নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

পিনাকী রচিত ইতিহাস

১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৯


পিনাকী ভট্টাচার্য। দেশের উদ্ধারকর্তা। একসময় গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন, যোদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গলা ফাটিয়েছেন। পরে ওষুধ কেলেঙ্কারীসহ নানাবিধ কেলেঙ্কারিতে জড়িয়ে এখন ফ্রান্সে নির্বাসিত। সেখানে বসে তার প্রথম কাজ হলো আওয়ামী বিরোধিতা আর মুক্তিযুদ্ধকে অপদস্থ করা। আওয়ামী বিরোধিতা করে মোটামুটি সফল। এখন ইতিহাস রচনায় মন দিয়েছেন। আগে এক মন্তব্যে বলছিলেন একাত্তরে শহিদ সর্বোচ্চ ত্রিশ হাজার। আজকে বললেন, দুই হাজার। পীর সাহেব যেহেতু বলেছেন, ঠিক বলেছেন। রাহবারের মন্তব্যে মুরিদরা উল্লসিত। আরও হাজার কমালে আরও খুশি হতো।

গত বছরের জুলাইতে মোটামুটি দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন কয়েক হাজার। প্রত্যেকটা মৃত্যুই কষ্টের। তবে একাত্তরের ওই দুই হাজারই যদি ধরি, সেটা কেবলই সংখ্যা। যদিও একাত্তরে এক চুকনগরেই ১২ হাজার+ শহিদ হয়েছিলেন, আর ২৫ মার্চ কালরাতে ৩০ হাজারের কাছাকাছি। আওয়ামী লীগ যেহেতু ওসব হত্যাকাণ্ডে জড়িত ছিল না, তাহলে ওসব হত্যা নিয়ে যা খুশি বলাই যায়। পাকবাহিনী আর তাদের এ দেশীয় দোসর জামায়াতকে নিয়েও কিছু বলা যাবে না। আলোড়িত হতে হবে গত বছরের জুলাই হত্যা নিয়ে।

আরেক পীর ইলিয়াস একাত্তরের যুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলেন,, নিজেকে রাজাকারের বংশধর স্বীকারও করেন, তাতে অসুবিধা হয় না কারও। সহমত ভাইয়ের অভাব নেই। অথচ একাত্তরের ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্তু বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারত পাকিস্তানের সাথে সরাসরি জড়িয়ে পড়লে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মতো ভারতও বিজয় পালন করলে অনেকে রাগ করেন। আমাদের এক সুশীল ব্লগার আওয়ামী লীগারদের কাছে প্রশ্নও করেছিলেন। ইলিয়াস বা তাদের মুরিদদেরকে জিজ্ঞেস করেন না।

আওয়ামী লীগের সময় শুনতাম দলটি মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে। এখন ভালোমতোই দেখা যাচ্ছে ওই সমালোচকরা কেমন ধারণ করেন মুক্তিযুদ্ধকে। আওয়ামী লীগের পতন না হলে অনেককিছু জানাই হতো না।

নতুন স্বাধীনতায় জাতীয় সংগীত গাইলে সমস্যা, জাতীয় পতাকার পক্ষে কথা বললে সমস্যা, একাত্তরের পক্ষে কথা বললে সমস্যা, পাকিস্তানের সমালোচনা করলে সমস্যা, রাজাকাররে রাজাকার ডাকলে সমস্যা, দেশের যেকোনো বিষয়ে প্রতিবাদ করলে, আলোচনা-সমালোচনা করলে সমস্যা, বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে জানতে চাইলে সমস্যা, আদিবাসী, হিন্দু বা অন্য সম্প্রদায়ের পক্ষে কথা বললেও সমস্যা।

বিএনপি নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দল। পিনাকীর এই পোস্টের পর তাদের প্রতিক্রিয়া জানার খুব ইচ্ছা আমার।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: পিনাকির এসব বয়ান কেবল মাথামোটা আর পাকি লাভার ছাড়া কেউ শুনে না।

১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্লগে অনেক সুশীলকে দেখি ২৪-এর ঘটনা নিয়ে খুব আবেগতাড়িত। একাত্তর নিয়েও আবেগ আছে কিনা বুঝতে চাই।

২| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৪

ক্লোন রাফা বলেছেন: এই অসভ্য ইতরের ব্ক্তব্য নিয়ে পোষ্ট দিলেন‼️ওর কথার প্রতিটা শব্দ দূর্গন্ধযুক্ত মিথ্যা। তাই রাজাকারের কাছে ও নবী, রসুলের পর্যায়ের পয়গম্বার!

১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওর আবর্জনাগুলা মুরিদরা কেমনে গিলে? অবিশ্বাস্য!

