![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরও অর্ধশত বছর পর একটি কবিতা রচনা করা হবে। সেজন্য প্রয়োজন একজন নির্ভিক কবির। যিনি বজ্রদীপ্ত কন্ঠে সেই কবিতার মাধ্যমে সাড়ে সাত কোটি অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত বাঙালিকে শুনাবেন মুক্তির গান...
আরও অর্ধশত বছর পর একটি ছবি আঁকা হবে। সেজন্য দরকার একটি নিখুঁত হাতের। যে হাত সমসাময়িক মানবকূলের মধ্যে সর্বোচ্চ নির্ভূল হাত হিসেবে অত্যান্ত নিপুণভাবে পৃথিবীর মানচিত্রে এঁকে দিবে ছোট্ট একটি স্বাধীনতার ছবি।
আজ থেকে ঠিক ৯৭ বছর আগের এই দিনে সেই কবিতা রচনার জন্য, সেই ছবিটি আঁকার জন্য ভারতীয় উপমহাদেশের বুকে পাঠানো হয়েছিল একজন মহানায়ককে। যার হাতের পরশে জন্ম নিয়েছিল আমাদের এই প্রিয় জন্মভূমি।
স্বাধীনতার সেই মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, রাজনীতির কবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে তার প্রতি জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলিঃ
©somewhere in net ltd.