নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

ডাকমাশুল।

১৭ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৩



ছবি- নিজের তোলা।

প্রতিদিন তোমার কাছ থেকে চিঠি আসে।
খুব সাধারণ চিঠি,
দেশ-বিদেশের খবর,জ্ঞান-বিজ্ঞান, পৃথিবী- মহাকাশ ,
ভালোবাসার কথাও লিখে যাও আমায় তুমি।
তুমি হয়ত জানো না ,
প্রতিদিন অপেক্ষায় থাকি এই চিঠির।
কখনো একটু দেরি হলেই এটা-সেটা ভেবে নিই,
ভয়ে কুঁকড়ে যাই ,
দমবন্ধ হয়ে আসতে থাকে আমার।
এভাবেই কতক্ষণ কাটে জানা নেই !
তোমার চিঠি পেয়েই স্বাভাবিক পদযাত্রা হয় আমার ।
আমি জানি একদিন এই চিঠির অপেক্ষা ফুরিয়ে যাবে অথবা আজীবন অপেক্ষায় থাকবো চিঠির।
কোথাও শুনেছিলাম কোনকিছুর অভ‍্যেস একবার হয়ে গেলে তা ছোটানো দায় ।
তাই অনেকসময়ই আমি তোমার চিঠিগুলো খুলে দেখি না
জমে জমে স্তুপ হয়ে যায় তবুও ছুঁয়ে দেই না,
এই করেও আমার প্রচুর সময় নষ্ট হয়ে গেছে।
দেখবো না,পড়বো না,মন্ত্রের মত পড়ে পড়ে মনে রাখতে হয়েছে।
তোমার চিঠি পড়া ,আমার অভ‍্যেস কিনা জানি না
তবে তোমার চিঠি পাওয়ার অভ‍্যেসটা আমার খুব ভালো ভাবেই হয়ে গেছে।
শত রাগ, ঘৃণা, শোকের মাঝেও চিঠির অপেক্ষায় থাকি আমি
প্রতিদিন চিঠি দিও তুমি।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২৭

শায়মা বলেছেন: আহা চিঠি!!


এখনও কেউ কি চিঠি লেখে!

সব চিঠিরা তো হারিয়ে গেছে ..... :(

১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০১

সামরিন হক বলেছেন: সত‍্যিই কি হারিয়ে গেছে চিঠি নাকি আধুনিক প্রেক্ষাপটে মেসেজ, ই-মেইল হয়ে ফিরে এসেছে আরো বৈচিত্র নিয়ে। যদিও আগের দিনে একখানি চিঠি পেতে সময় লাগতো অনেক তাই মানুষের কাছে সেগুলোর আলাদা মর্যাদা পায় আর এখন তো যোগাযোগ করতে চাইলে বা কিছু বলতে চাইলে চিন্তা, লেখা আর কিছু ন‍্যানো সেকেন্ড বাস কমপ্লিট।

শুভেচ্ছা রইলো আপুনি।

২| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডাক পিওনের ঘন্টার আওয়াজ শুনে
দৌড়ে ছুটে আসার দিন গুলো আর ফিরে আসবে না ।

১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০১

সামরিন হক বলেছেন: কেমন আছেন আপনি?

৩| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:০২

সামরিন হক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ জীবনে অনেক চিঠি লিখেছি। একন মিস করি। সুন্দর কাব্য।

১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৬

সামরিন হক বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।

৫| ১৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৮

বিজন রয় বলেছেন: চিঠিময়, আবেগময় কবিতা।

অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।

ভালো আছেন নিশ্চয়ই।

১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৯

সামরিন হক বলেছেন: পৃথিবীর এই পরিস্থিতিতে যতটুকু ভালো থাকা যায়!!আছি ততটুকুই।
আপনি কেমন আছেন?
আপনি কষ্ট করে কবিতা পড়েছেন তাই ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।

৬| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শত রাগ, ঘৃণা, শোকের মাঝেও চিঠির অপেক্ষায় থাকি আমি
প্রতিদিন চিঠি দিও তুমি।

.....................................................................................
এখানেই ভালোবাসার অর্ন্তনিহিত অর্থ লুকিয়ে আছে ।
অত্যন্ত চমৎকার, ( এখনো কি মন দূর-আকাশে হারায়ে যায় ক্ষণিকের জন্য ?)

..............................................................................................
ভালোমন্দর মধ্যে জীবন চলমান ।

৭| ১৯ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫২

সামরিন হক বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ।

৮| ২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩১

সামিয়া বলেছেন: খুব ভালো লাগলো

২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৮

সামরিন হক বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারও ভালো লাগলো।
ধন্যবাদ কবি।

৯| ২৯ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঝরঝরে আবেগ ঝরে ঝরে পড়েছে। পড়তে পড়তে অতীতে হারিয়েছি। তবে আমি সব চিঠি পড়তাম। আর বাকি সব আপনার মতই।

২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪৮

সামরিন হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.