![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ছবি নেট থেকে)
একটা টেলিস্কোপের সন্ধান করছি দু’দিন ধরে
এক বন্ধুর কাছে বললাম সে বললো, “আমি কই পামু দোস্ত”।
আরেকজন এখনো মেসেজ সিন করেনি!
আমার আজকের মধ্যেই একটা টেলিস্কোপ লাগবে !
কাল পৃথিবীর বিভিন্ন দেশ সহ আমাদের দেশে একযোগে রক্তচাঁদ দেখা যাবে আকাশে।
অনেক দিন ধরেই দেখছি নিউজটা।
কিন্তু গতকাল থেকে এই চাঁদটাকে দেখার প্রবল ইচ্ছে আমাকে গিলে খাচ্ছে!
টেকনোলজির সুবাদে ইউটিউব খুঁজে দেখলাম,
বায়াতুল মুকারমে পাওয়া যায় ,
দাম আমার ইচ্ছের পরিসরে অনেকই কম
১০ থেকে ১৭ হাজার টাকা।
কিন্তু আমি পুরোটাই অজ্ঞ টেলিস্কোপের বিষয়ে!
খুব ছোটবেলা ছাদে শুয়ে আকাশের তারাদের
দেখতে দেখতে শুধুই তাদের নিয়ে ভাবতাম।
কোন তারাটা কে,তাদের নাম মনে রাখতে চাইতাম।
যেহেতু আমি ইন্ট্রোভার্ট ছিলাম তাই আমার এই আগ্রহটা নিজের মনেই রাখতাম।
তবে একবার আমার এক শিক্ষককে বলেছিলাম।
সে সম্পর্কে এখন আর কিছুই বলবো না।
স্যার ,আমার একটা মজার নাম দিয়েছিলেন।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর নামের সাথে মিলিয়ে।
স্যার এখন অনেক দূরে বারযাখের জীবনে।
বলছিলাম তারো আগের কথা
কেউ অ্যাস্ট্রোনমি নিয়ে একটু আলোচনা করলে বা কোন গল্পের বইয়ে
এ বিষয়ে কিছু পেলে সেটা মনে রাখতে চেষ্টা করতাম।
কোন এক সময় ভেবেছিলাম একটা টেলিস্কোপ কিনবো।
কিন্তু সময়ের ব্যবহারে ভুলে গেছি কবে,তাও জানি না।
টিভিতে হমায়ুন আহমেদের! না জানি,কার নাটকে
টেলিস্কোপের ব্যব্যবহার দেখেছিলাম।
আজ আমার সেরকম করে কিছু মনে নেই।
তবে ছোটবেলার সেই হারিয়ে যাওয়া ইচ্ছেটা তীব্রভাবে কড়া নাড়ছে।
চাঁদ দেখবো আয়োজন করে।
সাথে জ্বলবে মিট মিট তারা ,আমি শুয়ে থাকবো আস্ত আকাশের নিচে ।
চশমাটার উপর একটু রাগ হচ্ছে,
নগ্ন চোখে ঠিক মতো দেখতে পারবো কিনা!?
তবে আবার ফিরে যাবো সেই ছোট্ট মনে
থাকবেনা বড়দের জীবনের ভার ,
সহজ সরল তারার মেলায় লাল চাঁদের আগমন দেখবো।
সাইন্টিফিকভাবে পৃথিবী,সূর্য আর চাঁদের মাঝে অবস্থান নেবে ।
যেন চাঁদ আর সূর্য বিশ্ব প্রেমিক প্রেমিকা আর পৃথিবী সেই কলংক যা বিচ্ছেদ ঘটাবে।
বিচ্ছেদের নাটক মঞ্চায়িত হবে কাল
চাঁদের গায়ে অঙ্কিত হবে রক্তবরণ।
আমি স্পষ্টভাবে সাক্ষী থেকে যেতে চাই তার।
তাই ধার চাইছি এদিক-সেদিক।
কেন যে হঠাৎ চপলা হলো মন?
