![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পালিয়ে বেড়াচ্ছি আমি নিজ থেকে ।
যাচ্ছি বহুদূর তবুও যেন নিস্তার নেই দিনরাত্রি।
এ যেন বিশাল দানব বিবেক, নিয়েছে আমার পিছু।
খেতে বসে আমি চোরের মত গিলে যাই সবই!
অধিকার হারিয়ে গেছে তবু বোধ...
খুব উঁচু থেকে পরে যাচ্ছি খুব নিচুতে
আতঙ্কিত আমি,কিছু একটা বেড়িয়ে আসতে চাইছে বুকের কাছে।
খুব হঠাৎ করেই পরে যাচ্ছি,উপর থেকে নিচের দিকে
ভয়ে দেখছি অন্ধকার চারদিকে,ঘুটঘুটে।
পরে যাচ্ছি তো যাচ্ছি,কিছুক্ষণ ধরে
নিচের দিকে...
I\'ve traveled thousands of miles,
But why?
I come back with the same question a thousand time,
But no one answered except you.
And you told me to fly.
I believe in you.
I have spread...
মাঝে মাঝেই আমি নিজেকে হারিয়ে ফেলি !
ভুলে যাই কি আমি চাই,
ভুলে যাই কারো কেউই নেই !
শুধু মনে হয় আমার কেউই নেই ।
পুরো পৃথিবী যেন আমার বিপরীতে
আমি বনাম...
ছবি-নেট থেকে নেয়া
দেখেছো বন্ধু ,এই শহরের দেয়াল জুড়ে,
শত হাজার কবিতা ছাপানো হয়েছে আজ,
যেন দেয়ালগুলো জীবন্ত হয়ে উঠছে মুহূর্তেই,
দেখ বুকের ক্ষতগুলো দেয়াল বেয়ে কেমন ঝড়ছে!
দেখেছো তুমি শহরের রাজপথগুলো?
তাজা তরুণ , বৃদ্ধ,শিশুদের...
খ্যাতি ছাড়া আমি
গতি হারা আমি
তবু চলি সীমাহীন ।
ভালোবাসা ছুঁড়ে আমি
থাকি দুরে আমি
তবু অনুভূতি অসীম ।
খোলসহীন থাকি আমি
পুরো দিন ভাবি আমি
তবু অবোধ্য চিরদিন ।
বিছানা ছাড়ি আমি
জানালার...
আমার মনের গড়পড়তা হিসাব
জলবায়ুর মতোই তার পরিবর্তন হয় ।
সেখানেও ঝড় ওঠে ,
মৃদু বাতাস বয় ।
সূর্য হাসে আর মেঘ কথা কয় ।
অচিন পাখি সেখানে পোষ মানে
আবার রাতের আকাশ তারা...
তোমার সাথে মেঘাগমে প্রথম দেখা।
সেই থেকে সোনালী সকাল-বিকেল বেলা।
হৃদয়ে তুমি নিজে করে নিয়েছো ঠাঁই,
আজও সেই জমিনে তোমাকে কুড়িয়ে পাই।
ভেজা শ্রাবণে ছড়িয়ে দাও ,তোমার নিজস্ব ছন্দ।
তাই তো ভালোবাসি আমি,তোমার গায়ের সুগন্ধ।
তোমার...
মাথায় বাঁশের ছাতা
আর কাঁধে ঝোলা
সকাল সকাল ছোটে
বাগানে , শ্রমিকেরা ।
বেলা বেড়ে ওঠার সাথে
ভরে ওঠে ঝুলি
নারী চা-শ্রমিকের যাদু,
হাতের অঙ্গুলি ।
কাটছে জীবন তাদের মানবেতর
আহারও জোটে না তাদের
দু’বেলা এক মুঠো
এ সবই জানে তাদের...
নিজের তোলা
আজকাল খুব তোমাকে দেখতে ইচ্ছে করে।
ইচ্ছেটা একবারে বাসা বাঁধেনি আড়ালে
একটু একটু করে এখানে পৌঁছেছে ।
সূচনা হয়েছিল কোন এক পড়ন্ত বিকেলে
অথবা কোন একক্ষণের মিষ্টি বাতাসের আদরে
হঠাৎ পাশ ফিরেই...
কেউ কি আছো ,আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পার ?
আমি বড় ভীত ,মৃত্যুর ভয়ে আমি রাজপথ ছেড়ে এসেছি হল বহুদিন ।
একা ঘরে বন্ধ করে নিজেকে বুঝিয়েছি -আমি শক্তিহীন ,
তবুও মৃত্যু...
ছবি-নিজস্ব
তবুও কিছু বলা হয়না আমার,তোমাকে।
ভাবি সব বলে দিয়ে রিক্ত হবো।
শূন্য থেকে সাজাবো আবার
অবশিষ্ট সময় আমাদের।
৬/৭/২০২১
©somewhere in net ltd.