নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে আমায় ডাকত তখন আকুল সুরে-
‘কালিদাস’, ‘আমার মেঘদূতে’র কালিদাস’!
বুকের মাঝে উঠত বেজে বীণা’র তারে…।
যদিও ‘মেঘদূত’ তখনো বহুদূর-
তবুও সে অবিচল, হয়নি দ্বিধান্বিত।
তারপর, বহুদিন হয়েগেছে গত...।
সে এখন ডাকেনা আর, অমন সুরেলা স্বরে…,
‘মেঘে’র আর্বিভাবে ‘দূত’ আমি হয়ে -
অসীমে বিলীন হবার অপেক্ষায় এখন।।
©somewhere in net ltd.