৩| ১৮ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:০৫

কিরকুট বলেছেন: আপনি দুর্গন্ধ ছাড়াচ্ছেন।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এগুলো না লিখলেও তো সমস্যা।

৪| ১৮ ই আগস্ট, ২০২৫ ভোর ৫:৫৩

কলাবাগান১ বলেছেন: "দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকায়। শুরুতে ধরা হয়েছিল ৪৯ হাজার ৫১৬ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা বেড়েছে।"

আওয়ামী আমলে হলে দেখতেন এর প্রতিক্রিয়া

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অন্যদের জন্য সব জায়েজ।

৫| ১৮ ই আগস্ট, ২০২৫ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই লোকের প্রতিটি কথায় পচা গন্ধ।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পীরের কথা।

৬| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:১১

রোবোট বলেছেন: পীর ই প্যারিস পিনাকিকে যদি বুদ্ধি দেন যে একাত্তরের নিহতরা সব আওয়ামী লীগ আর ভারতের হাতে নিহত হয়েছে এমন কথা বলতে, সে ৭১এর নিহতের সংখ্যা ৩ কোটি বানাতেও দ্বিধা করবেনা।


১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এমন লেখা আসতেও পারে। তার মুরিদেরা বিভিন্ন সময় বলে ভারতীয় সেনাবাহিনী নাকি বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

৭| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:২১

আমি নই বলেছেন: ভারতীয়রা দাবী করে তারাই বাংলাদেশকে জন্ম দিয়েছে, আপনিও কি তাই মনে করেন?

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মোটেই না। কেবল সহায়ক শক্তি ছিল। মূল কাজ করেছে মুক্তিযোদ্ধারাই।

৮| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:২২

শ্রাবণধারা বলেছেন: আপনি পিনাকী আর ইলিয়াসের এগুলো দেখেন কেন?

এই দুইটা একেবারে কাঁচা গু! এগুলোকে লাথি মারলেও ঘরময় ছড়াবে আর আপনার পায়েও লাগবে। তাই এগুলোকে যথাসম্ভব ঢেকে রাখুন।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এদের মুরিদের সংখ্যা তো কম না। একসময় এগুলো প্রতিষ্ঠিত করে ফেলবে।

৯| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:০৯

রোবোট বলেছেন: শ্রাবণধারা
ছি ছি, পীর সাহেবদের নিয়ে এসব কুকথা, গুকথা বলেন কেন? খুনের মামলা খাইলে বুঝবেন।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি ভদ্রলোক। আমাদের জাতির ভণ্ডামি থেকে দূরে আছেন।

১০| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: পিনাকী একটা ছাগল।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেয়ানা মাল। তবে এই ভিডিওটা করে মনে হয় ছাগলামিই করল।

১১| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৬

কামাল১৮ বলেছেন: এরা এক একটা ভাঁড়।এই রকম আরো অনেক আছে।সেই সাথে আছে অবসরপ্রাপ্ত কিছু আর্মি অফিসার।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভাড়ায় খাটা কামলা।

১২| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:২৭

কামাল১৮ বলেছেন: একজন মুক্তি যোদ্ধা হয়ে বলছি,ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে।যার জন্য স্বাধীনতা তরান্বিত হয়েছে।না হলে বিলম্ব হতো,তবে সেটা মনে হয় ভালো হতো।তাহলে আমরা স্বাধীনতার মর্ম বুঝতাম।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাও বুঝতাম না।

১৩| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:২৯

কামাল১৮ বলেছেন: মন্তব্যটি আমি নইএর জন্য।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভারত যে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে করল সেটা অনেকেই স্বীকার করতে চান না। ৩ ডিসেম্বরের পর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর হামলায় পাকিস্তান ক্রমাগত দিশেহারা ছিল, আমাদের অনেক মুক্তিযোদ্ধার লেখা বইতেও আছে। তাছাড়া ইন্দিরা গান্ধী যা করেছেন, তা তো অনস্বীকার্য। চিন, আমেরিকার মতো দেশ স্বাধীনতার বিপক্ষে সেখানে রাশিয়া-ভারতের পাল্টা অবস্থান অভাবিত।

১৪| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: পিনাকির এসব বয়ান কেবল মাথামোটা আর পাকি লাভার ছাড়া কেউ শুনে না।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এড়িয়ে যায় অন্যরা, এতে মাথামোটা আর পাকি লাভাররা আশকারা পায়।

১৫| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৫

বিজন রয় বলেছেন: একটি জাতির মানদন্ড কোথায় তা যারা পিনাকীর কথায় নাচে তাদের দেখলে বোঝা যায়।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামী লীগ পতন পর্যন্ত না হয় মানা যায়। কিন্তু এখন এ কী করছে?

১৬| ১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন নির্লজ্জ মিথ্যাচার ! পিনাকীর মত মানুষেরা পারেও বটে।

১৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: র-এর এজেন্ট ছাড়া কিছু না এ। দেশে চিরস্থায়ী গণ্ডগোলের পাঁয়তারা করছে।

১৭| ১৮ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩০

শোভ বলেছেন: ৭১ সালে শুধু ২ মানুষ মারা গেচে , ১ জন পিনাকির বাপ , আরেকজন ইলিয়াছয়ের বাপ । পাকিস্তানি দ্বারা শুধু দু জন নারি ধর্ষিত হয়েছে , এক জন পিনাকির মা , আরেক জন ইলিয়াছের মা ।

২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওদের আর ওদের অনুসারীদের একাত্তর নিয়ে অনেক কষ্ট।

১৮| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.