জানি না আয়োজন হবে কি পূরণ!।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৩
সামরিন হক বলেছেন: আপনি কিন্তু এই সুযোগে আমাকে একটা পাঠিয়ে দিয়ে ভিক্ষুক প্রমাণ করতে পারতেন।গুরুজন।
ব্লগার কচিভাই বললেন বিদেশেরগুলো বেশি ভালো।
গার্বেজ এ স্বাগত জানাই।লল
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৫৮
সামছুল আলম কচি বলেছেন: আপনি ধানমন্ডিতে ক্যামেরা হাউজ নামে একটি দোকান আছে। ওখান থেকে টেলিস্কোপ সংগ্রহ করতে পারেন। লম্বা নল/টিউবের কোনও টেলিস্কোপ কিনবেন না। তবে শুধু চাঁদ দেখার জন্য টেলিস্কোপ না নেয়াই ভালো। বরং কম দামের মধ্যে; ৪/৫ হাজার টাকায় একটি বায়নোকুলার নিলেই ভালো করবেন। কারন চাঁদ খুব দ্রুত (ঘন্টায় প্রায় ৩৭০০ কি: মি বেগে পৃথিবীকে প্রদক্ষিন করছে। সে কারনে টেলিস্কোপের মাউন্টেন ঘোরাতে ঘোরাতে মাথা খারাপ হয়। তাছাড়া টেলিস্কোপের সাথে ট্রাইপয়েডও লাগবে। যদি ৫০ হাজার টাকাতেও টেলিস্কোপ কিনেন; তা কেবলি অর্থের অপচয় হবে। কিছুই ভালো দেখতে পাবেন না। বাংলাদেশের নাজমুল নিজে টেলিস্কোপ বানায়। তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আমি প্রায় ২০/২৫বছর স্পেস নিয়ে সৌখিনভাবে কাজ করছি। এ পর্যন্ত ২৮ টা আকাশ পর্যবেক্ষন (চাঁদ-গ্রহন নক্ষত্র দেখা) ক্যাম্প করেছি। সবচেয়ে ভালো কনফিগারেশন দেখে দেশের বাইরে থেকে টেলিস্কোপ আনানো।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪
সামরিন হক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা যে ক্যাম্পগুলো করেন ,ঢাকায় করেন? ঢাকায় এমন ক্যাম্পিংগুলো কোথায় হয় !??
আপনাকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার একটা আছে।
তবে মাউন্ট আর ট্রাইপয়েড নষ্ট হয়ে যাওয়ায় ব্যবহার করা যায় না।
অনেক অনেক বছর আগে দাদাদের দেশ থেকে কিনে এনেছিলাম।
- চন্দ্রগহণ দেখার জন্য টেলিস্কোপ ব্যবহারের প্রয়োজন পরে না।
বরং টেলিস্কোপ ব্যবহার করাটাই প্যারা মনে হবে।
কারণ প্রতি মিনিটেই চাঁদ তার অবস্থান থেকে সরে যাবে।
এ্যাডজাস্ট করতে করতে পেরেশান হয়ে যাবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫
সামরিন হক বলেছেন: হ্যাঁ, ব্লগার কচিভাইও তাই বললেন।
শুভেচ্ছা আপনাকে।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হাটখোলা রোডের বিজ্ঞান বিষয়ক দোকানগেুলোতে গিয়ে খোঁজ নিতে পারেন।
সেখানে বিজ্ঞান বিষয়ক যন্ত্রপাতি পাওয়া যায় ।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭
সামরিন হক বলেছেন: তাই! আমি সবসময় ভাবি ওখানে বুঝি লিকুইড কেমিক্যাল পাওয়া যায়।
খোঁজ নিবো পরে একবার।
ধন্যবাদ আপনাকে
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনার কচি ভাই বাড়বকুন্ডে কেমিক্যালে ( সরকারী ) অফিসার ছিলান; ডাকাতী করেছেন সেখানে; এখন দেখা যাচ্ছে যে, উনার নিজস্ব দুরবীণ, রকেট সবই ছিলো; কিন্তু ওরা মিলে কেমিক্যালকে গিলে ফেলেছে; হাজার খানেক পরিবার চাকুরী হারায়েছে।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১০-১৭ হাজারে ভালো টেলিস্কোপ পাবেন না। শুধু শুধু পয়সা নষ্ট করবেন।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি বাংলাদেশ এস্ট্রোনোমিকাল এসোসিয়েশনের মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করুন। উনি ভালো পরামর্শ দিতে পারবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৩৬
জেনারেশন একাত্তর বলেছেন:
রাস্তায় ভিখারীরা ১০/২০টা টাকা চায়; আপনিও দাঁড়িয়ে যান, সামান্য একটা দুরবীণ ভিক্ষা চাইবেন! ইহা তেমন বড় সমস্যা নয়!