নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া, মুক্ত ও বাস্তববাদী একজন মানুষ...

অতঃপর বাউন্ডুলে

অতঃপর বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

হক সাহেব

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৮

কৃষক-প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ও যুক্তফ্রন্টের অন্যতম কারিগর আবুল কাশেম ফজলুল হক, যার উপাধি ছিল শেরে-বাংলা। তিনি একই সাথে গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানে (সম্মান) প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি আইনশাস্ত্রে ডিগ্রী লাভ করেন।

রাজনৈতিক জীবনের শুরুতে ১৯২২ সালের উপনির্বাচনে ও ১৯২৪ সালের নির্বাচনে খুলনা থেকে আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং ১৯২৪ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেন এবং পরনবর্তীতে তা থেকে ইস্তফা দেন। ১৯৩৫ সালে তিনি কলকাতার প্রথম মুসলমান মেয়র এবং ১৯৩৭ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন। ১৯৫৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ৩শ’ আসনের মধ্যে তাদের প্রতিপক্ষ মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে।

১৯৫৪ সালের ১৫ই মে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ লাভ করেন। ১৯৫৬ সালের ২৪ মার্চ পূর্ব পাকিস্তানের গভর্ণর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৫৮ সালের ১লা এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। এরপরই তিনি তার ৪৬ বছরের বৈচিত্রময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

সাধারণ মানুষের নিকট ‘হক সাহেব’ নামে পরিচিত বাংলার মহান এই নেতা ১৮৭৩ সালের আজকের দিনে ঝালকাঠিতে জন্মগ্রহন করেন।
১৪৪ তম জন্মবার্ষিকীতে তার প্রতি জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি:

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৭

সৈয়দ হাসানুজ্জামান (নয়ন) বলেছেন: শ্রদ্ধেয় ব্যাক্তিদের শ্রদ্ধা দেখানোর সংঙ্ঘাটা এখন মানুষ ভূলে গেছে । বিতর্কে পাশ করা ছাড়া শ্রদ্ধা দেয়া যাবে না । টাকা, পেশী শক্তি ও অবৈধ ক্ষমতাই এখন শ্রদ্ধার মুল মন্ত্র ।
বানান ভূল হলে দুঃক্ষিত ।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

অতঃপর বাউন্ডুলে বলেছেন: তাদের নামটাই তো আমরা ভুলে যাচ্ছি... অবদান ও শ্রদ্ধা তো আরো গভীর বিষয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.