নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

উহু, কিচ্ছুটি বলা যাবে না

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭


ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

উহু, কিচ্ছুটি বলা যাবে না
আমি যে ভাই এক ছাপোষা কেরানী
নুন আনি আর পান্তা খাই।
কি জানি বাপু হচ্ছে কি সব
সেসব কি আর কিচ্ছা হয়!

শুনছি বাতাস বলাবলি করে
খান সাবেরা আসছে তেড়ে
সেই সে নাকি '৭১ -এ
এসেছিলো, বাপ - চাচায় বলে।

উহু, কিচ্ছুটি বলা যাবেনা
এনারাই এখন বাপ-মায়
বললে পরে আবার যদি
হঠাৎ দেখেন খোঁজ নাই!

হুম, শোনেন, কি যে বলেন আবোলতাবোল
অ্যাক্সিডেন্ট, মৃত্যুর সারি -
উন্নয়নের জোয়ারে ওসব
খড়কুটো যায় ভাসি।

কি বললেন? রাস্তা কিংবা গাড়ি?
এসব নিয়ে ভাবেন কেন
যানতো, যান...
যান চলে সব বাড়ি।

যত্তসব বোকার হদ্দ
রাস্তা - গাড়ি - ট্রাফিক -চালক?
আরে মিয়া, ইউনিয়ের ঝান্ডা আছে,
জানেন, আছেন কত্ত নানক!

ধুর মিয়া, ওসব পুচকের দল
ডান্ডা দিলেই ঠান্ড,
দেখেননি, ঐ পুলিশের আগে গাট্টা গোট্টা
মাথায় হেলমেট, ভাংছে ডান্ডা!

হে... হে... হে... দুই দশ জন মরলেই কি
দেশের মানুষ কমছে কী?
এই 'শাহ্ - এ - জাহান'-এ আমিই রাজা
হে... হে... হে... তোমরা ভোদাই, খোজা।

তা যা বলেন, বলতেই থাকেন
তবে ঠিক মনে রাইখেন
আর, পুচকেরা সব বলছেটা কি
কান খুলে, চোখে শুইনেন।

"ওরা যদি ভয় পায়, তবে ওরা শেষ
যদি ওরা রুখে দাঁড়ায়, ওরাই বাংলাদেশ।"
"হয়নি বলে আর হবেনা, বলছে ওরা বাদ দে
লক্ষ তরুণ চেঁচিয়ে বলছে 'পাপ সরাব, হাত দে'।"

©#অযাচিত_কালিদাস

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

মানসিক বিকারগ্রস্ত কবিতা!

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

অযাচিত কালিদাস বলেছেন: হা...হা...হা... ধন্যবাদ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.