নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: অন্তর্জাল ঘেঁটে।
চোখ ভেঙে ঘুম আসে, তারপর মন চায় দেখি
মুঠোফোনে পাতা খুলি। তুলে রাখা সুখ-ছবি
একে একে দেখে চলি। আঙুলে আঙুলে তুলি;
কখন যে কাক ডাকে, সময় পর্দা ছাড়ে, সব ভুলি।
তারপর এক আকাশ শূণ্যতা, আঁধারের পানে চেয়ে থাকা
অজান্তে দু'চোখের কোন জ্বলে, শ্রান্তিতে তন্দ্রায় ডুবে যাওয়া
সম্বিতে মনে হয়ে ডাকছে সে, খুঁজে পেতে দু'একটা বার্তাতে
ইতিউতি দেখে শেষে মনে পড়ে; বন্দিনি সেও কোথা, রাঁধা হয়ে।
বিবাগী মন ছন্নছাড়া, জীবন যেন কাকের বাসা
মহাকালের খেয়াল মতে, জীবন বীণায় মারওয়া রাগ বাজে।
কালিদাসে ভাবছে বসে অন্ধকারে, মন-চাষীদের –
জীবন বুঝি অযাচিতেই, এমনি করে কাটে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭
অযাচিত কালিদাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
আপনার মতামত জেনে অনুপ্রাণিত
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতদিন ব্লগে উন্নত কবিতার বেশ অভাব ছিল। ইদানীং সেই অভাবটা অনেকাংশেই কেটে গেছে।
আপনার কবিতা ভালো লাগলো। কবিতার কম্পোজিশনে আমি মুগ্ধ।
বানানের দিকে একটু খেয়াল রাখবেন।
শুণ্যতা < শূন্যতা
বন্দিনী < বন্দিনি
ভেঙ্গে < ভেঙে
ইতি-উতি < ইতিউতি (মাঝখানে হাইফেন দরকার নেই)
মন - চাষী < মনচাষী বা মন-চাষী (ড্যাশ হবে না, হাইফেন হবে। আবার, হাইফেন না দিলেও হয়)।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫২
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ অনিঃশেষ।
এমন তাৎপর্যপূর্ণ মতামত সত্যিই আপ্লুত করে, অনুপ্রাণিত করে।
বানান বিষয়ে অপটুত্ব অটুট
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩
অযাচিত কালিদাস বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৭
শাহ আজিজ বলেছেন: চমৎকার কবিতা । আবৃত্তি করলাম একা বসেই । পেইন্টিং টা কার করা ? কবিতার সঙ্গে খুব মানিয়েছে । আরও লিখবেন , নিয়মিত ।