নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মহান সৌম্য কবি,
তোমার আলোকের ঐ ঝর্ণা হতে আমায় কিছু দিও।
মানবীয়সব আবেগ দিয়ে দানব আমায় কর।
যেন সমকালের বহ্নি গুহায় তোমার ছায়া রাখ।।
হে মহান সৌম্য সাধু,
তোমার অশেষ কৃপার ভাঁড়ার হতে...
১.
গুমোট হওয়া মেঘে’র মাঝে জলের কণা।
গুমোট হওয়া মনে’র মাঝে রক্ত জবা।।
২.
সুরের তালে, ছন্দ মিলে, হিন্দোলিতে-
সুরের ধারায় আনন্দের’ই ঝর্ণাতলে।
৩.
আবেশিত মায়ার জালে আবদ্ধিত।
অবশ হওয়া সময় হউক আন্দোলিত।।
সে আমায় ডাকত তখন আকুল সুরে-
‘কালিদাস’, ‘আমার মেঘদূতে’র কালিদাস’!
বুকের মাঝে উঠত বেজে বীণা’র তারে…।
যদিও ‘মেঘদূত’ তখনো বহুদূর-
তবুও সে অবিচল, হয়নি দ্বিধান্বিত।
তারপর, বহুদিন হয়েগেছে গত...।
সে এখন ডাকেনা আর, অমন সুরেলা স্বরে…,
‘মেঘে’র...
©somewhere in net ltd.