![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আষাঢ় মাস শেষ, শ্রাবন শুরু, কেমন যেন আকাশের রং পাল্টিয়ে গেছে তোমার মত, তুমি যেমন করে করে খুব সহযে আমাকে ভুলে গেছো ঠিক তেমনি করে আষাঢ়ের আকাশটাও শ্রাবন কে পেয়ে আষাঢ় কে ভুলে গেছে, আকাশের দিকে তাকাও দেখবে শ্রাবনের আকাশ কেমন যেন গম্ভির ভাব ধরে আছে, যে কোন সময় ভিঝিয়ে দিবে শুকনো মানুষ গুলোকে, আর দুঃক্ষে ভড়া মানুষ গুলোকে দিবে কাদার মত সুজগ করে,।
আর পিছনে রেখে আশা আষাঢ় হা সে তো মহা শান্তিতে আছে নতুন করে আবার শুরু করবে, আপন করে নিবে আগামি দিনের সব কিছুকে, কেমন যেন শ্রাবনকে আষাঢ় একা করে দিয়ে চলে গেছে, তুমিও তো আমাকে একা করে দিয়ে চলে গেছো, তবে আষাঢ় তো আবার ফিরে আসবে কিন্তু তুমি তো আর আসবে না, চলে গেছো , একে বারেই চলে গেছো , খুব সহযে হয়নি জানি তারপরেও, কি ভাবে পারলে আমার স্মৃতি গুলো ভুলতে, জানি প্রশ্ন গুলো সুনে তেমার চোখ ভিঝে যাবে, চোখ বেয়ে অশ্রু বেড়িয়ে গড়িয়ে পড়বে, কিন্তু কি করব বল, আমার ও তো জানতে মন চায় কি করব আমি, তোমাকে ছাড়া যে আমি নিশ্ব, আমি যে তোমাকে ছারা একা। অনেক একা।
আচ্ছা শ্রাবনের মেঘ তো হুট করে বৃষ্টি নামিয়ে দেয়, তুমি কি পারবে না আমার দুখের ঘড়ের তালাটি খুলে, সুখের বার্তা পাঠাতে? জানি তোমার দ্বারা সম্বব না। তাই নিজেকে সব সময় শ্রাবনের মেঘের মত গম্ভির করে রাখি। আর যখন শ্রাবনের মেঘ অঝর ধরায় বৃষ্টি দেয়। আমিও সেই সময়টা কাজে লাগাই বসে থাকি না, সত্যি বলতে কি যানো শ্রাবনের মেঘের বৃষ্টির সাথে, আমিও আমার চোখের বৃষ্টি ঝড়াই। তুমি কষ্ট পেও না কারন আমি কাদঁলেও অনেক ভাল আছি কারন তুমি তো আমার কাছে আছো, তোমার অনেক স্মৃতি আছে আমার বুকে সে গুলো নিয়ে সুখে থাকব, আনন্দে কাটিয়ে দিব দিন।
আচ্ছা তুমি তো কফি খুব পছন্দ করতে, একদিন সময় করে কি, আসতে পারবে তোমার পছন্দেন সেই কফি হাউজটাতে। তোমার পছন্দের জায়গাটাতে গিয়ে , জীবনের কিছু সুখের কথা বলব,এক সময় তো সারাক্ষন থাকতে, যদি তোমার ইচ্ছে হয় চলে এসো,তোমার ভালবাসার মানুষটিকে দেখে যেও,সে যে আগের মতই আছে কারন তোমাকে কথা দিয়েছিলাম যে আমি সব সময় ভাল থাকব, তোমার পছন্দের বাহিরে কোন কাজ করব না, আমি আজ ও করি নি করবও না, কিন্তু তুমি পারো নি, তুমি বলে ছিলে আমাকে ছেরে যাবে না কিন্তু তুমি চলে গেছো, পারো নি তোমার কথা রাখতে।
জানি কথাটি তুমি আর রাখতেও পারবে না, কারন আজ তো তুমি আমার না, তুমি তো অনেক দুরে, যেখান থেকে ফিরে আসা সম্বব না, আমার ভালবাসাকে তুমি হার মানিয়ে চলে গেলে, তোমার মত।, জানো আমি না খুব কষ্টে দিন কাটাতাম তুমি যখন পাশে ছিলে তখন, তার পরেও মনে হয়েছে আমি চির সুখি, আর আজ আমার সব আছে, শুদু তুমি নামের সেই তুমিটাই নাই, তাই সুখের দরজার চাবিটাও খুজে পাইনা।
আচ্ছা ভুলে যেও না কিন্তু দেখা ও কফি খাওয়ার কথা, চলে এসো সময় পেলে শেষ বারের মত আমার কথাটি রাখো, একটি বার সুজোগ করে দাও তোমার লাবন্য মাখা চেহারটি দেখার, পিছনের সব কষ্ট গুলো ভুলার সুজোগ করে দাও, আমি যে অপেক্ষায়,,,,,,,,,,,
©somewhere in net ltd.