নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

ডাকমাশুল।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৩



ছবি- নিজের তোলা।

প্রতিদিন তোমার কাছ থেকে চিঠি আসে।
খুব সাধারণ চিঠি,
দেশ-বিদেশের খবর,জ্ঞান-বিজ্ঞান, পৃথিবী- মহাকাশ ,
ভালোবাসার কথাও লিখে যাও আমায় তুমি।
তুমি হয়ত জানো না ,
প্রতিদিন অপেক্ষায় থাকি এই চিঠির।
কখনো একটু দেরি হলেই এটা-সেটা ভেবে নিই,
ভয়ে কুঁকড়ে যাই ,
দমবন্ধ হয়ে আসতে থাকে আমার।
এভাবেই কতক্ষণ কাটে জানা নেই !
তোমার চিঠি পেয়েই স্বাভাবিক পদযাত্রা হয় আমার ।
আমি জানি একদিন এই চিঠির অপেক্ষা ফুরিয়ে যাবে অথবা আজীবন অপেক্ষায় থাকবো চিঠির।
কোথাও শুনেছিলাম কোনকিছুর অভ‍্যেস একবার হয়ে গেলে তা ছোটানো দায় ।
তাই অনেকসময়ই আমি তোমার চিঠিগুলো খুলে দেখি না
জমে জমে স্তুপ হয়ে যায় তবুও ছুঁয়ে দেই না,
এই করেও আমার প্রচুর সময় নষ্ট হয়ে গেছে।
দেখবো না,পড়বো না,মন্ত্রের মত পড়ে পড়ে মনে রাখতে হয়েছে।
তোমার চিঠি পড়া ,আমার অভ‍্যেস কিনা জানি না
তবে তোমার চিঠি পাওয়ার অভ‍্যেসটা আমার খুব ভালো ভাবেই হয়ে গেছে।
শত রাগ, ঘৃণা, শোকের মাঝেও চিঠির অপেক্ষায় থাকি আমি
প্রতিদিন চিঠি দিও তুমি।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২৭

শায়মা বলেছেন: আহা চিঠি!!


এখনও কেউ কি চিঠি লেখে!

সব চিঠিরা তো হারিয়ে গেছে ..... :(

২| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডাক পিওনের ঘন্টার আওয়াজ শুনে
দৌড়ে ছুটে আসার দিন গুলো আর ফিরে আসবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.