নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
শুধু তোমাকে দেখবো বলেই
চোখ মেলে থাকি নির্নিমেষ ঐ আলোর মতন।
যেখানে - সকাল দুপুর, সন্ধ্যা রাত্রি, মিলেমিশে সবে একাকার।
শুধু তোমাকে দেখবো বলেই
চোখের পাতা স্থির ওই সন্ধ্যাকাশের তারার মতন।
আর - ঘুম পাড়িনি মাসি-পিসিদের কন্যারা এসে মেনে যায় হার।
শুধু তোমাকে দেখবো বলেই
হিকমত শাহ্'র আসরে যাইনি শুনতে তাহার বিচ্ছেদ গান।
তবু - প্রতিবার, প্রতি দিন রাত, কেন অবহেলা শুধু বারবার!
শুধু তোমাকে দেখবো বলেই
আজন্ম পিয়াসী আমার এ মন, তপসী তেমন।
কামিনী রাতের মোহ মায়া মেখে ঘায়েল এ প্রেম মরেনা যে তার!
শুধু তোমাকে দেখবো বলেই - জেগে বসে আছি।
শুধু তোমাকে দেখবো বলেই - দিবস রজনী।
শুধু তোমাকে দেখবো বলেই - কাব্য লিখি।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০১
নাহিদ০৯ বলেছেন: কত সহজে এত কঠিন কথা বলে দিলেন। কবিতা টা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।