিথ এর ভবিষ্যত কর্ম-ই তাদের এই অজ্ঞতাকে দূর করে দিবে।

২| ২৭ শে মে, ২০১৪ রাত ২:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: হিথ স্ট্রিক খুব উঁচু মানের একজন খেলোয়াড়। যারা জিম্বাবুয়ের সেই সোনালী সময়ের খেলা দেখেনি কিংবা সেই সময়কার খেলার ইতিহাস সম্বন্ধে অজ্ঞ কেবলমাত্র তাদের পক্ষেই হিথ স্ট্রিক এর যোগ্যতা নিয়ে প্রশ্ন করা সাজে। হিথ স্ট্রিক তার সময়কার সেরা দশ জন বোলার এর একজন ছিলেন। তার কাছ থেকে আমাদের পেসারদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে সুইং বোলিং।

২৭ শে মে, ২০১৪ বিকাল ৫:০৮

অতঃপর বাউন্ডুলে বলেছেন: কমেন্ট এর মাধ্যমে সঠিক বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ!

এদের সকলের বয়স অনেক কম, তাই অধিকাংশই হিথ এর খেলা দেখেনি। কিন্তু নেতিবাচিক কিছু বলার আগে তো তার সম্পর্কে জেনে নেয়া উচিত।

আমিও তার কাছ থেকে ভাল কিছু পাওয়ার আশায় থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.