নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সকল পোস্টঃ

দেয়াল শিল্প

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:০৮


ছবি-নেট থেকে নেয়া


দেখেছো বন্ধু ,এই শহরের দেয়াল জুড়ে,
শত হাজার কবিতা ছাপানো হয়েছে আজ,
যেন দেয়ালগুলো জীবন্ত হয়ে উঠছে মুহূর্তেই,
দেখ বুকের ক্ষতগুলো দেয়াল বেয়ে কেমন ঝড়ছে!
দেখেছো তুমি শহরের রাজপথগুলো?
তাজা তরুণ , বৃদ্ধ,শিশুদের...

মন্তব্য২৩ টি রেটিং+৬

ঝঙ্কার

২৯ শে জুলাই, ২০২৪ ভোর ৬:১৪

মন্তব্য২৩ টি রেটিং+১

সত্য আমি

১৫ ই জুলাই, ২০২৪ ভোর ৬:১৮

খ্যাতি ছাড়া আমি
গতি হারা আমি
তবু চলি সীমাহীন ।

ভালোবাসা ছুঁড়ে আমি
থাকি দুরে আমি
তবু অনুভূতি অসীম ।

খোলসহীন থাকি আমি
পুরো দিন ভাবি আমি
তবু অবোধ্য চিরদিন ।

বিছানা ছাড়ি আমি
জানালার...

মন্তব্য৪ টি রেটিং+২

অণুকাব্য-১

০৮ ই জুলাই, ২০২৪ ভোর ৬:৪৮

আমার মনের গড়পড়তা হিসাব
জলবায়ুর মতোই তার পরিবর্তন হয় ।
সেখানেও ঝড় ওঠে ,
মৃদু বাতাস বয় ।
সূর্য হাসে আর মেঘ কথা কয় ।
অচিন পাখি সেখানে পোষ মানে
আবার রাতের আকাশ তারা...

মন্তব্য৪ টি রেটিং+৩

কদম

২৯ শে জুন, ২০২৪ দুপুর ১২:২৫

তোমার সাথে মেঘাগমে প্রথম দেখা।
সেই থেকে সোনালী সকাল-বিকেল বেলা।
হৃদয়ে তুমি নিজে করে নিয়েছো ঠাঁই,
আজও সেই জমিনে তোমাকে কুড়িয়ে পাই।

ভেজা শ্রাবণে ছড়িয়ে দাও ,তোমার নিজস্ব ছন্দ।
তাই তো ভালোবাসি আমি,তোমার গায়ের সুগন্ধ।
তোমার...

মন্তব্য৪ টি রেটিং+২

চা শ্রমিকের বাগান

০১ লা মে, ২০২৪ বিকাল ৪:১৩

মাথায় বাঁশের ছাতা
আর কাঁধে ঝোলা
সকাল সকাল ছোটে
বাগানে , শ্রমিকেরা ।

বেলা বেড়ে ওঠার সাথে
ভরে ওঠে ঝুলি
নারী চা-শ্রমিকের যাদু,
হাতের অঙ্গুলি ।

কাটছে জীবন তাদের মানবেতর
আহারও জোটে না তাদের
দু’বেলা এক মুঠো
এ সবই জানে তাদের...

মন্তব্য১০ টি রেটিং+২

নিদারুণ অভিলাষ

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২


নিজের তোলা


আজকাল খুব তোমাকে দেখতে ইচ্ছে করে।
ইচ্ছেটা একবারে বাসা বাঁধেনি আড়ালে
একটু একটু করে এখানে পৌঁছেছে ।
সূচনা হয়েছিল কোন এক পড়ন্ত বিকেলে
অথবা কোন একক্ষণের মিষ্টি বাতাসের আদরে
হঠাৎ পাশ ফিরেই...

মন্তব্য১৬ টি রেটিং+৬

পথ নাই।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৪৬

কেউ কি আছো ,আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পার ?
আমি বড় ভীত ,মৃত্যুর ভয়ে আমি রাজপথ ছেড়ে এসেছি হল বহুদিন ।
একা ঘরে বন্ধ করে নিজেকে বুঝিয়েছি -আমি শক্তিহীন ,
তবুও মৃত্যু...

মন্তব্য১৬ টি রেটিং+৩

একটি অণু কবিতা

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০০


ছবি-নিজস্ব


তবুও কিছু বলা হয়না আমার,তোমাকে।
ভাবি সব বলে দিয়ে রিক্ত হবো।
শূন্য থেকে সাজাবো আবার
অবশিষ্ট সময় আমাদের।

৬/৭/২০২১

মন্তব্য২৪ টি রেটিং+৭

অকারণ

০৭ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৩

আমি অনেকদিন আগেই ভাষা হারিয়েছি কুৎসিত ভাষাভাষীদের ভাষায়
আমি আরো হারিয়েছি আমার ভেতরের উদ্দীপনা তোমাকে জানাই
তোমাদের নির্লজ্জতার নাম দিয়েছি অজ্ঞতা
তোমরা ভেবে নিয়েছো এ বুঝি আমার সখ্যতা তোমাদের জন্য
তোমাদের অনেকে ভণ্ডামি...

মন্তব্য১১ টি রেটিং+৫

স্বগতোক্তি (Soliloquy)

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৫


LIFE IS NOTHING BUT DEATH MAKES LIFE EVERYTHING .


Poetry is about feelings
But
Reality is about dealings‌.


In life faithfulness is more necessary than love.


Patience=Results
Goodness=Success
Truth=Path


It’s not important to understand others but...

মন্তব্য১১ টি রেটিং+৫

একদিন প্রেম খুলবে স্বর্গ দ্বার।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ২:০৪

একদিন অভিমানি সব চোখ,জলে ভরে উঠবে ।
একদিন তোমারআমার ক্ষোভ ওপারে ফিরবে ।

২৫শে জুলাই ২০২০

একদিন আধাঁর ,আলোকিত করবে সব বোধ।
একদিন তোমারআমার হাসি ,আকাশের নেবে কোল।

২৮শে জুলাই ২০২০

একদিন ধু ধু মরুভূমি ,...

মন্তব্য২৫ টি রেটিং+৬

সভ্যতার সংকট

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

আমি ভালো নেই , হে প্যালেস্টাইন।
তোমার আকাশের কালো ধোঁয়ায় ,আমার চোখ ভরে এসেছে।
স্তব্ধতা নেমেছে তোমার বুকে গুঁড়িয়ে যাওয়া হাজার হাজার বাসস্থান দেখে ।
হে প্যালেস্টাইন ,তোমার সন্তানদের রক্ত, চিৎকারে
আমার হৃদয় ফেটে...

মন্তব্য২৯ টি রেটিং+৬

আদনান

১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:১৫

তোর হৃদয় কি ভরাই ছিল ?
তোকে বলার চেয়ে বেশি
কিছু জানার ছিল ।
আছিস কি ভালো ?
তোর চোখে তা দেখার ছিল ।
বন্ধুত্ব কি শুধু নামই ছিল ?
বলবি জানি ,পিছু টানও...

মন্তব্য১১ টি রেটিং+৫

পুরুষ কি ?

০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ৭:০২

১.
আসলে পুরুষ কি ?
আমার জানা শ্রেষ্ঠ মানুষ
রণ ক্ষেত্রে নারীর অজেয় ঢাল ।

আসলে পুরুষ কি ?
আমার চেনা প্রিয় মুখ
ক্ষুধার্ত রমনির সহস্র সন্মানি আহার ।

আসলে পুরুষ কি ?
আমার ভাবনায় নরম...

মন্তব্য১৬ টি রেটিং+৪

full version

©somewhere in net ltd.