নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
... 'লাইফ ইজ অল এ্যাবাউট ইল্যুসন!'
মানে? ইল্যুসন এলো কোথা থেকে?
বুঝলে না! মায়া, মোহ, বিভ্রান্তি, দৃষ্টি বিভ্রম...
হুম। খানিকটা ঠিক, তাই বলে কি যাবৎ জীবন?
নাহ; যাপিত জীবন। এর বেশি আর কেউ কি জানে!
কিন্তু তবুও... স্নেহ - ভালোবাসা - দায়িত্ববোধ...
মায়া, বিভ্রম,... 'ইল্যুসন'; এই যে এত্ত সব ছাইপাঁশ যা বললে, তা কিসের তরে!
ওমা, এ আবার কেমনতর কথা? এগুলো ছাড়া জীবন নাকি?
ইগজ্যাক্টলি। তাইতো বলছি, 'লাইফ ইজ অল এ্যাবাউট...'
'ইল্যুসন' না 'পল্যুশন'...। শুনেছিতো, আর না।
এ্যাই, বেশ ভালো বলেছ তো ওয়েল সেইড।
সেকি, আমি আবার কি বললাম?
... ওই যে বললে, 'পল্যুশন'! ...আহ, হোয়াট আ থট; 'পল্যুশন'! লাইফ ইজ...
এ্যাই, এ্যাই,... চুপ; একদম চুপ। আর একটাও ফালতু কথা...
আচ্ছা সত্যি সত্যি ভেবে বলতো, এই যে জীবন...
খুবই সুন্দর। 'লাইফ ইজ বিউটিফুল'।
আহা, সে তো জানি। ...কিন্তু লাইফ'র চারিপাশে যে 'পল্যুশন'...
আবার? আবার শুরু?
নাহ, তা না; কিন্তু ভাব, আসলেই কি 'পল্যুশন ইজন্ট এ্যরাউন্ড আওয়ার লাইফ!'
ওহহো... 'ইল্যুসন' না হয় বুঝেছি; তাই বলে 'পল্যুশন'?
ইয়েস, ওফ কোর্স; 'পল্যুশন'। যেমনটি আমাদের পারিপার্শ্বিকতায়, ঠিক তেমনি জীবনেও।
কি বোঝাতে চাও, একটু খুলেই নাহয় বল।
গুড, ভেরি গুড। শোন...
তাই বলে ঘণ্টাব্যাপী লেকচার নয়, ঠিক আছে?
ওকে। ... 'পল্যুশন', অর্থাৎ দূষণ, কলুষীকরণ।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু জীবন...
ধীরে, বন্ধু, ধীরে। জীবন যতখানি 'ইল্যুশনে' আক্রান্ত, ততোধিকই আক্রান্ত 'পল্যুশনে'।
শোন; আমার মাথায় কিছু ঢুকছে না।
আচ্ছা, সহজ করে বলছি।
যা ইচ্ছে বল, শুনছি...।
হুম, যা বলছিলাম, ...অনিচ্ছাসত্ত্বেও আমরা যা করি, মেনে নিই; অন্যকে দেখাতে অপ্রয়োজনীয় বাহাদুরি করি...
এসব 'পল্যুশন'! ইউ মিন, 'পল্যুশন অফ লাইফ'?
ইগজ্যাক্টলী। ওয়াও। ...এ্যবসলিউটলী কারেক্ট
তাহলে কি বলবে এখন, 'লাইফ ইজ অল এ্যবাউট ইল্যুশন অর পল্যুশন'?
হুম আর একটু ভাবতে হবে,...
নো, নো; এনাফ টুডে। এবার চুপ।
কিন্তু...। আচ্ছা, এ্যজ ইউ সেইড; ...বাট -
শোন, একটা প্রশ্নের উত্তর দেবে?
শিওর, হোয়াই নট! আস্ক মি এ্যানিথিং...
এই যে এতক্ষণ আমার মাথা খেলে, এটা কি? 'ইল্যুশন' অর 'পল্যুশন'!
হো-য়া-ট...!!!
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ, সময় নিয়ে পাঠের জন্য।
অনুপ্রাণিত।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
স্পর্শিয়া বলেছেন: দারুন ইল্যুশন আর পল্যুশন।