নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিমানের দেয়াল

অভিমানের দেয়াল › বিস্তারিত পোস্টঃ

নামহীন ভালোবাসা

১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৪

একটি বাস্তোব গল্প

মেয়ে - আচ্ছা আপনি কি প্রেম করেন বা কাউকে ভালবাসেন?

ছেলে- আমি এই ব্যাপারে কথা বলতে চাই না।

মেয়ে- কেন বলতে চান না?

ছেলে - বলে কি হবে যাকে পছন্দ করি বা ভালবাসি তাকেই তো বলতে পারি না ভালবাসার কথাটি।

মেয়ে- কেন পারেন না?

ছেলে- ভয় হয় সে যদি কথা বলা বন্ধ করে দেয় বা হারিয়ে যায় তাই বলতে ভয় হয়।

মেয়ে- না বললে সে তো অন্য জনের হয়ে যেতে পারে?

ছেলে- দুর থেকে ভালবেসে যাব আর কল্পনার ঘড়ে তাকে নিয়ে সাজানো সব কিছু সেখানেই থামিয়ে দিব।

মেয়ে - তাহলে তো আপনি কষ্টো পাবেন?

ছেলে- কষ্টো তো পেতেই হবে কারন, তাকে যদি ভালবাসার কথাটি বলিও বেশি দিন সে আমার থাকবে না হয়ত।

মেয়ে - না থাকার কারন?

ছেলে - বলব না,

মেয়ে - সে কিছু আপনার ব্যাপরে জানে আপনি যে তাকে ভালবাসেন,বা পছন্দ করেন?

ছেলে - জানে কি না জানি না তবে এতটুক বলব সে যদি বুজতে পারে যে আমি তাকে পছন্দ করি বা ভালবাসি সে যেন বলে দেয়, যদি বলে আমি কোন কিছু ভাববো না সোজা রাজি হয়ে জাব। তবে আমি মনে জয় বলতে পারব না , সে একবার বলে ভয়টা কাটিয়ে দিলে পারব।

মেয়ে- আপনি বলেন, আর আপনি জানেন না মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না?

ছেলে - জানি তাদের বুক, ফাটে তো মুখ ফাটে না বাট আমি বলার সাহস হয় না, সে বললেই হবে , আমাকে একবার বলুক তারপর আমি বলব,

মেয়ে- সে কি বলবে আপনাকে?

ছেলে - ভালবাসার কথাটি তবে সে যেন সত্যি কারে আমাকে ভালবেসে কথাটি বলে কারন তাকে হারাতে দিতে চাই না, আর ঠকাতেও চাই না, সেও যেন ঠকায় না আমাকে।

মেয়ে-দোয়া করি মেয়েটি যেন আপনাকে ভালবাসেও আপনাকে সত্যি টা বলে আপনার বুকে লালিত সপ্ন গুলো বাস্তেব করতে থাকে।

ছেলে- ধন্যবাদ দোয়া করার জন্য অনুরোদ সে যেন বলে, সে যেন বলে সে যেন বলে সে যেন বলে।


দুইটি প্রশ্ন
+++++++
১/ মেয়েটি না বললে ছেলেটির করনিয় কি

২/ ছেলেটি মেয়েটিকে বললে না যদি হারিয়ে যায় সেই ভয়ে,তাই ছেলেটি যেহেতু রাজি মেয়েটি গল্প পড়ে কি বলে দেয়াটা কি দরকার, নাকি দরকার না?

উওর এর অপেক্ষায়
++++++++++++++

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.