নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

~ মন–বনিতা\'র খতিয়ান ~

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৬



বিতাড়িত, ঐ তিলোত্তমা–যাদুর শহর থেকে
মন–বনিতা নির্বাসিত, পাঁচশতাধিক কিলোমিটারের দূরে।
এখানেও এই প্রতিদিন ভিড়ে একলা উদাস, বিজন বিহনে ধায়।
এখানেও সেই মেকি হাসাহাসি; মিথ্যে–মুখোশ বেসাতি, ঠিক –
শার্কের দল বানিয়ে যেমন 'ডলফিন মোড়' ডেকে ডেকে চলে যায়!

তোমার আকাশ ধুলোর চাদরে সূর্যের হাসি গোপন করেছে যারা
এখানেও তারা বিকট–বিশাল শিকারির জাল বিছিয়ে রয়েছে বসে।
স্যাঁতসেঁতে এই নোনা সমীরণ ঝোপ বুঝে ঠিক বোকা মনে দেয় হানা।
তবুও মনন ভনিতা হাসির ঝলক দেখিয়ে ভেসে ভেসে বয়ে যায়, আর –
অহেতুক সব অভিমানে পোড়া রিক্ত হৃদয় ধুঁকে ধুঁকে হয় কাঁদা।

এখানে সকলি দেয় ছুট ছুট; যদিবা শান্ত, কিয়ৎ অচ্ছুৎ
শেকড়ের টানে ফিরে গিয়ে ঠিকই কড়ির আশায় দলে দলে ঘুরে আসে।
দিন গুজরান, তামাটে শরীর; ক্লেদাক্ত মন বেনে আশ্রয় খোঁজে।
স্মৃতি হারানোর ভয়ে সন্ত্রস্ত কালিদাস বসে একলা সায়রে ভাবে
দেনা–পাওনার খতিয়ান মিছে, অযাচিতে শুধু আশার জালটি বোনে।

#অযাচিত_কালিদাস
১৯ ফেব্রুয়ারি ২০২৩ / ০৬ ফাল্গুন, ১৪২৯

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২২

সাগর শরীফ বলেছেন: কোথাও না কোথাও কিছুটা দেনা পাওনা থেকেই যায়। সবকিছু ছাড়িয়ে ভালবাসার দেনা পাওনা? থাকেনা?

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি মুগ্ধ হয়েছি কবিতার বুনন ও এর ছন্দে। আমি জানি না, ছন্দ সম্পর্কে আপনি কতটুকু জানেন বা পড়েছেন, কিন্তু এ কবিতাটির ছন্দোবদ্ধতা আমাকে মুগ্ধ করেছে এবং এ থেকে মনে হয়েছে, ছন্দের উপর আপনার ভালো জ্ঞানই আছে। ছন্দ সম্পর্কে পড়তে চাইলে এ পোস্টটি পড়তে পারেন - বাংলা কবিতার ছন্দ

এখানে সকলি দেয় ছুট ছুট, যদিবা শান্ত, কিয়ৎ অচ্ছুৎ - এখানে আরো দুটো মাত্রা যোগ করে দিন। শুধু এই লাইনটাতেই একটু ছন্দ ঘাটতি আছে।

শুভেচ্ছা রইল।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: কিছুই বুঝতে পারলাম না।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

শাওন আহমাদ বলেছেন: বাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.