নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় যেন শতেক - সহস্র নিশির নিদ্রা
জমেছে দুই চোখের কোনে।
ঘুম আবেশে শরীর কাঁপে, মুদে আসে আঁখির পাতা
কিন্তু শেষে ভয় পেয়ে ঘুম পালায় ছুটে, বিনিদ্রতে।
যায় যদিবা টুটে আবার ঘুমের...
এ \'জীবন শুধুই হেরে যাওয়ার খেলা!\'
জিতে হারা, আর হেরে গিয়ে জেতা; অনুভূতির নেশা!!
বিপক্ষতা ভুললেই এক সামান্যে - অসামান্য গাঁথা
হার-জিতের এই বাজিতে জীবন এফোঁড়-ওফোঁড় বেঁধা
আমি হারলেই, জিতে যাও তুমি; প্রতিক্ষোণে, প্রতিবারে
তুমি...
বিতাড়িত, ঐ তিলোত্তমা–যাদুর শহর থেকে
মন–বনিতা নির্বাসিত, পাঁচশতাধিক কিলোমিটারের দূরে।
এখানেও এই প্রতিদিন ভিড়ে একলা উদাস, বিজন বিহনে ধায়।
এখানেও সেই মেকি হাসাহাসি; মিথ্যে–মুখোশ বেসাতি, ঠিক –
শার্কের দল বানিয়ে যেমন \'ডলফিন মোড়\' ডেকে...
ছবি: অন্তর্জাল ঘেঁটে।
চোখ ভেঙে ঘুম আসে, তারপর মন চায় দেখি
মুঠোফোনে পাতা খুলি। তুলে রাখা সুখ-ছবি
একে একে দেখে চলি। আঙুলে আঙুলে তুলি;
কখন যে কাক ডাকে, সময় পর্দা ছাড়ে, সব...
এই বিষাদিত উপাখ্যানের চরিত্রগণ –
দুঃখ, কষ্ট, প্রতারিত,...সব –
সবকিছুই উবে যাবে, মিশে যাবে হাওয়ার ডানায় লীন হয়ে।
লক্ষ্যের আড়ালে বসে সেদিন কী দেখিব না আমি!
বাতাসের সেই স্বাদ শুষে নিয়ে, তোমাদের বাড়ন্ত...
ছবি: ইন্টারনেট ঘেঁটে সংগৃহিত।
ও ম্যাডাম স্যার, দেহেন –
লাইসেনের ছবি চশমা ছাড়া, মনে হয় নকল ইডা!
বডিত কতেক মাইর-মুইর খাওয়া, ফিটনেসেও ঘাপলা!
হেড লাইটের ডিমার নষ্ট, ইন্ডিকেটর আধা;
লুকিন গ্লাসডা জোড়া-তালির পর কুনো...
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
মন খারাপের এ মৌসুমে
তোমার কথা ভাবতে মানা
সন্ধ্যা রাতে আঁধার ঘরে
একলা সিলিং দেখতে মানা
ওঘরগুলোয় আলোর খেলা
রিনিঝিনি শব্দবানে উথাল-পাতাল
কান দেবে না।
মন...
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
এক রত্তি ভালোবাসা খুব দরকার, ভোলাদাসের।
সেদিন সে আক্ষেপের সুরে বলেছিল -
\'যুদি এক রত্তি বালোবাসা পাই, কসম কলাম,
তারে আমার মাথায় করি গুরবো গঞ্জ-শহর!\'
দুষ্টুমি করেই বলেছিলাম, তাহলে...
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
এ শহরে মানুষের মরে যাওয়া নিয়ত নিয়ম যেন
অনিয়ত খোয়াবের খাপ মেপে ফিরে আসা।
প্রতিদিনে প্রতিক্ষণে, কতশত স্বপ্নেরা উবে যায় নিঃশ্বাসে
পড়ে থাকে ইট-কাঠ-কঙ্কাল,...
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
শুধু তোমাকে দেখবো বলেই
চোখ মেলে থাকি নির্নিমেষ ঐ আলোর মতন।
যেখানে - সকাল দুপুর, সন্ধ্যা রাত্রি, মিলেমিশে সবে একাকার।
শুধু তোমাকে দেখবো বলেই
চোখের পাতা...
ছবি: অযাচিত কালিদাস।
ফাগুন এলেই বনের মতই আগুন লাগে
আমার মনে, রঙের বানে।
সকাল - দুপুর, সন্ধ্যা - রাতে -
মন ভেসে যায়, রঙের টানে।
ফাগুন এলেই মন উচাটন তাহার...
তবে তাই হোক,
থাক, ভালো থাক।
ভালোবাসা সব -
পক্ষপাতেই বেঁচে থাকুক।
আর আমি চেয়ে দেখি -
তারাদের ঝলমলে সমাবেশে
কি দারুন টুপটাপ ঝরে পড়ে
আর্তনাদের কারুকাজ!
কষ্ট লুকানো রাত্রি যখন
গুমরে উঠে চোখ করে লাল, পূব আকাশে...
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
নাহ, রাত চলে যায় আয়েশ করে
ঘুম আসে না মনের কোনে
চোখ বুজে যায় ঘুমের তোড়ে
মন যে মানে না!
নাহ, ঘুম যে আসে না!!
সেই কখন থেকে চেষ্টা...
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
উহু, কিচ্ছুটি বলা যাবে না
আমি যে ভাই এক ছাপোষা কেরানী
নুন আনি আর পান্তা খাই।
কি জানি বাপু হচ্ছে কি সব
সেসব কি আর কিচ্ছা...
ছবি: ইন্টারনেট।
ও মহাশয়, ঢাবি-তে এই হচ্ছেটা কি?
- \'কোটা কেন্দ্রিক পীড়ন\'।
... তাই বলে এই রাতের আঁধারে, ... মধ্যরাতে!?
সমস্ত রাতভরে...??
কিইবা এমন তফাৎ তবে \'২৫ শে মার্চ\' থেকে!
- আহা, আপনি তবে ভীষণ...
©somewhere in net ltd.