নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

~ হারার অসুখ ~

০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

এ 'জীবন শুধুই হেরে যাওয়ার খেলা!'
জিতে হারা, আর হেরে গিয়ে জেতা; অনুভূতির নেশা!!
বিপক্ষতা ভুললেই এক সামান্যে - অসামান্য গাঁথা
হার-জিতের এই বাজিতে জীবন এফোঁড়-ওফোঁড় বেঁধা
আমি হারলেই, জিতে যাও তুমি; প্রতিক্ষোণে, প্রতিবারে
তুমি হারলেই জিতি আর হারি, কষ্ট সমান এ'বুকে।

আমি হেরে যাই সামান্যে, কঠিনে, হাসি-ঠাট্টার আসরে
আমি হেরে যাই তোমাতে, বিষয়ে, বৈষয়িকের হিসেবে
আমি হেরে যাই ভালোবাসা আর খুনসুটি মাখা আদরে
আমি হেরে যাই আলতো ছোঁয়া, কোলবালিশের আড়ালে
আমি হেরে যাই গল্প বলাই, বিরক্তিকর আলাপে
আমি হেরে যাই স্বল্প দুখের, আয়েশি জীবন যাপনে
হেরে যাই আমি, হারাতে যে জানি, খুঁজে পাওয়া নাই নসীবে
হেরে গিয়ে সুখ আঙুলে কুড়াই, তুমি যদি যাও জিতে।

জিতে যাই আমি এক লহমায়, চুমু দিলে এই গালে
জিতে যাই আমি আলোর গতিতে, মাথা রেখে বুকে শুলে
জিতে যাই আমি তড়িৎ স্পর্শে, আষ্টেপৃষ্টে ধরলে
জিতে যাই আমি শীতল পরশে, তোমার প্রাপ্তি সুখে
আমি জিতে যাই, জিতে যাওয়া সুখ, কদাচিৎ আসে জীবনে
জিতে যেতে তাই যুদ্ধ চলাই, লহুধায় প্রতিক্ষণে।

জীবন তবুও হেরে যাওয়ারই খেলা। এ যেন –
এক ঘড়ি সুখ হাওয়ায় মেলে এক পলকের মাঝে।
বদলায় ঋতু; তবু, ক্ষণিকের দুঃখ কামড়ায় কলিজায়
জিতে যাওয়া সে যে স্বল্প আবেশ; হেরে যাওয়া বহতায়
হেরে যাওয়া দুঃখে দুঃখবিলাসী, না যায় কভু ভোলা
জিতে যাওয়া সুখে আনন্দবিহারী, ক্ষণিকের পরে, হাওয়া।

তবুও জীবন, আহারে জীবন, হেরে গিয়ে আমি জিতি
হারলেও আমি, 'তুমি জিতে গেছো' – এই পাওয়াতেই খুশি
জীবন সায়রে হারা আর জেতা; অবিচল, অবিরত
তোমাতে বিলীন, ফাঁকা তুমিহীন, ইহাই সত্য, রূঢ়। তাই –
হেরে গেলে তুমি, কষ্ট দ্বিগুণে এই বুকে ঢেউয়ে ভাঙে
জিতিয়ে যে সুখ, হারার অসুখ, অযাচিতে কালিদাসে।

#অযাচিত_কালিদাস

০৮ নভেম্বর ২০২৪ | ২৩ কার্তিক ১৪৩১

ছবি: অন্তর্জাল ঘেঁটে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.